ইবাইস ইউনিভার্সিটি
![]() | |
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০২ |
ইআইআইএন | ১৩৬৬৮৩ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | জাকারিয়া লিংকন |
ঠিকানা | বাড়ি নম্বর-২১/এ, সড়ক নম্বর-১৬ (পুরাতন-২৭) ধানমন্ডি, ঢাকা-১২০৯ , , ২৩°৪৫′১৬″ উত্তর ৯০°২২′২১″ পূর্ব / ২৩.৭৫৪৪৯৪° উত্তর ৯০.৩৭২৫৭০° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
পোশাকের রঙ | নীল |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
![]() |
ইবাইস ইউনিভার্সিটি বা ইবাইস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।[২] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০২৪ সালের ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায় যে, সাময়িক অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১২(১) ধারা অনুযায়ী ইবাইস ইউনিভার্সিটির কার্যক্রমের কিছুটা তারতম্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস, ঠিকানা এবং বৈধ কর্তৃপক্ষ (ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার) আছে। বোর্ড অব ট্রাস্টিজে দ্বন্দ্ব ও আদালতে মামলা চলমান থাকায় একাডেমিক, প্রশাসনিক, আর্থিক কার্যক্রমসহ ভর্তি, পরীক্ষা, ফলাফল এবং প্রদত্ত সনদের আইনগত বৈধতা দেয়া হয়েছে ২০২৩ সাল পর্যন্ত।[৩]
ইতিহাস
[সম্পাদনা]২০০২ সালে ইবাইস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর নিজস্ব কোন ক্যাম্পাস নেই।
ইবাইস বিশ্ববিদ্যালয়ের দুজন মালিক একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে একটি গ্রুপ ধানমন্ডি, অন্য গ্রুপ উত্তরায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে॥[৪] এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই।
অনুষদ ও বিভাগ
[সম্পাদনা]মানবিক ও আইন অনুষদ
[সম্পাদনা]- ইংরেজি বিভাগ
- পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিভাগ
- আইন বিভাগ
ব্যবসা ও অর্থনীতি অনুষদ
[সম্পাদনা]- ব্যবসা প্রশাসন বিভাগ
- অর্থনীতি বিভাগ
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
[সম্পাদনা]- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
ইনস্টিটিউট
[সম্পাদনা]গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১২।
- ↑ "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। www.ugc-universities.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৪।
- ↑ "আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সতর্ক করল ইউজিসি"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২৯।
- ↑ "১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সতর্ক করল ইউজিসি"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২১।