ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | |
নীতিবাক্য | ভবিষ্যৎ হবে অতীতের চেয়েও ভালো |
---|---|
ধরন | প্রাইভেট বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০৩ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | ড. মোঃ আবু হাসান ভূঁইয়া |
শিক্ষার্থী | ৪৯০০ |
ঠিকানা | এইচ - ১৯০, সড়ক - ৫, মধ্য নয়ানগর, ভাটারা, বারিধারা , , ১২১২ , ২৩°৪৭′৪০″ উত্তর ৯০°২৫′২৯″ পূর্ব / ২৩.৭৯৪৫২৫° উত্তর ৯০.৪২৪৬৭১° পূর্ব |
অধিভুক্তি | বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | uits |
![]() |
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি থেকে অনুমোদন লাভ করে। এটি পিএইচপি গ্রুপের পিএইচপি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এর বর্তমান উপাচার্য হলেন ড. মোঃ আবু হাসান ভূঁইয়া (ভারপ্রাপ্ত)। বিশ্ববিদ্যালয়টি ঢাকার বারিধারায় অবস্থিত।[২][৩]
প্রশাসন[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রধান নির্বাহী। প্রতিটি একাডেমিক বিভাগের নিজস্ব প্রধান রয়েছে। প্রশাসনের উপরে, ট্রাস্টি বোর্ড রয়েছে, যার নেতৃত্বে একজন চেয়ারপার্সন রয়েছেন, যিনি নীতিগত বিষয়গুলির তত্ত্বাবধান করে।
উপাচার্যগণ[সম্পাদনা]
![]() | এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (জানুয়ারি ২০২২) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- ড. মোহাম্মদ সোলেমান (২০১৭-২০২২)[৪]
- ড.. মোঃ আবু হাসান ভূঁইয়া (২০২২-বর্তমান)
অনুষদ ও বিভাগ[সম্পাদনা]
- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)
- তথ্য প্রযুক্তি (আইটি)
- পুরকৌশল (সিই)
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল (ইইই)
- ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল (ইসিই)
- ফার্মেসি
- ব্যবসায় শিক্ষা অনুষদ
- ব্যবসা শিক্ষা
- ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ)
- সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ
- সমাজবিজ্ঞান
- ইংরেজি
- আইন
ক্যাম্পাস[সম্পাদনা]
১১ নভেম্বর, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়, ক্যাম্পাসটি ঢাকার ভাটারার নয়ানগরে অবস্থিত। ২০১৯ সালের শরৎকালীন সেমিস্টারে নতুনদের আগত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসটির যাত্রা শুরু হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস"। www.prothom-alo.com। ২০১২-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।
- ↑ "ইউআইটিএস - প্রসঙ্গ"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।
- ↑ "ইউআইটিএস'র উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ সোলেমান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৩ মে ২০১৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]
