পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
![]() | |
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০১ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | প্রফেসর ড. মোঃ মোজাফ্ফর হোসেন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | 67 |
শিক্ষার্থী | ৪,৭৫৭ জন |
স্নাতক | ৩৩৫০ জন |
স্নাতকোত্তর | ১৫০ জন |
অবস্থান | গোকুল, বগুড়া , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | পিইউবি (PUB) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | [১] |
![]() |
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি পুন্ড্র বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ নামেও পরিচিতি। বিশ্ববিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে ইউজিসি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করে।
ইতিহাস[সম্পাদনা]
উত্তরবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় না থাকায় বগুড়ার কিছু উদ্যোগী ব্যক্তির সমন্বয়ে ‘পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠাকল্পে ২০০১ সালে হিউম্যান ইম্প্রুভমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এই HI-Foundation এর দ্বারা ২০০২ সালে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা পায়। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস ছিল রংপুর রোড, গোকুল, বগুড়া’র টিএমএসএস নির্মিত একটি ভবনে। পরবর্তীতে উদ্যোগতাগণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে গোকুল থেকে শহরে টিএমএসএস মহিলা ভবন এবং কাটনারপাড়া মহাতাব হেরিটেজে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি স্থানান্তর করে।[১][২]
অনুষদ[সম্পাদনা]
- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
- প্রোগ্রাম সমূহঃ
- ১. বি.এসসি. ইন সি.এস.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
- ২. বি.এসসি. ইন ই.ই.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
- ৩. বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
- ৪. এম.পি.এইচ
- ব্যবসায় শিক্ষা অনুষদ
- প্রোগ্রাম সমূহঃ
- ১. বি.বি.এ
- ২. এম.বি.এ ১ বছর
- ৩. এম.বি.এ ২ বছর
- ৪. ই.এম.বি.এ
- মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
- প্রোগ্রাম সমূহঃ
- ১. বি.এ অনার্স ইন ইংরেজি
- ২. এম.এ ইন ইংরেজি
- ৩. বি.এ অনার্স ইন ইসলামিক স্টাডিজ
- ৪. এম.এ ইন ইসলামিক স্টাডিজ (১ ও ২ বছর)
- ৫. এল.এল.বি (বর্তমানে স্থগিত)
- ৬. এল.এল.এম (১ ও ২ বছর) (বর্তমানে স্থগিত)
- ৭. বি.এড
- ৮. এম.এড
- ৯. বি.এ অনার্স ইন বাংলা (প্রস্তাবিত)
ক্যাম্পাস[সম্পাদনা]
বগুড়া শহর থেকে ৭ কিলোমিটার দূরে, ঢাকা- রংপুর রোডের পার্শ্ববর্তী স্থানে, গোকুল ইউনিয়নের অন্তর্ভুক্ত খোলার ঘর নামক স্থানে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অবস্থিত।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিশ্ববিদ্যালয়সমূহ"। ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Pundra University Bogra"। www.bogra.org।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি - অফিসিয়াল ওয়েবসাইট।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |