আন্তর্জাতিক কৃষি ব্যবসায় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
![]() | |
নীতিবাক্য | "An Environment Designed for Learning" |
---|---|
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯১ |
চেয়ারম্যান | জুবায়ের আলিম |
আচার্য | মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | অধ্যাপক ড: আবদুর রব |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫০০+ |
ঠিকানা | সেক্টর-১০, উত্তরা মডেল টাউন
ঢাকা, বাংলাদেশ। , , ২৩°৫৩′১৮″ উত্তর ৯০°২৩′২৬″ পূর্ব / ২৩.৮৮৮৩০৯° উত্তর ৯০.৩৯০৬৮১° পূর্বস্থানাঙ্ক: ২৩°৫৩′১৮″ উত্তর ৯০°২৩′২৬″ পূর্ব / ২৩.৮৮৮৩০৯° উত্তর ৯০.৩৯০৬৮১° পূর্ব |
শিক্ষাঙ্গন | উত্তরা, ঢাকা |
সংক্ষিপ্ত নাম | আইইউবিএটি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ |
ওয়েবসাইট | www.iubat.edu |
![]() |
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকনোলজি (বাংলা অনুবাদ: আন্তর্জাতিক ব্যবসায়, কৃষি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়।[১] ১৯৯১ সালের বেসরকারী বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়।[২] ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি ডিগ্রি প্রদান শুরু করে। থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি অব ব্যাংককের সাথে তাদের সহযোগিতা চুক্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অব কমনোয়েলথ ইউনিভার্সিটিজ এর সদস্য।[৩]
ক্যাম্পাস[সম্পাদনা]
আইইউবিএটির সুবৃস্তিত ক্যাম্পাসের আয়তন ৫.২ একর। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তুরাগ নদীর তীরে অবস্থিত।
অনুষদসমূহ[সম্পাদনা]
- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- ডিপার্টমেন্ট অব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং cse.iubat.edu/
- ব্যাচেলর অব সাইন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
- ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং https://ce.iubat.edu/
- ব্যাচেলর অব সাইন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
- ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং https://eee.iubat.edu/
- ব্যাচেলর অব সাইন্স ইন ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
- ডিপার্টমেন্ট অব মেকানিকাল ইঞ্জিনিয়ারিং https://me.iubat.edu/
- ব্যাচেলর অব সাইন্স ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
- ডিপার্টমেন্ট অব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং cse.iubat.edu/
- কৃষি অনুষদ https://cas.iubat.edu/
- ব্যাচেলর অব সাইন্স ইন এগ্রিকালচার
- ব্যবসা প্রশাসন অনুষদ https://cba.iubat.edu/
- ব্যাচেলর অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন
- মাস্টার অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন
- নার্সিং অনুষদ https://cn.iubat.edu/
- ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং (বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত)
- ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ https://cthm.iubat.edu/
- ব্যাচেলর অব আর্টস ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট
- কলা ও বিজ্ঞান অনুষদ https://caas.iubat.edu/
- ব্যাচেলর অব আর্টস ইন ইকোনমিক্স
- ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ https://english.iubat.edu/
এফিলিয়েশন[সম্পাদনা]
লাইব্রেরী[সম্পাদনা]
আইইউবিএটি লাইব্রেরি ছাত্র-ছাত্রীদের তথ্য সেবা এর প্রয়োজন মেটাতে ডিজাইন করা। যেটা ব্যবহার করতে আইইউবিএটি এর সকলকে উৎসাহ দেয়া হয়।বিশ্ববিদ্যায়টির সমস্ত ছাত্-ছাত্রী, শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ এমনকি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য লাইব্রেরী ব্যবহার ও এর বিভিন্ন সেবা নেয়ার সুযোগ রয়েছে।তবে শিক্ষার্থীদের রিডিং রুমের সুবিধার জন্য তার পরিচয়পত্র দেখাতে হবে। এছাড়া কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত বই নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।
বিশ্ববিদ্যালয়টির লাইব্র্রেরী তে আছে ১৭,৭৭০ টি বই, ৭৬০ টি জার্নাল, ২৭৯৩ টি প্রাকটিকাম রিপোর্ট,১২২ টি ক্যাসেট ও ৭০০ ডিভিডি এবং সিডি।যেটা শীততাপ নিয়ন্ত্রিত এবং চেয়ার, টেবিল সহ পড়াশুনার অন্যান্য উপকরনে সমৃদ্ধ।.
এছাড়া প্রড়াশুনার প্রয়োজনে আছে ফটোকপির সুবিধা। বিশ্ববিদ্যালয়টির ছুটির দিন ব্যতিত সাধারনত সকাল ৮.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত এটি খোলা থাকে।
ক্লাব[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয়টির সর্বমোট ৮ টি ক্লাব আছে।
১. আইইউবিএটি রয়্যাল ক্লাব।[সম্পাদনা]
২.আইইউবিএটি ব্লু।[সম্পাদনা]
৩.আইইউবিএটি গোল্ড।[সম্পাদনা]
৪.আইইউবিএটি জাগুয়ার।[সম্পাদনা]
৫.আইইউবিএটি আইটি সোসাইটি।[সম্পাদনা]
আইইউবিএটি আইটি সোসাইটি বিশ্ববিদ্যালয়র টির কম্পিউটার সায়েন্স এর বিশেষ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটা সুশৃঙ্খল কার্যনির্বাহী সংগঠন। যেটা স্টুডেন্ট রিলেশশীপ,ফিন্যান্স, একাডেমিক, কালচার, স্পোর্টস, পাবলিকেশন এবং মিডিয়া, ম্যাথ ক্লাব, পোগ্রামিং ক্লাব, রোবটিক্স ক্লাব নামে ৮ টি গ্রুপে বিভক্ত। যার মুল উদ্দেশ্য বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একাডেমিক ও অন্যান্য কাজে সহযোগীতা করা। এ লক্ষে কমিটির সদস্যরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এর নির্দেশনা অনুসারে পোগ্রামিং প্রতিযোগিতা, সেমিনার, ইভেন্ট, কাউন্সিলিং সহ বিভিন্ন ব্যবস্থা করে থাকে। বর্তমান কমিটিতে এর সদস্য সংখ্যা ৪৮।
৬.আইইউবিএটি প্রোগ্রামিং ক্লাব।[সম্পাদনা]
৭.আইইউবিএটি রোয়াক্ট ক্লাব।[সম্পাদনা]
৮.আইইউবিএটি রোবোটিক্স ক্লাব।.[সম্পাদনা]
স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয়টি প্রতি সেমিস্টারে বিভিন্ন ধরনের স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার দিয়ে থাকে।
এসএসসি ও এইসএসসি রেজাল্ট এর ওপরে ওয়েভার:[সম্পাদনা]
- ২ টাতে জিপিএ ৫.০০ : ১০০%।
- ২ টাতে জিপিএ ৪.৮০-৪.৯৯ : ৫০%।
- ২ টাতে জিপিএ ৪.৫০-৪.৭৯ : ২৫%।
- ২ টাতে জিপিএ ৪.০০-৪.৪৯ : ১৫%।
- ২ টাতে জিপিএ ৩.৭৫-৩.৯৯ : ১০%।
মেয়েদের জন্য আছে অতিরিক্ত ১৫% ওয়েভার।
এছাড়া দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষাথীদের পড়াশুনার সুযোগ দেয়ার জন্য আছে খুবই সহজ শর্তে স্টুডেন্ট লোন সুবিধা।
চিত্রশালা[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
- ↑ "Private University Act, 1992"। ২৫ এপ্রিল ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০০৭।
- ↑ About IUBAT। "Accreditation"। ২০০৬-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১০।