আতিক ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক আতিকুল ইসলাম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৫শে ফেব্রুয়ারি ২০১৬
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাপিএইচডি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়
সিডনি বিশ্ববিদ্যালয়

আতিক ইসলাম বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। ২০২০ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান।[১]

শিক্ষা[সম্পাদনা]

আতিক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বি.কম সম্মাননা ও এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সিপিএ অস্ট্রেলিয়ার ফেলো এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সদস্য।[২]

কর্মজীবন[সম্পাদনা]

আতিক ইসলাম অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও সরকার অনুষদের নির্বাহী ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার একাডেমিক কর্মজীবনে, সিডনি বিশ্ববিদ্যালয়, কার্টিন বিশ্ববিদ্যালয়, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫-২০০৮ পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে স্কুল অব কমার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

২০১৬ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফের নর্থ সাউথের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম"যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Professor Atiqul Islam made new Vice-Chancellor of NSU"www.northsouth.edu। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২