ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ
![]() | |
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১২ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | এম মোফাজ্জল হোসেন[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৩ |
অবস্থান | , |
সংক্ষিপ্ত নাম | এফসিইউবি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
![]() |
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০১২ সালের নভেম্বর মাসে উদ্বোধনী ক্লাসের মধ্যদিয়ে খুলনা বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ‘ যাত্রা শুরু করে।[২] বিশ্ববিদ্যালয়টি চুয়াডাঙ্গা- কুষ্টিয়া মহাসড়কে অবস্থিত।
সংক্ষিপ্ত বর্ণনা[সম্পাদনা]
ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভারসিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা সড়কে অবস্থিত। [৩]
উপাচার্য[সম্পাদনা]
নিম্নোক্ত ব্যক্তিবর্গ ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
- হযরত আলী (২ জুলাই ২০১৮ - ১ জুলাই ২০২২)[৪]
- এম মোফাজ্জল হোসেন (১ জুলাই ২০২২ - বর্তমান)[৫]
একাডেমিক সেমিস্টার[সম্পাদনা]
পিএইচ এর একাডেমিক সময়কাল তিনটি সেমিস্টার বছরে:
- বসন্তকাল সেমিস্টার: জানুয়ারী - এপ্রিল
- শীতকালীন সেমিস্টার: মে - আগস্ট
- শরৎকালীন সেমিস্টার: সেপ্টেম্বর - ডিসেম্বর
অনুষদ[সম্পাদনা]
- কলা ও মানবিক অনুষদ
- ব্যবসায় শিক্ষা অনুষদ
- বিজ্ঞান অনুষদ
শ্রেণীকক্ষ[সম্পাদনা]
এই বিশ্ববিদ্যলয়ের সকল শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার জন্য এক ডেক চেয়ার ও দ্বৈত আসন রয়েছে। শ্রেণীকক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। ও সার্বক্ষণিক বিদূৎ সুবিধা।
ল্যাবসমূহ[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদানের ২টি ল্যাব রয়েছে।
- কম্পিউটার ল্যাব
- বিজ্ঞান ল্যাব
অবস্থান[সম্পাদনা]
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ,
শাহ্জ ম্যানশন, পৌর কলেজপাড়া,
আলমডাঙ্গা রোড, চুয়াডাঙ্গা-৭২০০।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Professor Dr. M. Mofazzal Hossain"। FCUB (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২।
- ↑ "ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা'র যাত্রা শুরু"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "ড. হযরত আলী ফাস্ট ক্যাপিটাল ভার্সিটির উপাচার্য"। দৈনিক জনকণ্ঠ। ৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
- ↑ "Professor Dr. M. Mofazzal Hossain"। FCUB (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২।