নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো
লাতিন: North Bengal International University
ধরনবেসরকারি
স্থাপিত১৫ সেপ্টেম্বর, ২০১৩
চেয়ারম্যানঅধ্যাপিকা রাশেদা খালেক
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যড. বিধান চন্দ্র দাস[১]
ডিন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৬৮
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৩৬
শিক্ষার্থী২০০০[২]
ঠিকানা
বিনোদপুর, মতিহার, রাজশাহী
, ,
পোশাকের রঙগাঢ় নীল     
সংক্ষিপ্ত নামএনবিআইইউ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.nbiu.edu.bd
মানচিত্র

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর তারিখে স্থাপিত বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়[৩] এটি রাজশাহী শহরের মতিহার থানার চৌদ্দপাই এলাকাতে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত রাজশাহী মহানগরীতে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। শুরুতে বিনোদপুরস্থ ৪২ ক্ষণিকা রাজশাহীতে এর প্রশাসনিক কার্যক্রম চালু হয়। পরবর্তীতে দৈনিক বার্তা কমপ্লেক্সের ৪র্থ-৫ম তলায় এর একাডেমিক ও প্রশাসনিক উভয় কার্যক্রম শুরু করে। ১৬ নভেম্বর ২০২১ সাল হতে রাজশাহী মহানগরীর মতিহার থানার অন্তর্গত চৌদ্দপাই এলাকাতে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

অবকাঠামো[সম্পাদনা]

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৬ নভেম্বর ২০২১ সাল হতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন চৌদ্দপাই এলাকায় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এতে রয়েছে- ১টি ডিজিটাল সাউন্ড সিস্টেম কনফারেন্স রুম, ২টি কম্পিউটার ল্যাব, ১টি ফিজিক্স ল্যাব, ১টি ক্যামিস্ট্রি ল্যাব, ২টি ইইই ল্যাব, কেন্দ্রীয় গ্রন্থাগার, সিসি ক্যামেরা, ফ্রি ওয়াইফাই, ব্রডব্যান্ড ইন্টারনেট সমৃদ্ধ নেটওয়ার্কিং ল্যাব, এনবিআইইউ ক্যাফে, টিএসসি, প্রভৃতি।

অনুষদ[সম্পাদনা]

কলা অনুষদ[সম্পাদনা]

ব্যবসায় শিক্ষা অনুষদ[সম্পাদনা]

  • ব্যবসা অধ্যয়ন

সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ[সম্পাদনা]

  • সমাজবিজ্ঞান
  • রাষ্ট্রবিজ্ঞান
  • আইন
  • যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন
  • ফোকলোর ও বাংলাদেশ অধ্যয়ন

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ[সম্পাদনা]

অবস্থান[সম্পাদনা]

স্থায়ী ক্যাম্পাস[সম্পাদনা]

  • চৌদ্দপাই (নাটোর-রাজশাহী রোড সংলগ্ন), ডাকঘর: বিনোদপুর বাজার-৬২০৬, থানা: মতিহার (মেট্রোপলিটন), জেলা: রাজশাহী।[৫]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Vice Chancellor"UGC Official Website। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬ 
  2. "At a Glance"। North Bengal International University। 
  3. "University Grants Commission"। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬ 
  4. "Faculties"। North Bengal International University। 
  5. "Contact Us"। North Bengal International University। 

বহিঃসংযোগ[সম্পাদনা]