নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
![]() | |
নীতিবাক্য | "Vita Dulcedo Spes" |
---|---|
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয়, সহ-শিক্ষা |
স্থাপিত | ২৯ এপ্রিল ২০১৩ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ধর্মীয় অধিভুক্তি | খ্রিস্টধর্ম |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | প্যাট্রিক গ্যাফনি, সিএসসি |
ঠিকানা | ১, আরামবাগ, মতিঝিল , , ২৩°৪৩′৪৪″ উত্তর ৯০°২৫′১৮″ পূর্ব / ২৩.৭২৮৯৬২° উত্তর ৯০.৪২১৫৮১° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | NDUB |
ওয়েবসাইট | http://ndub.edu.bd/ |
![]() |
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারি ক্যাথলিক বিশ্ববিদ্যালয়। এটির স্থায়ী ক্যাম্পাস ঢাকার মতিঝিল আরামবাগে অবস্থিত। ২০১৩ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ সরকারের অনুমোদন গ্রহণপূর্বক ক্যাথলিক খ্রিস্টান ধর্মযাজকবৃন্দ কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়।[১] ১৯৯২ সালের বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এটি পরিচালিত হয়। ২০১৪ সালে নটর ডেম বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রম শুরু করে।
ইতিহাস[সম্পাদনা]
২০১৩ সালে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও এই বিশ্ববিদ্যালয়ের বীজ বোপিত হয়েছিল নটর ডেম কলেজ প্রতিষ্ঠা কাল, ১৯৪৯ সালে। পর্যাপ্ত জনবল ও অর্থাভাবে বেশ কয়েকবার ক্যাথলিক ধর্মযাজকবৃন্দ উদ্যোগ নিলেও তা বেশি দূর এগোতে পারেনি। অতঃপর পবিত্র ক্রুশ সংঘ ও নটর ডেম কলেজের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ২০১৩ সালে এসে বাস্তবায়িত হয় এবং ২০১৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়।[১]

বিভাগ সমূহ[সম্পাদনা]
বর্তমানে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। বিভাগ পাঁচটি হল:
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
- অর্থনীতি
- আইন
- ইংরেজি
- ব্যবস্যায় প্রসাশন
এছাড়াও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, দর্শন এবং আরো কিছু বিভাগ পরিকল্পনাধীন আছে।
একাডেমিক প্রোগ্রাম[সম্পাদনা]
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (সিএসই)
- ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (বিবিএ)
- ব্যবসায় প্রশাসনে মাস্টার্স (এমবিএ)
- ব্যবসায় প্রশাসনে এক্সেকিউটিভে মাস্টার (ইএমবিএ)
- অর্থনীতিতে স্নাতক
- আইনে ব্যাচেলর (এলএলবি)
- ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (ইএলএল)
ক্যাম্পাস[সম্পাদনা]
নটর ডেম কলেজের দক্ষিণ দিকে চার বিঘা জমিতে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সূচনালগ্ন থেকেই তার স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানেই সকল একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। অদূর ভবিষ্যতে নটর ডেম বিশ্ববিদ্যালয় একটি বিশতলা ভবনের নির্মাণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে।
গ্যালারি[সম্পাদনা]
ড. কামাল ও হামিদা হোসেনের সাথে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস"। ndub.edu.bd। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪।