বিষয়বস্তুতে চলুন

কুশলীবাসা শাহী মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুশলীবাসা শাহী মসজিদ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি মুঘল আমলে নির্মিত একটি মসজিদ।[১] মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি ফলে সঠিক নির্মাণ সাল জানা যায় না।

কুশলীবাসা শাহী মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাকুষ্টিয়া জেলা
অবস্থান
অবস্থানকুশলীবাসা, চাঁদপুর ইউনিয়ন, কুমারখালী উপজেলা
দেশ বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৬′৫৯″ উত্তর ৮৯°০৯′৩১″ পূর্ব / ২৩.৭৮২৯২৪৪° উত্তর ৮৯.১৫৮৬৭৩৮° পূর্ব / 23.7829244; 89.1586738
স্থাপত্য
স্থাপত্য শৈলীমুঘল স্থাপত্য
প্রতিষ্ঠাতাকুশল দেওয়ান
প্রতিষ্ঠার তারিখমুঘল আমলে আনুমানিক ১৬৫৮-১৭০৭ সাল
বিনির্দেশ
দৈর্ঘ্য৫ মিটার
প্রস্থ৪ মিটার

ইতিহাস[সম্পাদনা]

মসজিদটি মুঘল আমলে নির্মিত হলেও সঠিক নির্মাণ সাল জানা যায় না। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তার শাসনামলে রাজকর্মী হিসেবে অনেককে বাংলার বিভিন্ন অঞ্চলে নদীপথে পাট কেনা বেচার দেওয়ানী দিয়ে পাঠাতেন। কর্মচারীদের অধিকাংশ ছিলেন সুফি মতাদর্শের ও ধর্মভীরু। তারাই প্রতিকূল পরিবেশের সর্বপ্রথম নিজেদের আস্তানা তৈরি করে রাজ কার্যের পাশাপাশি ইসলাম ধর্ম প্রচার করতেন। মসজিদটি তারই ইঙ্গিত বহন করে। এদের মধ্যে একজন ছিলেন কুশল দেওয়ান যার উদ্যোগ মসজিদটি নির্মিত হয়েছিল। তিনি মসজিদ নির্মাণের পর এখানেই বসবাস করা শুরু করেন। যার ফলে তার নামানুসারেই গ্রামের নাম কুশলীবাসা রাখা হয়। মসজিদের প্রাঙ্গণে একটি কবরস্থান রয়েছে, স্থানীয়দের ধারনা কবরস্থানের কোনো একটি কবর কুশল দেওয়ান-এর কবর।

গঠনশৈলী[সম্পাদনা]

মসজিদটি নির্মাণে পোড়ামাটির টেরাকোটা, চুন-সুরকি ও বিশেষ ধরনের মাটি পোড়ানো টালি ব্যবহার করা হয়েছে।

মসজিদের পূর্ব-পশ্চিমে দৈর্ঘ্য ৫ মিটার ও উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য ৪ মিটার। মেজে থেকে ছাদর উচ্চতা প্রায় ২.৭ মিটার। মসজিদের মিহরাবটি অপেক্ষাকৃত ছোট ও অপূর্ণ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন, কুষ্টিয়া প্রতিনিধি (২০২২-০১-১২)। "কুষ্টিয়ার 'কুশলীবাসা শাহী মসজিদ': মুঘল আমলের নন্দনশৈলীর নিদর্শন"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৮ 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • ডঃ. মুহাম্মদ হাসনায়েন, ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ৭/৩ খ. সাহিত্যিক মীর মশাররফ হোসেন সড়ক, কুষ্টিয়া ৭০০০: কন্ঠধ্বনি প্রকাশনী। পৃষ্ঠা ১২৯–১৩২। আইএসবিএন 978-984-94435-0-6 
  • মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ১৩২–১৩৬। আইএসবিএন 978-984-8950-41-8