করপাড়া ইউনিয়ন, গোপালগঞ্জ সদর
করপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে করপাড়া ইউনিয়ন, গোপালগঞ্জ সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৮৯°৪৯′৫৭″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৮৯.৮৩২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | গোপালগঞ্জ সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
১৪ নং করপাড়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১][২] এটি গোপালগঞ্জ সদর উপজেলার একটি প্রাচীনতম জনপদ এবং গোপালগঞ্জ জেলার মধ্যে একটি জনবহুল ইউনিয়ন।ভোটার সংখ্যা বিবেচনায় এর অবস্থান গোপালগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয়। ১১ নভেম্বর, ২০২১ এর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুযায়ী ভোটারের সংখ্যা প্রায় ১৯ হাজার।ইউনিয়নটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ। অন্যান্য ধর্মের মধ্যে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান এবং ১% এর নিচে অন্যান্য সম্প্রদায়ে লোকের বসবাস।বাসিন্দারা বেশিরভাগ কৃষি নির্ভরশীল বা আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কৃষিক্ষেত্রে অবদানের উপর জীবিকা নির্ভরশীল।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
উত্তরে বৌলতলী সাহাপুর ইউনিয়ন পরিষদ দক্ষিণে মাঝিগাতী ইউনিয়ন পূর্বে কাজুলিয়া ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে দুর্গাপুর ও উলপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
বনগ্রামের সাধক হাজার চাঁদ ফকিরের মাজার, ঐতিহ্যবাহী বনগ্রাম বড় মাঠ, বনগ্রাম-বলাকইড়ের পদ্মবিল,ইসহাক মোল্লার দিঘি, করপাড়া ইউনিয়নের সরকারী পুকুর, পন্ডিত কালী দাসের বাড়ি,নিশি বাবুর বাড়ি, বঙ্গবন্ধুর সহচর আব্দুল মান্নান মন্নু শেখের বাড়ি,বনগ্রাম দক্ষিণ পাড়া ভুতের(ভিটে)বাড়ি,আলম মিয়ার বাড়ির অতিথি পাখির আশ্রয়কেন্দ্র।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান--এস.এম হাবিবুর রহমান
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | জনাব আব্দুল বারিক খান | ২৩.১০.১৯৭৩-২৮.০২.১৯৭৭ |
০২ | জনাব হালিমুজ্জামান সরদার | ২৯.০২.১৯৭৭-০৯.০২.১৯৮৪ |
০৩ | জনাব ছাবেদ আলী খান | ১০.০২.১৯৮৪-১৩.০১.১৯৮৮ |
০৪ | জনাব আব্দুল আজিম শেখ বতু | ১৪.০১.১৯৮৮-২৯.১০.১৯৯২ |
০৫ | আলিউজ্জামান ওলি | ৩০.১০.১৯৯২-২৯.০২.১৯৯৮ |
০৬ | কবির হোসেন দাড়িয়া | ০১.০৩.১৯৯৮-৩০.০৩.২০০৩ |
০৭ | বরকত জাহান সিকদার বকু | ৩১.০৩.২০০৩-০১.০৮.২০১১ |
০৮। হাজী আলমাচ হাসান মোল্যা ০১.০৮.২০১১-০৭.০৫.২০১৪
০৯।গোবিন্দ রায়(ভারপ্রাপ্ত)০৮.০৫. ২০১৪-১৫.০৮.২০১৫
১০।মোঃ মজিবর বেগ ১৬.০৮.২০১৫-০২.০৮.২০১৬
১১।সিকদার শাহ সুফিয়ান ০৩.০৮.২০১৬-২৪.০৬.২০২০
১২।হাফিজুর রহমান সাফু (ভারপ্রাপ্ত) ২৪.০৬.২০২০-০৮.০২.২০২২
১৩।এস.এম হাবিবুর রহমান(সোনা মিয়া) ০৯.০২.২০২২- বর্তমান
বর্তমান ওয়ার্ড সদস্য
১.মোঃ ইয়াসির, ১ নং ওয়ার্ড সদস্য
২.মোঃ ইমদাদ আলী সিকদার, ২নং ওয়ার্ড সদস্য
৩.মোঃ কামরুল ইসলাম দাড়িয়া,৩ নং ওয়ার্ড সদস্য
৪.মোঃ আব্দুল গফফার খান,৪ নং ওয়ার্ড সদস্য
৫.মোঃ আল মামুন, ৫ নং ওয়ার্ড সদস্য
৬.নজরুল ইসলাম দাড়িয়া,৬ নং ওয়ার্ড সদস্য
৭.মোঃ লিয়াকত আলী মোল্লা, ৭ নং ওয়ার্ড সদস্য
৮.মোঃ মনির উজ্জামান, ৮ নং ওয়ার্ড সদস্য
৯.মোঃ হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড সদস্য
বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য
১.মোছাঃ মদিনা বেগম
সংরক্ষিত মহিলা সদস্য-১,২ও ৩ নং ওয়ার্ড
২.কহিনুর বেগম
সংরক্ষিত মহিলা সদস্য-৪,৫ও ৬ নং ওয়ার্ড
৩.লাকি বেগম
সংরক্ষিত মহিলা সদস্য-৭,৮ ও ৯ নং ওয়ার্ড
আরও দেখুন[সম্পাদনা]
- ঢাকা বিভাগ
- গোপালগঞ্জ জেলা
- গোপালগঞ্জ সদর উপজেলা
- ১৪ নং করপাড়া ইউনিয়ন পরিষদ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "করপাড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "গোপালগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |