ডুমুরিয়া ইউনিয়ন, টুঙ্গিপাড়া
ডুমুরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ডুমুরিয়া ইউনিয়ন, টুঙ্গিপাড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৮′৪৯″ উত্তর ৮৯°২৫′২০″ পূর্ব / ২২.৮১৩৬১° উত্তর ৮৯.৪২২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | টুঙ্গিপাড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ডুমুরিয়া ইউনিয়ন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
টুংগীপাড়া উপজেলা সদর হতে ১২ কিলোমিটার উত্তর দিকে ডুমরিয়া ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
ডুমরিয়া ইউনিয়নে ২৫০ বৎসর পূর্বে জনবসতি শুরু। হিন্দু সম্প্রদায়ের লোকেরা পুরো চৈত্র মাস শিবাসন বা পাট মাথায় নিয়ে এলাকায় ধর্মীয় জাগ-যজ্ঞাদি ও গান বাজনা করে মাসের শেষে চৈত্র সংক্রান্তিতে পাট পূঁজা বানিল পূঁজা করতেন। সেই পাট পূঁজা থেকে অত্র এলাকার জন্ম হয় ডুমরিয়া গ্রাম। ১৮৯০/১৯০০ সালে ডুমরিয়া গ্রামের নাম অনুসারে এই ইউনিয়নের নাম হয় ডুমরিয়া। ১৯০০ সাল হতে ১৯৪৭ পর্যন্ত ডুমরিয়া ইউনিয়ন বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৪৭ হতে ১৯৭১ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিল নামে পরিচিত ছিল।
গ্রাম সমূহ[সম্পাদনা]
গ্রাম ১৮টি সংখ্যা
ডুমরিয়া, ভৈরব নগর, কাঠিকগ্রাম, সালুখা, ভিন্নাবাড়ী, তারাইল, নারায়নখালী, কানাইনগর, চিতলীয়া, সড়াবাড়ী, লেবুতলা, বাশবাড়ীয়া, পাকুড়তীয়া, করফা, মধুখালি, চরগোপালপুর, পাতিলঝাপা, পারঝনঝনিয়া।
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তন- ৭৮৭৮ একর। লোকসংখ্যা- সর্বমোট ২০৭২০ জন। পুরুষ- ১০৭৮১জন, মহিলা- ৯৯৩৯।
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার- ৫২.২৯%।
বিখ্যাত ব্যক্তিত্ব[সম্পাদনা]
ডুমরিয়া ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিদের নামের তালিকা:[সম্পাদনা]
ক্রম নং | নাম | গ্রাম | কেন প্রখ্যাত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
০১ | এ জে এম আমিনুল হক | বাঁশবাড়িয়া | বীর উত্তম, ব্রিগেডিয়ার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সাবেক ডিজি- এনএসআই। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
০২ | শাহ মোঃ জিয়াউর রহমান | বাঁশবাড়িয়া | সাবেক বিমানবাহিনী প্রধান, দেশের প্রথম এয়ার মার্শাল। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৩ | ডঃ রাজীব বিশ্বাস | তারাইল | বিজ্ঞানী, পিএইসডি ফেলো, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিঅব আমেরিকা। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৪ | প্রফেসর ড. আক্কাস আলী | বাঁশবাড়িয়া | সাবেক প্রোভিসি, কৃষিবিদ,বিজ্ঞানী। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৫ | শহীদুজ্জামান | মধুখালি | এডিটর, নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৬ | ড. ইমদাদুল হক | বাঁশবাড়িয়া | বিজ্ঞানী, হার্ভার্ড স্কলার। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৭ | শামিম মুশফিক | পাকুড়তিয়া | প্রটোকল অফিসার -১,প্রধানমন্ত্রীর কার্যালয়। | 0৮ | সাবেক চেয়ারম্যান। | ০৯ | ডা এস এম নাসির হায়দার | পরিচালক,স্বাস্থ্য অধিদফতর।
জনপ্রতিনিধি[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান-[সম্পাদনা]মোঃ কবির আলম তালুকদার(বর্তমানে সাময়িক বরখাস্ত) পূর্বতন চেয়ারম্যানবৃন্দ[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
|