বলাকইড় পদ্মবিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলাকইড় পদ্মবিল
পদ্ম ডাঙা
দর্শনীয় স্থান
বলাকইড় পদ্মবিলের স্কাইলাইন
দেশবাংলাদেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাগোপালগঞ্জ সদর

বলাকইড় পদ্মবিল বা বলাকৈইড় পদ্মবিল বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গোপালগঞ্জ জেলার একটি পল্লী এলাকা ও পর্যটনকেন্দ্র।[১][২][৩][৪] এটি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার অন্তর্গত করপাড়া ইউনিয়নের বলাকইড়ে অবস্থিত।[৫][৬] প্রায় হাজার বিঘা এলাকার মধ্যে বলাকইড় পদ্মবিল বাংলাদেশের অন্যতম নৈসর্গিক প্রাকৃতিক দর্শনীয় স্থান।[৭] [৮][৯] এটি বাংলাদেশের একমাত্র পদ্মবিল যেখান থেকে চিত্তবিনোদন নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা পদ্ম মৌসুমে এর সৌন্দর্য দেখতে ছুটে আসে। এমনকি বিদেশ থেকেও অনেক দর্শনার্থী এসে এখানে বলাকইড় পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করে।[১০][১১]

ইতিহাস[সম্পাদনা]

বলাকইড় ছাড়া বলাকইড় পদ্মবিলের অংশ হিসেবে আছে অত্র ইউনিয়নের বৃহত্তম বনগ্রামের কয়েকটি বিলের অংশ তন্মধ্যে বনগ্রাম পচা ডাঙা, ঝাল্লা ডাঙা, মোল্লা ডাঙা, সাতপুকুর পার্শ্ববর্তী কাঠি ইউনিয়নের মানিকহার বিলের আংশিক অংশ, কাজুলিয়া ইউনিয়নের উত্তর-পশ্চিমাংশ,করপাড়া ইউনিয়নের তারগ্রামের দক্ষিণ পশ্চিমাংশ। যদিও এটি বিভিন্ন বিলের সম্বনয়ে গঠিত হয়েছে তবুও স্থানীয়ভাবে এক সাথে বলাকইড় পদ্মবিল হিসেবে স্থানীয় অধিবাসী বা বিভিন্ন এলাকা থেকে আগত ভ্রমণ পিপাসু পর্যটকরা সে নামে চিনে থাকে। বলতে গেলে, কয়েক হাজার বিঘা জমিতে এই পদ্মবিল অফু্রন্তভাবে এখানে ফুটে রয় যেন অপার সৌন্দর্য বিলাতে। তবে শুষ্ক মৌসুমে, কতক জমিতে একবারের জন্য বিভিন্ন কৃষক ধানের চাষ করে থাকেন অনেক সময় সে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারেন আবার কতক সময়ে জোয়ারের পানিতে তা তলিয়ে যায়।

অবস্থান[সম্পাদনা]

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া ইউনিয়ন এর বলাকইড়ে অবস্থিত। গোপালগঞ্জ জেলা সদর থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এর পূর্ব দিকে বিল বাজুনিয়া, পশ্চিমে বনগ্রাম, উত্তরে কৃষ্ণপুর এবং দক্ষিণে মানিকহার, ভোজেরগাতি ও কাঠি এলাকা অবস্থিত।

পর্যটন আকর্ষণ[সম্পাদনা]

পর্যটকদের আকর্ষণ করতে প্রতি বছর এখানে পদ্মবিল নামে মেলা বসে। যা বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পায়। যে দূরদর্শন সংবাদ দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ এখানে পরিবার পরিজন নিয়ে ছুটে আসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা পদ্ম মৌসুমে এখানে চিত্ত বিনোদন নিয়ে থাকেন। বিভিন্ন পেশাজীবির পর্যটকসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী, সচিব মহোদয়, সাংসদ, মন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিবর্গ এখানে ভ্রমণ করে থাকেন।[১২][১৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মনোজ কুমার সাহা। "গোপালগঞ্জে পদ্ম বিলের অপার সৌন্দর্য - বিনোদন"বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩ 
  2. "বলাকইড় পদ্মবিল প্রকৃতির অনন্য সৌন্দর্যের ভান্ডার (ভিডিও)"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "বলাকইড় পদ্মবিল যেন প্রকৃতির অপরুপ সৌন্দর্য, ভিড় বাড়ছে দর্শনার্থীদের"news24bd.tv। ২৩ সেপ্টেম্বর ২০২১। 
  4. "বলাকইড় বিলে পদ্মফুলের সৌন্দর্য দেখতে ছুটছেন দর্শনার্থীরা"dhakapost.com। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২ 
  5. "গোপালগঞ্জের অপরুপ বলাকৈইড় গ্রামের পদ্মবিল"। চ্যানেল আই। ২৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩ 
  6. "পদ্মফুলে মনোরম গোপালগঞ্জের বলাকইড় বিল"Bangla Tribune। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  7. "পদ্মাসেতুর বদৌলতে বলাকইড় বিলে বেড়েছে দর্শনার্থী"banglanews24.com। ৪ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩ 
  8. "বলাকইড় বিল যেন পদ্ম বিছানা"newsbangla24.com। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩ 
  9. "গোপালগঞ্জের বলাকইড় পদ্ম বিলে দর্শনার্থীর ভিড় - জাতীয় - observerbd.com"The Daily Observer। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০ 
  10. "বলাকইড় পদ্মবিল হতে পারে সম্ভাবনাময় পর্যটন এলাকা"শেয়ার বিজ। ২৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩ 
  11. "বর্ণিল পদ্মে সেজেছে বলাকইড় পদ্মবিল"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৩ 
  12. "বলাকইড় পদ্মবিল, হাতছানি দেয় ভ্রমণ পিপাসুদের"www.kalerkantho.com। আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ৭ অগাস্ট ২০২০ 
  13. "বাহ্‌! কী সুন্দর!"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]