গোহালা ইউনিয়ন
গোহালা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে গোহালা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৮৯°৫২′৩″ পূর্ব / ২৩.৩২০২৮° উত্তর ৮৯.৮৬৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | মুকসুদপুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
গোহালা ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
গোহালা ইউনিয়নের কার্যালয় উপজেলা সদর হতে ১৬ কি.মি. দক্ষিণ-পূর্বে গোহালা বাজারে অবস্থিত। জেলা সদর হতে দুরত্ব ৪৪ কি.মি.। ইউনিয়নের উত্তরে দিগনগর ইউপি, দক্ষিণে খালিয়া ইউপি, পূর্বে রাঘদী ইউপি এবং পশ্চিমে ননীক্ষীর ইউপি অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম মুকসুদপুর অধীনে বর্তমান গোহালা ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে গোলাম হোসেন সরকার, সাদত আলী গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডা: রেয়াজ উদ্দিন সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে তৈয়ব আলী, আ: মতিন (ভারপ্রাপ্ত), মাজেদুল ইসলাম সরকার (২য় বার নির্বাচিত), তৈয়ব আলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক সুবিল ইউনিয়ন থেকে রসুল পুর গ্রাম কে পৃথক করে রসুলপুর নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে কয়েকটি ছোট বড় গ্রাম মিলিয়েই গোহালা ইউনিয়ন পরিষদ।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
গ্রাম সমূহ- বামনডাঙ্গা, প্রশন্নপুর, পূর্বনওখন্ডা, গোহালা, ভট্টাচার্য্যকান্দি, বিশ্বনাথপুর, মুনিরকান্দি, মুড়িয়াজোড়া, আড়ুয়াকান্দি, আচারপাড়া, জিরাতলী, কাজিপাড়া, যাত্রাবাড়ী, হরিশ্চর, চকাআমবাড়ী (নয়াকান্দি), উঃগঙ্গারামপুর, দঃগঙ্গারামপুর, গয়লাকান্দি।
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তন: ১৪.৭০ বর্গ কি.মি.। জনসংখ্যা: ২০,৫৩৪ জন। (২০১১ আদম শুমারী অনুযায়ী)
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষার হার : ৫৫%।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়- ২টি
১) গোহালা টি,সি,এ,এল উচ্চ বিদ্যালয়। ২) গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়।
- নিম্ন মাধ্যমিক- ১টি
১) ইষ্ট লখন্ডা জিরাতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
- সরকারী প্রাঃ বিদ্যালয়- ৮টি
১) ১১৩ নং লখন্ডা জিরাতলী প্রাথমিক বিদ্যালয়। ২) ৩) ৪) ৫)
- রেজিঃ প্রাথমিক বিদ্যালয়- ৩টি
- মাদ্রাসা- ০৪টি
দর্শনীয় স্থান[সম্পাদনা]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- কাজী আব্দুর রশিদ -সাবেক চেয়ারম্যান গেপালগঞ্জ জেলা পরিষদ এবং গোপালগঞ্জ-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- সফিকুল আলম মোল্লা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | তৈয়ব আলী | ১৯৮৩ - ১৯৮৮ |
০৪ | মোঃ মাজেদুল ইসলাম সরকার | ১৯৮৮ - ১৯৯৩ |
০৫ | কফিল উদ্দিন | ১৯৯৩-১৯৯৮ |
০৬ | শাহ আলম সরকার | ১০ ফেব্রুয়ারি ১৯৯৮-৯ ফেব্রুয়ারি ২০১০ |
০৭ | সফিকুল আলম মোল্লা |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "গোহালা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "মুকসুদপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |