বহুগ্রাম ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৫নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন
৫নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদ
বহুগ্রাম ইউনিয়ন পরিষদ
বহুগ্রাম ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলামুকসুদপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৪.৭০ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,৫০২ (জন)
সাক্ষরতার হার
 • মোট৫৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বহুগ্রাম ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার একটি ইউনিয়ন। কালের স্বাক্ষী বহনকারী কুমার নদীর তীরে গড়ে উঠা মুকসুদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বহুগ্রাম ইউনিয়ন।

বর্তমান পরিষদ[সম্পাদনা]

  • পরিতোষ সরকার (ইউপি চেয়ারম্যান)
  • রেহানা বেগম (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • রুনা বেগম (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • দয়াময়ী কীৰ্ত্তনীয়া (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • মোঃ টুলু মোল্যা (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • মোঃ মাহাবুল ইসলাম (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • সঞ্জয় বিশ্বাস (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • মোঃ লিটু মিয়া (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • মোঃ রফিকুজ্জামান (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • রুবেল মিয়া (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • অসীম মন্ডল (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • দীপংকর দাস (ইউনিয়ন পরিষদের মেম্বার)
  • আশিস মজুমদার (ইউনিয়ন পরিষদের মেম্বার)

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ[সম্পাদনা]

  • দেলোয়ার হোসেন দুলাল (২০১১-২০১৬ ইং)
  • বাবু রনজিৎ কুমার বিশ্বাস (২০০১ - ২০১১ ইং)
  • বাবু হরপ্রসাদ বাগর্চী (১৯৯৫ - ২০০১ ইং)
  • মো: আকরামুজ্জামান মোল্যা(১৯৮৮ - ১৯৯৩ ইং)
  • মো: নিজামুউদ্দিীন আহম্মেদ (১৯৯৩ - ১৯৯৮ ইং)

গ্রাম সমূহ[সম্পাদনা]

  • বহুগ্রাম
  • গাড়লগাতী
  • কাউনিয়া
  • মটবাড়ী
  • মাঝীগাতী
  • খোঁর্দাদূর্বাশুর
  • বলনারায়ন
  • বড় তারাইল
  • বনবাড়ী
  • ছোট তারাইল
  • খা্গড়াডাংগা
  • বিধি বাসুড়িয়া
  • দূর্বাসুর
  • হরিনাহাটি

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

  • আয়তন ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
  • লোকসংখ্যা ১২৫০২ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
    • পুরুষ ৬০৭৯জন
    • মহিলা ৬৪২৩ জন
  • গ্রামের সংখ্যা ১৩ টি।
  • মৌজার সংখ্যা ৯ টি।

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার[সম্পাদনা]

  • ৫৬% (২০০১ সালের জরিপ অনুযায়ী)

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬টি,
  • বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ০১টি,
  • উচ্চ বিদ্যালয় ০২টি,
  • মাদ্রাসা ১টি

ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • মসজিদ ২৩ টি
  • মন্দির ২৫ টি

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

খাল ও নদী[সম্পাদনা]

মুকসুদপুর উপজেলার মধ্য দিয়ে যে কুমার নদীর শাখা বলনারায়ন খালের সাথে মিলে বহুগ্রাম ইউনিয়নের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রায় প্রত্যেকটি গ্রামের পাশদিয়ে বয়ে গেছে এই সকল খাল বয়ে গেছে।যার মাধ্যমে আমাদের কৃষি মৌসুমে চাষিরা তাদের সেচ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন জাতের ফসল উৎপন্ন করতে পারে। মাঝে মাঝে বিভিন্ন প্রকার খাল খনন প্রকল্পের মাধ্যমে কৃষকের মনে ফসল ফলানো চাহিদা অনেকাংশে বেড়ে গেছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

[১][২]

  1. "বহুগ্রাম ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. "মুকসুদপুর উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০