পাইককান্দি ইউনিয়ন
পাইককান্দি | |
---|---|
ইউনিয়ন | |
পাইককান্দি ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | গোপালগঞ্জ সদর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ৩৫ বর্গকিমি (১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৫,৬৫৯ |
• জনঘনত্ব | ৪৫০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৮১০৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পাইককান্দি বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
পাইককান্দি ইউনিয়ন গোপালগঞ্জ সদর উপজেলার প্রাণ কেন্দ্র থেকে ৮ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এর উত্তরে রয়েছে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন, শুকতাইল ইউনিয়ন, পূর্বে রয়েছে উরফি ইউনিয়ন, পশ্চিমে রয়েছে মধুমতি নদী এবং দক্ষিণে রয়েছে উরফি ইউনিয়ন।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
পাইককান্দি ইউনিয়ন গঠিত হয়েছে এগারোটি গ্রামের সমন্বয়ে। গ্রাম ১১টি হলো-
- তেবাড়িয়া
- সুলতানশাহী
- ঘোড়াদাইড়
- পুখুরিয়া
- পাইটকেলবাড়ি
- শশাবাড়ীয়া
- পাইককান্দি
- ঘোষগাতী
- সোনাশুর
- আমুড়িয়া
- বিজয়পাশা
দর্শনীয় ও ঐতিহাসিক স্থান[সম্পাদনা]
পাইককান্দি ইউনিয়নে দর্শনীয় স্থানের মধ্যে আছে-
- মধুমতি নদী
- পাইককান্দি চৌধুরি বাড়ি
- শশাবাড়িয়া বধ্যভূমি
জনসংখ্যা[সম্পাদনা]
২০০১ সালের আদমশুমারি অনুযায়ী পাইককান্দি ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫,৬৫৯ জন।[২]
শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]
পাইককান্দি ইউনিয়নে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তন্মধ্যে অন্যতম কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো:
কলেজ[সম্পাদনা]
উচ্চবিদ্যালয়[সম্পাদনা]
সরকারি প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]
- সুলতাশাহী কেকানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়[৫]
- ঘোড়াদাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়[৫]
- পুখরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়[৫]
মাদ্রাসা[সম্পাদনা]
- আল জামিয়াতুল ইসলামিয়া সুলতানশাহী ঘোড়াদাইড় সুলতানুল উলুম মাদরাসা[৬]
- পাইককান্দি পঞ্চপল্লী মাদরাসা[৬]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
ক্রমিক | নাম | মোট |
---|---|---|
০১ | সিকদার শফিকুর রহমান মাক্ষু | ১ |
০২ | বি,এম, হারুন অর রশিদ | ৪ |
০৩ | সিকদার নুর মোহাম্মদ দুলু | ১ |
০৪ | মোঃ ইউনুস আলি মজুমদার | ১ |
০৫ | এস এম শাহজাহান | ১ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পাইককান্দি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক নজরে ওয়ার্ডভিত্তিক লোকসংখ্যা - পাইককান্দি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "কলেজ - পাইককান্দি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "উচ্চ বিদ্যালয় - পাইককান্দি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ
- বিজয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় "সরকারি প্রাথমিক বিদ্যালয় - পাইককান্দি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "মাদ্রাসা - পাইককান্দি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।