পূর্ব বর্ধমান জেলা
পূর্ব বর্ধমান জেলা | |
---|---|
পশ্চিমবঙ্গের জেলা | |
পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমানের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
প্রশাসনিক বিভাগ | বর্ধমান |
সদরদপ্তর | বর্ধমান |
সরকার | |
• জেলাধ্যক্ষ | শ্রীমতী আয়েশা রানি |
• লোকসভা কেন্দ্র | বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বিষ্ণুপুর, বোলপুর |
• বিধানসভা আসন | বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, ভাটার, গালসি, রায়না, খণ্ডঘোষ, কাটোয়া, মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রাম, কালনা, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর , মন্তেশ্বর |
আয়তন | |
• মোট | ৫,৪৩২.৬৯ বর্গকিমি (২,০৯৭.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৮,৩৫,৫৩২ |
• জনঘনত্ব | ৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৪.৭৩% |
• লিঙ্গানুপাত | ৯৪৫ মহিলা / ১০০০ পুরুষ |
প্রধান মহাসড়ক | NH 2, Grand Trunk Road, NH 60 |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ১৪৪২ মিমি |
পূর্ব বর্ধমান জেলা ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত বর্ধমান বিভাগের একটি জেলা। ২০১৭ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল প্রাক্তন বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।
প্রশাসনিক বিন্যাস
[সম্পাদনা]এই জেলাটি চারটি মহকুমা নিয়ে গঠিত। যথা:- কালনা মহকুমা, কাটোয়া মহকুমা, বর্ধমান সদর উত্তর মহকুমা ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা।[১] বর্ধমান হল জেলাটির সদর দপ্তর।
কালনা মহকুমা
[সম্পাদনা]কালনা মহকুমাটি একটি মিউনিসিপালিটি যা কালনা এবং পাঁচটি কমিউনিটি ডেভলপমেন্ট ব্লক নিয়ে গঠিত। এই ব্লকগুলি হল- কালনা ১, কালনা ২, মন্তেশ্বর, পূর্বস্থলী ১ এবং পূর্বস্থলী ২।
কাটোয়া মহকুমা
[সম্পাদনা]বর্ধমান সদর উত্তর মহকুমা
[সম্পাদনা]বর্ধমান সদর দক্ষিণ মহকুমা
[সম্পাদনা]ভাষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুসারে, বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় ৯২.৮৬% মানুষ বাংলা, ৫.০৩% সাঁওতালি এবং ১.৬৬% হিন্দি তাদের প্রথম ভাষা বলে।[৪]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- রাসবিহারী বসু (১৮৮৬ – ১৯৪৫) ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী নেতা। রাসবিহারী বসু ১৮৮৬ খ্রীষ্টাব্দের ২৫ শে মে জন্মগ্রহণ করেন৷ তিনি অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত তাঁর পৈতৃক গ্রাম সুবলদহে জন্মগ্রহণ করেন। ভারতীয় বিপ্লবী নেতা,সাথে ভারতীয় জাতীয় সেনাবাহিনী সংগঠিত করেন।
- কমলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাধক শাক্ত কবি এবং যোগী
- রাজশেখর বসু, বাঙালি লেখক, রসায়নবিদ এবং অভিধানবিদ তার ছদ্মনাম পরশুরাম দ্বারা বেশি পরিচিত, পৈতৃক নিবাস বীরনগর, নদীয়া
- হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ভারতীয় সাংবাদিক এবং দেশপ্রেমিক
- বটুকেশ্বর দত্ত, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী
- সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি
- মালাধর বসু, ১৫ শতকের বাঙালি কবি
- ঘনরাম চক্রবর্তী, মধ্য যুগের বাঙালি কবি
- দুলাল তর্কবাগীশ, বাঙালি পন্ডিত
- হরেকৃষ্ণ কোঙার
- সুবোধ চৌধুরী
চৈতন্যদেবের প্রিয় পার্ষদ গন নরহরি সরকার, চিরঞ্জীব, সুলোচন, গোবিন্দদাস,রামচন্দ্র কবিরাজ আরো অনেক বৈষ্ণব কবি পদকার্তা জন্মেছিলেন এই ভূমিতে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কৃষ্ণচন্দ্রজী মন্দির
- নব কৈলাশ মন্দির
- শ্রী গৌরাঙ্গ মন্দির,কাটোয়া
- চুপী পাখিরালয়, পূর্বস্থলী
- কপিল মুনি আশ্রম, পূর্বস্থলী
- ব্রহ্মাণীতলা, পূর্বস্থলী
- দূর্গাদাস লাহিড়ীর ভিটে, পূর্বস্থলী
- মাধাইতলা আশ্রম,কাটোয়া[৫]
- কবি গবিন্দদাস, দামোদর সেন, সুলোচন ও চিরঞ্জব, নরহরি সরকার প্রভুদের জন্মভিটে,শ্রীখন্ড
- বাবা ভূতনাথ, দুগ্ধ কুমার শিব ( দামোদর সেন দ্বারা প্রতিষ্ঠিত) শ্রীখন্ড
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"। West Bengal। National Informatics Centre, India। ১৯ মার্চ ২০০৮। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০০৮।
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- ↑ "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।
- ↑ ২০১১ সালে ভারতের আদমশুমারিতে মাতৃভাষা অনুসারে জনসংখ্যা
- ↑ দে, সুচন্দ্রা। "আমবাগানে বসছে মদের আসর, ক্ষোভ"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৬।