বিষয়বস্তুতে চলুন

খসড়া:২০১৩ বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৩ বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা
বাঁশখালী উপজেলার হিন্দু মহিলারা বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বারা আক্রান্ত হওয়ার পরে তাদের ধ্বংস হওয়া বাড়িগুলির অবশেষ পরিদর্শন করছেন।
২০১৩ সালে হিন্দু-বিরোধী সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশের জেলাগুলি মানচিত্রে লাল রঙে চিহ্নিত
স্থানবাংলাদেশ
তারিখ২৮ ফেব্রুয়ারি ২০১৩ – ২২ জুন ২০১৩
লক্ষ্যবাঙালি হিন্দু
হামলার ধরনগুলি চালানো, লুটপাট করা; হিন্দু মন্দির, প্রতিমা, দোকান ও বাড়িঘর ভাঙচুর[]
ব্যবহৃত অস্ত্রতরোয়াল, পেট্রোল, ডিজেল
ভুক্তভোগীবাঙালি হিন্দু
হামলাকারী দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
কারণআইসিটি কর্তৃক দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ খ্রিস্টাব্দের ২৮শে ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহ-সভাপতি দেলাওয়ার হোসাইন সাঈদীকে একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদন্ডের সাজা প্রদান করে। এই সাজার পরে জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলা চালায়। হিন্দু সম্পত্তি লুট করা হয়, হিন্দুদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং হিন্দু মন্দিরগুলিতে ভাঙচুর করা হয় ও অগ্নি সংযোগ করা হয়।[][]

যদিও সরকার সংখ্যালঘুদের উপর হামলার জন্য জামায়াত-ই-ইসলামিকে দায়ী করেছে, জামাত-ই-ইসলামী নেতৃত্ব জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। সংখ্যালঘু নেতারা হামলার প্রতিবাদ করে এবং ন্যায়বিচারের আবেদন করে। বাংলাদেশের সুপ্রীম কোর্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করার নির্দেশ প্রদান করে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাঙালি হিন্দু সম্প্রদায়ের উপর জামায়াতের আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।[][]

পটভূমি

[সম্পাদনা]

হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা ঘটনা ছিল জামায়াতে ইসলামীবাংলাদেশ জাতীয় পার্টি (বিএনপি) সমর্থিত চরমপন্থীদের কাজ। বিচারক দেলোয়ার হোসেনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে তাকে ছেড়ে দেওয়ার পর, জামায়াত ও বিএনপি সরকারের বিরুদ্ধে দাঙ্গার পাশাপাশি সংখ্যালঘু ও স্থানীয় পুলিশদের উপর হামলা চালায়। হামলায় হাজার হাজার হিন্দু বাড়ি-ঘর ও মন্দির ধ্বংস হয়ে যায়। এই হামলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, সেইসঙ্গে ভারত এবং অন্যান্য শান্তি-দাবী দেশসমূহ ও সংস্থাগুলি দ্বারা তীব্র সমালোচিত হয়।

আক্রমণ

[সম্পাদনা]
মানচিত্রটি এমন জেলাগুলিকে (লাল রঙের) দেখায় যেখানে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বারা আক্রমণ করা হয়।

রায়ের পর জামায়াতে ইসলামী রায়ের প্রতিবাদে রাস্তায় নামে। তারা পুলিশ, ফায়ার ব্রিগেডসহ প্রতিষ্ঠায় হামলা চালায়, যান চলাচল ব্যাহত করে এবং যানবাহনে আগুন সংযোগ করে। তারা বিশেষত হিন্দু সংখ্যালঘুদের আক্রমণ করে, তাদের বাড়ি-ঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান ধ্বংস করে, তাদের মন্দির ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। সম্প্রদায়ের নেতাদের মতে, ২০ টি জেলায় ৫০ টিরও বেশি হিন্দু মন্দির এবং ১,৫০০ হিন্দু বাড়ি-ঘর ধ্বংস করা হয়।[]

চট্টগ্রাম বিভাগ

[সম্পাদনা]

নোয়াখালী জেলায় বেশ কিছু হিন্দু বাড়ি এবং মন্দির ইসলামপন্থীদের হামলার শিকার হয়।[][][][১০][১১] ২৮ ফেব্রুয়ারি সকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারের কাছে জড়ো হতে শুরু করে।[১২][১৩] রায় ঘোষণার পরপরই দুপুর ২ টার দিকে লাঠিসোঁটা নিয়ে রায়ের প্রতিবাদে মিছিল শুরু করে। মিছিলটি রাজগঞ্জ বাজারের কালী মন্দির ও বৈন্নবাড়ির নিকটে একটি মন্দিরে ভাঙচুর করে। এরপরে তারা নিকটবর্তী টঙ্গীপাড়া ও আলাদিনগর গ্রামে হিন্দুদের ওপর হামলা চালায়। তারা আটটি হিন্দু পরিবারে ভাঙচুর করে এবং টাকা-পয়সা ও গহনা সহ সমস্ত মূল্যবান জিনিসপত্র লুট করে।[১২] টঙ্গীপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ির মন্দির ভাঙচুর করা হয়। এই হামলায় ছয় জন আহত হয়।[১৩] পর্যায়ক্রমে সন্ধ্যা পর্যন্ত সহিংসতা চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মোতায়েন করা হয়।[১২] ২৩শে মার্চ, ইসলামী চরমপন্থীরা কোম্পানীগঞ্জ উপজেলাধীন একটি মন্দিরে ভাঙচুর ও লুটপাট করেছে। ২৬ মার্চ বেগমগঞ্জ উপজেলার জির্তালি ইউনিয়নের হিন্দু বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।[১৪]

লক্ষ্মীপুর জেলায় পাঁচটি হিন্দু মালিকানাধীন গহনার দোকান লুট করা হয়, এবং চন্দ্রগঞ্জে একটি হিন্দু মন্দিরে আক্রমণ ও লুট করা হয়।[১৫] ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতের পরে রায়পুর উপজেলার গাইয়ারচরে একটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়।[১৫][১৬] পুলিশ দাঙ্গাবাজদের অন্য একটি মন্দিরে আগুন লাগাতে বাধা দেয়।[১৬] দুটি হিন্দু মঠে আগুন ধরিয়ে দেওয়া হয়।[১৫] ১লা মার্চ দুর্বৃত্তরা রামগতি উপজেলার চর সীতা এলাকায় একটি হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়।[১৭] ১১ই মে, দুর্বৃত্তরা রামগঞ্জ উপজেলার একটি হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেয়।[১৮]

খুলনা বিভাগ

[সম্পাদনা]

২৮শে ফেব্রুয়ারি, রাতে, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নের পিংজৌর গ্রামে দুর্বৃত্তরা একটি হিন্দু মন্দিরে ভাঙচুর করে। রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া সর্বজনীন মন্দিরেও আগুন দেওয়া হয়। বনগ্রাম ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন দুটি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়।[১৯] ৩ এপ্রিল, একই জায়গায় আবারও দেবদেবীর তিনটি প্রতিমা ভাঙচুরের পরে দুর্বৃত্তরা একটি হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেয়।[২০] সাতক্ষীরায় জামায়াতে ও শিবিরকর্মীরা হিন্দু বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। সাতক্ষীরা পৌরসভার কদমতলা, সিটি কলেজ মোড় এবং আবেদার হাট এলাকায় শতাধিক হিন্দু আবাস এবং ব্যবসা প্রতিষ্ঠান লুট করে ধ্বংস করা হয়। সাতক্ষীরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা ও আশাশুনি উপজেলার কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করে। ৫ই মার্চ, জামায়াতে-শিবির ও বিএনপি কর্মীরা খুলনায় আটটি হিন্দু বাড়ি পুড়িয়ে দেয়। ১২ই মার্চ, মধ্যরাতের দিকে, দুর্বৃত্তরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অঙ্গিতা শ্মশান মন্দিরে শিবের ২৩ টি প্রতিমা ভাঙচুর করে।[২১][২২]

১৮ই মার্চ, রাত সাড়ে ৯ টার দিকে, দেড় শতাধিক সশস্ত্র হামলাকারী খুলনা শহরের বণিকপাড়ার পাবলা সর্বজনীন কালীবাড়ী মন্দিরে হামলা ও ভাঙচুর করে। অগ্নিসংযোগকারীদের দ্বারা বিস্ফোরণ ঘটানোর পর, তারা ওই অঞ্চলে হিন্দুদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে।[২৩]

রংপুর বিভাগ

[সম্পাদনা]

জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ২৮শে ফেব্রুয়ারি একটি হিন্দু মন্দিরে হামলা করে, এবং গাইবান্ধা জেলার হিন্দু মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়।[২৪] সন্ধ্যায় তারা শোভাগঞ্জ ইউনিয়নের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। হিন্দু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ, হামলাকারীরা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরে ভাঙচুর করেছে।[২৪]

২ মার্চ মধ্যরাতের অল্প সময়ের মধ্যেই, দিনাজপুর জেলার দিনাজপুর সদর উপজেলার উত্তরগঞ্জ মহেশপুর গ্রামে প্রায় ৩০-৪০ জন দুর্বৃত্ত হিন্দুদের গালিগালাজ ও হুমকি দিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ১২ টি হিন্দু কৃষক পরিবারের বাড়ি-ঘর এবং খড়ের গাদা আগুন ধরিয়ে দেয়, যেহেতু তারা কোনোক্রমে জীবিত পালাতে সক্ষম হয়েছিল। রাত পৌনে একটার দিকে আগুন নেভাতে দিনাজপুর থেকে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট আসে, কিন্তু ততক্ষণে বাড়ি-ঘর গুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল।[২৫] জামাত-শিবিরকর্মীরা জয়পুরহাট-বগুড়া মহাসড়কটিও তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।[২৬]

৫ মার্চ, লালমনিরহাট জেলার আদিত্যমারী উপজেলার রৌড়পাড় গ্রামের শ্রীশ্রী শ্মশান কালী মন্দির ভাঙচুর করা হয়। ৭ ই মার্চ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কালী প্রতিমা ধ্বংস করার পরে ধর্মান্ধরা একটি হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেয়। রাতে বেজগ্রাম গ্রামের শ্রীশ্রী কালী মন্দিরও অগ্নিসংযোগ করা হয়।[২৭]

৮ ই মার্চ, রংপুর শহরে একটি রাধা গোবিন্দ মন্দির পুড়িয়ে দেওয়া হয়।[২৮][২৯]

বরিশাল বিভাগ

[সম্পাদনা]

বরিশাল জেলায় গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নে একটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়। পিংলকাঠি সর্বজনীন দুর্গা মন্দির ভাঙচুর করা হয়।[১৯] দুর্বৃত্তরা ৫ই মার্চ উজিরপুর উপজেলার গুথিয়া ইউনিয়নের গুথিয়া সর্বজনীন কালী মন্দিরে আগুন দেওয়ার চেষ্টা করে। ৬ই মার্চ, ভোরে, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার অধীন পাকশিয়া ইউনিয়নে একটি কালী মন্দির ভাঙচুর করা হয়।[৩০] কালী ও মহাদেবের মূর্তি ধ্বংস করা হয়।[৩০][৩১] সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা জেলার বামনা উপজেলার অন্তর্গত বাতাজোর গ্রামে একটি রাধা কৃষ্ণ মন্দিরে আগুন দেওয়া হয়। ১২ মার্চ, ভোর আড়াইটার দিকে, বরিশালের নিউ ভাটিখানা রোডে দুটি হিন্দু বাড়িতে অজানা অপরাধীরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুনের শিখা ছড়িয়ে দেওয়ার আগেই স্থানীয়রা নিভিয়ে ফেলে।[২২][৩২] ভোরে, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামে একটি রাধা গোবিন্দ মন্দিরটি ভেঙে চোরেরা মদনমোহন প্রতিমা এবং সোনার ২.৫ ভরি গহনা চুরি করে নিয়ে যায়।[৩৩] ৪ এপ্রিল, দুর্বৃত্তরা ঝালকাঠি জেলার অন্তর্গত কাঁঠালিয়া উপজেলায় একটি হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেয়।[৩৪]

রাজশাহী বিভাগ

[সম্পাদনা]

৭ ই মার্চ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হিন্দু দেবী কালী'র একটি মূর্তি ধ্বংস করা হয়, এবং একটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়।[৩৫] ৩ মার্চ ভোর তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ পৌরসভার নতুন আলিডাঙ্গা বড় পেকুরতলা এলাকার অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সর্বজনীন পূজা সংঘ মন্দিরে আগুন দেয়। মন্দিরের একটি অংশ আগুনে পুড়ে যায়। ঘটনার পরে স্থানীয় হিন্দুরা আতঙ্ক সৃষ্টি হয়।[৩৬] ১২ই মার্চ, রাতে, দুর্বৃত্তরা নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত পাকুরিয়া গ্রামের একটি হরি মন্দিরে ভাঙচুর চালায়, এবং প্রতিমাটি ধ্বংস করে।[৩৭] ১৯শে মার্চ, দুর্বৃত্তরা বগুড়া জেলার গাবতলী উপজেলার চারটি হিন্দু মন্দিরে প্রতিমা অবমাননা করে।[৩৮]

ঢাকা বিভাগ

[সম্পাদনা]

সিলেট বিভাগ

[সম্পাদনা]

১২ই মার্চ , মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার একটি মন্দিরের আশপাশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তবে মন্দিরের আশেপাশের লোকেরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।[৩৩]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

অন্তর্দেশীয়

[সম্পাদনা]
হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে ২ মার্চ ঢাকা ও চট্টগ্রামের জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন তৈরি করেন।[৩৯] সভায় হিন্দু নেতারা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেছিলেন যে জামায়াতে ইসলামী আবারও ১৯৭১ সালের মতো বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের নির্মূল করার কাজে লিপ্ত হয়েছে।[৪০] ৩ মার্চ, বাংলাদেশ হাইকোর্ট নোয়াখালী জেলার হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং হামলায় বিধ্বস্ত হিন্দুদের মন্দির ও বাড়ি মেরামত করার জন্য সরকারকে নির্দেশ দেয়। এটি নোয়াখালী জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং পুলিশ মহাপরিদর্শককে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্ব-প্রণোদিত বিজ্ঞপ্তি করে।[৪১][৪২]

বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।[৪৩]

৬ মার্চ, সারা দেশে হিন্দুরা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করে।[৪৪][৪৫]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

ভারতে গৈরিক ভারত সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থতার প্রতিবাদে শিলচর শহরে শেখ হাসিনার একটি প্রতিমূর্তি পড়ানোর কর্মসূচী করেন।[৪৬] ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিট ভারতের কেন্দ্রীয় সরকারকে হিন্দুদের ইসলামী চরমপন্থা থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করার দাবি জানিয়েছে।[৪৭] জামায়াতে ইসলামীর "হিন্দুদের উপর অত্যাচার" মূল্যায়ন করার জন্য একটি সর্বদলীয় প্রতিনিধি দল বাংলাদেশে প্রেরণের দাবি জানায় ভারতের সংসদের উচ্চকক্ষ, রাজ্যসভায়, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি[৪৮] অন্যদিকে, পশ্চিমবঙ্গের ১৫ টি ইসলামিক সংগঠন দৃঢ়তার সাথে দেলাওয়ার হোসাইন সাঈদী ও জামায়াতে ইসলামীর পক্ষে মতামত দেয়।[৪৯] বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত হামলা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে দক্ষিণ আসাম বাঙ্গালী হিন্দু সমিতি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধে ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হস্তক্ষেপের দাবি জানায় সংগঠনটি।[৫০]

ঢাকার ব্রিটিশ হাই কমিশনার জনাব রবার্ট গিবসন ঢাকায় রবিবার ৩ মার্চ এক সংবাদ সম্মেলনে ধর্মীয় স্থানে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।[৫১][৫২]

৪ মার্চ, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশের হিন্দু মন্দির এবং বাড়িতে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।[৫৩] বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বাঙালি হিন্দু সম্প্রদায়ের উপর জামায়াতের আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।[][]

আক্রান্ত মন্দিরগুলির তালিকা

[সম্পাদনা]
তারিখ মন্দির স্থান উপজেলা জেলা বিভাগ
২৮ ফেব্রুয়ারি ২০১৩ কালী মন্দির রাজগঞ্জ বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগ
২৮ ফেব্রুয়ারি ২০১৩ হিন্দু মন্দির বিন্নাবাড়ি বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগ
২৮ ফেব্রুয়ারি ২০১৩ হিন্দু মন্দির পিংজুর মোড়েলগঞ্জ উপজেলা বাগেরহাট জেলা খুলনা বিভাগ
১ মার্চ ২০১৩ হিন্দু মন্দির গাইয়ারচর রায়পুর উপজেলা লক্ষ্মীপুর জেলা চট্টগ্রাম বিভাগ
২ মার্চ ২০১৩ পিংলকাঠি সরবাজনীন দুর্গা মন্দির [১৯] নলচিড়া গৌরনদী উপজেলা বরিশাল জেলা বরিশাল বিভাগ
২ মার্চ ২০১৩ হিন্দু মন্দির রামচন্দ্রপুর মোড়েলগঞ্জ উপজেলা বাগেরহাট জেলা খুলনা বিভাগ
৩ মার্চ ২০১৩ কালী মন্দির গোয়ালীমান্দ্রা লৌহজং উপজেলা মুন্সীগঞ্জ জেলা ঢাকা বিভাগ
৩ মার্চ ২০১৩ সর্বজনীন পূজা সংঘ মন্দির [৩৬] আলিডাঙ্গা শিবগঞ্জ উপজেলা নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ
৪ মার্চ ২০১৩ কালী মন্দির লাকিরপাড় কোটালীপাড়া উপজেলা গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগ
৪ মার্চ ২০১৩ কালী মন্দির রথেরপাড় আদিতমারী উপজেলা লালমনিরহাট জেলা রংপুর বিভাগ
৫ মার্চ ২০১৩ ক্ষেত্রপাল মন্দির নাথপাড়া সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ
৫ মার্চ ২০১৩ গুথিয়া সর্বজনীন কালী মন্দির গুথিয়া উজিরপুর উপজেলা বরিশাল জেলা বরিশাল বিভাগ
৫ মার্চ ২০১৩ হরি মন্দির [৩৭] পাকুড়িয়া সিংড়া উপজেলা নাটোর জেলা রাজশাহী বিভাগ
৬ মার্চ ২০১৩ হিন্দু মন্দির চাপাতলী দাউদকান্দি উপজেলা কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগ
৬ মার্চ ২০১৩ হিন্দু মন্দির বাংলা-দাশপাড়া নেত্রকোণা সদর উপজেলা নেত্রকোণা জেলা ঢাকা বিভাগ
৬ মার্চ ২০১৩ রাধা কৃষ্ণ মন্দির বাটাজোর বামনা উপজেলা বরগুনা জেলা বরিশাল বিভাগ
৬ মার্চ ২০১৩ কালী মন্দির [৩১] পাকশিয়া বোরহানউদ্দিন উপজেলা ভোলা জেলা বরিশাল বিভাগ
৭ মার্চ ২০১৩ কালী মন্দির শাসনগাঁও সিরাজদিখান উপজেলা মুন্সীগঞ্জ জেলা ঢাকা বিভাগ
৮ মার্চ ২০১৩ রাধা গোবিন্দ মন্দির আমাশু কুকরুল পূর্বপাড়া রংপুর সদর উপজেলা রংপুর জেলা রংপুর বিভাগ
১০ মার্চ ২০১৩ কালী মন্দির আচিম বাজার ফুলবাড়িয়া উপজেলা ময়মনসিংহ জেলা ঢাকা বিভাগ
১১ মার্চ ২০১৩ শিব মন্দির খালকুলা কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ জেলা খুলনা বিভাগ
১১ মার্চ ২০১৩ দুর্গা মন্দির কাফিলাবাড়িয়া কোটালীপাড়া উপজেলা গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগ
১১ মার্চ ২০১৩ রাধা গোবিন্দ মন্দির [৩৩] আমতৈল জুড়ী উপজেলা মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ
১২ মার্চ ২০১৩ রাধা গোবিন্দ মন্দির [৩৩] কুড়িপাইকা পটুয়াখালী সদর উপজেলা পটুয়াখালী জেলা বরিশাল বিভাগ
১৫ মার্চ ২০১৩ মাধবপুর পূজা মন্দির মাধবপুর শেরপুর সদর উপজেলা শেরপুর জেলা ঢাকা বিভাগ
১৮ মার্চ ২০১৩ হরি মন্দির [২৩] বোবাহালা নেত্রকোণা সদর উপজেলা নেত্রকোণা জেলা ঢাকা বিভাগ
১৮ মার্চ ২০১৩ কালী মন্দির দক্ষিণ মার্টা শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগ
১৯ মার্চ ২০১৩ হিন্দু মন্দির [৩৮] সাবেকপাড়া গাবতলী উপজেলা বগুড়া জেলা রাজশাহী বিভাগ
১৯ মার্চ ২০১৩ হিন্দু মন্দির [৩৮] কার্মকারপাড়া গাবতলী উপজেলা বগুড়া জেলা রাজশাহী বিভাগ
১৯ মার্চ ২০১৩ হিন্দু মন্দির [৩৮] বামুনিয়া গাবতলী উপজেলা বগুড়া জেলা রাজশাহী বিভাগ
১৯ মার্চ ২০১৩ হিন্দু মন্দির [৩৮] কামারচাট গাবতলী উপজেলা বগুড়া জেলা রাজশাহী বিভাগ
২২ মার্চ ২০১৩ শ্রী শ্রী লক্ষ্মী মাতা মন্দির কেশুরিটা মধ্যপাড়া গাজীপুর সদর উপজেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগ

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Alam, Shafiq। "Hindu temples, homes attacked across Bangladesh"Agence France-Presse। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৩ 
  2. "Hindus Under Attack in Bangladesh"News Bharati। ৩ মার্চ ২০১৩। ১৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৩ 
  3. "Bagerhat Hindu Temple Set on Fire"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ মার্চ ২০১৩। ৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৩ 
  4. "US worried at violence"দ্য ডেইলি স্টার। ১২ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৩ 
  5. "Mozena: Violence is not the way to resolution"The Daily Ittefaq। ১১ মার্চ ২০১৩। ১৬ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৩ 
  6. Ethirajan, Anbarasan (৯ মার্চ ২০১৩)। "Bangladesh minorities 'terrorised' after mob violence"BBC News। London। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩ 
  7. Ahmed, Anis (২৮ ফেব্রুয়ারি ২০১৩)। "Bangladesh Islamist's death sentence sparks deadly riots"Reuters। ২৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 
  8. "Bangladesh war crimes verdict sparks deadly clashes"BBC News। London। ২৮ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩ 
  9. "Twenty-one killed in Bangladesh after Jamaat leader ordered hanged"Dawn। Karachi। ২৮ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩ 
  10. Habib, Haroon (১ মার্চ ২০১৩)। "44 killed in Bangladesh violence"The Hindu। Chennai। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩ 
  11. "30 dead over death sentence – Bangladesh Islamist's death sentence sparks deadly riots"Kuwait Times। Kuwait City। ২৮ ফেব্রুয়ারি ২০১৩। ১৩ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 
  12. বাঁশখালী ও নোয়াখালীতে হিন্দু বাড়িতে হামলা, অগ্নিসংযোগদৈনিক প্রথম আলো। Dhaka। ১ মার্চ ২০১৩। ৪ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩ 
  13. "Jamaat Men Attack Hindus in Noakhali"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩ 
  14. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" কোম্পানীগঞ্জে মন্দিরে হামলা,৫টি বিগ্রহ লুট [Companyganj temple, 5 idols looted]। natunbarta.com। ২৪ মার্চ ২০১৩। ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  15. Mahi, Mohiuddin (৩ মার্চ ২০১৩)। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলে পড়েছে জামায়াত-শিবিরDhaka Times। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩ 
  16. সাঈদীর রায় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় দিনেও সহিংসতাBBC News। London। ১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩ 
  17. মন্দির, বাড়িঘরে আবার হামলাদৈনিক প্রথম আলো। Dhaka। ৩ মার্চ ২০১৩। ৪ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩ 
  18. লক্ষ্মীপুরে মন্দিরে আগুন দিয়েছে দূর্বৃত্তরাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  19. "Bagerhat, Barisal Hindu temples set ablaze"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩ 
  20. "Hindu temple torched after vandalism in Bagerhat"দ্য ডেইলি স্টার। ৩ এপ্রিল ২০১৩। 
  21. "23 Shiva idols vandalised in Jhenidah"দ্য ডেইলি স্টার। Dhaka। ১২ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩ 
  22. "Two more temples vandalised"দ্য ডেইলি স্টার। Dhaka। ১৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩ 
  23. "Hindus attacked in Khulna, Netrokona"BDNews24। Dhaka। ১৯ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩ 
  24. "Hindus under attack"দ্য ডেইলি স্টার। Dhaka। ১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩ 
  25. দিনাজপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের ১২টি বাড়িতে আগুনদৈনিক প্রথম আলো। Dhaka। ৩ মার্চ ২০১৩। ৬ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৩ 
  26. "Clashes Continue"দ্য ডেইলি স্টার। ৩ মার্চ ২০১৩। ৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৩ 
  27. "Temples still under attack"দ্য ডেইলি স্টার। ৮ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩ 
  28. "More attacks on temples"দ্য ডেইলি স্টার। Dhaka। ৯ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩ 
  29. রংপুরে মন্দিরে অগ্নিসংযোগবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ মার্চ ২০১৩। ১১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩ 
  30. "Attackes on 3 More Temples"দ্য ডেইলি স্টার। ৭ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৩ 
  31. ভোলায় প্রতিমা ভাংচুরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মার্চ ২০১৩। ৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 
  32. "Two more temples vandalised, 2 Hindu houses set on fire"দ্য ডেইলি স্টার। Dhaka। ১৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৩ 
  33. বিভিন্ন স্থানে মন্দিরের প্রতিমা ভাঙচুরদৈনিক প্রথম আলো। Dhaka। ১৩ মার্চ ২০১৩। ১৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩ 
  34. কাঠালিয়ায় মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা [Kathaliyaya assailants burned the temple]। The Daily Ittefaq। ৫ এপ্রিল ২০১৩। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০ 
  35. "Temples Still Under Attack: HC Asks Govt to Arrest Culprits"দ্য ডেইলি স্টার। ৮ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৩ 
  36. চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে আগুনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ মার্চ ২০১৩। ৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৩ 
  37. সিংড়ায় হরি মন্দিরে প্রতিমা ভাংচুরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ মার্চ ২০১৩। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩ 
  38. "'Miscreants' desecrate idols in 4 Bogra temples"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩ 
  39. "Minorities resent 'Jamaat attacks'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩ 
  40. Mousum, Akon (৩ মার্চ ২০১৩)। বাংলাদেশে হিন্দুদের নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে মৌলবাদীরাDainik Jugashankha। Silchar। 
  41. "Bangladesh High Court orders security for Hindus in violence-hit area"The Times of India। ৪ মার্চ ২০১৩। ১৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 
  42. "HC pulls up government"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩ 
  43. সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে খালেদার নিন্দাbanglanews24.com। ৪ মার্চ ২০১৩। ১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 
  44. সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ সারাদেশেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মার্চ ২০১৩। ৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩ 
  45. হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনদৈনিক প্রথম আলো। Dhaka। ৭ মার্চ ২০১৩। ১০ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩ 
  46. ভারতে হাসিনার কুশপুতুল দাহAmaderShomoy.com। ৩ মার্চ ২০১৩। ৬ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩ 
  47. বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে চাপ দিনদৈনিক প্রথম আলো। ৬ মার্চ ২০১৩। ৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  48. "Protect Hindus"দ্য ডেইলি স্টার। ৮ মার্চ ২০১৩। ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  49. "Update: Kolkata Muslims Protest against Anti-Islamic bloggers"। ২৮ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৩ 
  50. "Persecution of Hindus in Bangladesh"The Sentinel। Guwahati। ১৫ মার্চ ২০১৩। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩ 
  51. উপাসনালয়ে হামলার নিন্দা ব্রিটিশ হাইকমিশনারেরদৈনিক প্রথম আলো। ৬ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩ 
  52. "UK calls for restraint in Bangladesh"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৩ 
  53. Patrick, Ventrell (৪ মার্চ ২০১৩)। "Daily Press Briefing" (সংবাদ বিজ্ঞপ্তি)। Washington D.C.: U.S. Department of State। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]