বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
সংক্ষেপেবিএইচবিসিওপি
গঠিত১৯৮৮; ৩৬ বছর আগে (1988)
প্রতিষ্ঠাতাবীর উত্তম চিত্ত রঞ্জন দত্ত (প্রাক্তন মেজর জেনারেল)
ধরনঅলাভজনক সংগঠন
আলোকপাতমানবাধিকার
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
সাধারণ সম্পাদক
রানাদাশ গুপ্ত
সভাপতি
ঊষাতন তালুকদার
নিমচন্দ্র ভৌমিক
নির্মল রোজারিও
ওয়েবসাইটhttps://bhbcop.org/

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হলো বাংলাদেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধখ্রিস্টান নাগরিকদের একটি অরাজনৈতিক সংগঠন। এটি ১৯৮৮ সালে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়।[] মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি।[]

ইতিহাস

[সম্পাদনা]

দীর্ঘ সংগ্রামের পর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে বাংলাদেশের সংবিধান রচিত হয়।[] কিন্তু সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পর ধর্মনিরপেক্ষতার হওয়ার পরেও একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।[] ফলে ধর্মরাষ্ট্রে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সাংবিধানিকভাবে শুধুমাত্র সম-নাগরিক অধিকারের মর্যাদা থেকেই বিচ্যুত হলো না, তাদের উপর বৈষম্য, নিগৃহণ, নিপীড়ন চালানোর অধিকার প্রকারান্তরে সংবিধানে স্বীকৃতি পায়। এরই প্রতিবাদে, প্রতিরোধে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত মতে সম-অধিকার, সম-মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জন্ম নেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।[] এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত[]

পরবর্তীতে ১৯৯০ সালে উত্তর আমেরিকার বাংলাদেশী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নিউ ইয়র্কে ঐক্য পরিষদের একটি শাখা খোলেন।[] ২০০৫ সালে টরন্টোতে এর কানাডীয় শাখা গঠন করা হয়। ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলিতেও এর শাখা রয়েছে।

বর্তমান পরিষদ

[সম্পাদনা]

২০২২ সালে সংগঠনটির নতুন কমিটিতে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক এবং নতুন তিন সভাপতি হয়েছেন ঊষাতন তালুকদার, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকনির্মল রোজারিও[][][]

উদ্দেশ্য ও লক্ষ্য

[সম্পাদনা]

সংগঠনের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা, বাঙালী জাতির ঐক্য ও সংহতি রক্ষা, ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সর্বস্তরের জনগণের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা বিধান, মানবসত্তার মর্যাদা ও মূল্যবোধের স্বীকৃতি, সকল মানুষের স্বাভাবিক জীবন বিকাশের পরিপূর্ণ সুযোগ সৃষ্টি, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, বৈষম্য-বঞ্চনা-সাম্প্রদায়িকতার অবসান, আদিবাসী জনগোষ্ঠীসহ অনগ্রসর জনগনের উপর শোষণ-নির্যাতন-বৈষম্যের অবসান, সামাজিক স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন এবং সকল সম্প্রদায়ের মানুষের সমমর্যাদার ভিত্তিতে সার্বিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা।[১০]

অঙ্গ সংগঠন

[সম্পাদনা]

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আটটি অঙ্গ সংগঠন আছে:

  • বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ
  • বাংলাদেশ যুব ঐক্য পরিষদ
  • বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ
  • বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ
  • বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ
  • বাংলাদেশ পেশাজীবী ঐক্য পরিষদ
  • বাংলাদেশ ব্যবসায়ী ঐক্য পরিষদ
  • বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য পরিষদ

আরো পড়ুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chowdhury, G. R.। "Unnatural Disasters: Pogroms have killed thousands of Bangladeshi minorities; millions more are refugees in India"। Cultural Survival। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৩ 
  2. "বীর উত্তম সি আর দত্ত আর নেই"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  3. "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান | রাষ্ট্র পরিচালনার মূলনীতি"bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  4. "সংবিধানে থেকে যাবে রাষ্ট্রধর্ম?"dw.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  5. "Background – Bangladesh Hindu Buddhist Christian Unity Council"bhbcop.org। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  6. "About Us – BHBUC-Bangladesh Hindu Buddhist & Christian Unity Counsil, USA" (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  7. প্রতিবেদক, নিজস্ব। "হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  8. "Central Committee – Bangladesh Hindu Buddhist Christian Unity Council"bhbcop.org। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  9. "হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 
  10. "Aims & Objects – Bangladesh Hindu Buddhist Christian Unity Council"bhbcop.org। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]