বারিষাব ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°১২′২.২৫৭″ উত্তর ৯০°৩৮′১.৫৮৬″ পূর্ব / ২৪.২০০৬২৬৯৪° উত্তর ৯০.৬৩৩৭৭৩৮৯° পূর্ব / 24.20062694; 90.63377389
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারিষাব ইউনিয়ন
বারিষাব ইউনিয়ন ঢাকা বিভাগ-এ অবস্থিত
বারিষাব ইউনিয়ন
বারিষাব ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
বারিষাব ইউনিয়ন
বাংলাদেশে বারিষাব ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১২′২.২৫৭″ উত্তর ৯০°৩৮′১.৫৮৬″ পূর্ব / ২৪.২০০৬২৬৯৪° উত্তর ৯০.৬৩৩৭৭৩৮৯° পূর্ব / 24.20062694; 90.63377389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকাপাসিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সৃষ্টি১৯৮১
আয়তন
 • মোট৩৯.৮৫ বর্গকিমি (১৫.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬০,১৩৯
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৯৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বারিষাব ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

অবস্থান[সম্পাদনা]

বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত ইউনিয়ন। পাশের নদীর অপর প্রান্তে মনোহরদী উপজেলা, পশ্চিম প্রান্তে বারিষাব। বারিষাব এর পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদী। উত্তর দিকে টোক ইউনিয়ন। পশ্চিমে আমরাইদ -আমরাই বাজার। দক্ষিণ দিকে চালার বাজার - ঘাগটিয়া চালা আব্দুল করিম সাহেব রাস্তার শেষ সীমান্ত পর্যন্ত বারিষাব ইউনিয়ন।

প্রশাসনিক অঞ্চল[সম্পাদনা]

বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু।

এই ইউনিয়ন ২৬ টি গ্রাম নিয়ে গঠিত যা ১৭ টি মৌজার আওতাভুক্ত:

লোহাদী ২৩৮৩ ৪৪০০ ২০২০
নরসিংপুর ১০১৫ ১৪৬৫ ২৪৮০
দুর্লভপুর ৪৯৭ ৬২৩ ১১২০
বারাব ১০০০ ১২৪৩ ২২৫০
কিত্তোনিয়া ১০৪৮ ১১৯৫ ২২৪৩
পরিয়াব ৭০৭ ৮০০ ১৫০৭
নয়ানগর ১০০৩ ১২৯১ ২২৯৪
দামুয়ার চালা ৬০০ ৬৪৭ ১২৪৭
ডাওরা ৫৯৮ ৬৪৩ ১২৪১
১০ বানর হাওলা ১১১১ ১১৯০ ২৩০১
১১ গাঁওরার ২৫১২ ২৫৭২ ৫০৮৪
১২ ভেরার চালা ২৪৮ ৩০১ ৫৪৯
১৩ বরির চালা ৯০৩ ৩৬৫ ১৪৬৮
১৪ নরোত্তম পুর ১৪৯৪ ১৫৩৬ ৩০৩০
১৫ চেংনা ৫০১ ৫৯৬ ১০৯৭
১৬ শ্যামপুর ১৬৩৯ ১৭০০ ৩৩৩৯
১৭ বারিষাব ১৪৯৪ ১৫৩৬ ৩০৩০
১৮ আল-আরাফাত বাড়ী(আরা বাড়ী) ২৪০ ২৭০ ৫১০
১৯ চৌকার চালা ৩৫৮ ৩৯৮ ৭৫৬
২০ পিংগুলি ৮০২ ৯০৬ ১৭০৮
২১ চরদুর্লভ খাঁ ৩৩১১ ৩৫০৫ ৬৮১৬
২২ জালার চর ৫৩ ৫৬ ১০৯
২৩ কুশদী ২৮০৩ ২৯০২ ৫৭০৫
২৪ বর্জাপুর ৬০০ ৬৭০ ১২৭০
২৫ ভিকার টেক ১২০০ ১৩৫০ ২৫৫০
২৬ ছেলদিয়া ১২৫০ ১২৮০ ২৫৩০

জনসংখ্যা[সম্পাদনা]

মোট জনসংখ্যা ৬০১৩৯, পুরুষ ৩১,০০০জন, মহিলা-২৯,১৩৯ জন।

ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]

বারিষাব অঞ্চলের ভাষার আঞ্চলিক কিছুটা ভিন্নতর। কিছু উদাহরণ: যাবেন - যাইবাইন, খেয়েছেন - খাইছুইন,চলেন - লইন ইত্যাদি।

খাল ও নদী[সম্পাদনা]

গিয়াসপুর বাজারের দক্ষিণ পাশে বয়ে গেছে দিঘী ইউনিয়নের পূর্ব সীমানা ঘেষে বয়ে গেছে ব্রহ্মপূত্রনদী। ইউনিয়নের মধ্যে ৬ নং ওয়ার্ডের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে বানার নদী। পাথর খাল,মাছ রাঙ্গা বিল, গোদার বিল,ফেডুলি বিল, নরাইট বিল,আন্ধার গুনি আরও নানা নামের খাল বিল রয়েছে।

যোগাযোগব্যবস্থা[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাস আছে। কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে সোজা আমরাইদ বাজার নেমে পূর্বের রাস্তার দিকে অটোরিক্সা অথবা সিএনজি, এমনকি শ্যালো ইঞ্জিন চালিত যান চলে। গ্রামের সাধারণ মানুষ শ্যালো চালিত এই বিশেষ যানটিকে স্থানীয় লোকজন নসিমন বা টমটম বলেন। অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি এবং ইজি বাইক চলে আসায় ২০১৯ সাল থেকে টমটম এর চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

এই ইউনিয়নে কারিগরী কলেজ ১টি, প্রাথমিক বিদ্যালয় ১১টি, মাদ্রাসা ৯টি, মাধ্যমিক বিদ্যালয় ৭টি রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]

  • লোহাদী উচ্চ বিদ্যালয়[১]
  • শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয়
  • কির্তুনীয়া ইছব আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়
  • নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়
  • সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • চরদুর্লভ খান আঃ হাই সরকার উচ্চ বিদ্যালয়


দর্শনীয় স্থান[সম্পাদনা]

১.চেংনা সাহেবানীয়া বাড়ি পুকুর ২.বান্ডুবাড়ি চেংনা ৩.আগলার টেক ৪.শ্যামপুর গজারীবন,৫.লোহাদীর লোহার খনি,

ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]

এই ইউনিয়নে একাধিক মসজিদ রয়েছে। এছাড়া চরদুর্লভ খাঁ কেরামতিয়া ঈদগাহ নামে এক বিশাল ঈদগাহ মাঠ রয়েছে।

অর্থনীতি[সম্পাদনা]

কৃষি প্রধান

ব্যবসা বাণিজ্য[সম্পাদনা]

কাপাসিয়া উপজেলায় প্রচুর দেশী ফল উৎপাদিত হয়। প্রতিদিন প্রত্যেক স্থানীয় বাজারে প্রচুর ফলের আমদানী হয়। পোল্ট্রি খামার ও মৎস্য খামার করে অনেক লোক স্বাবলম্বী হয়েছে।

হাটবাজারের তালিকা[সম্পাদনা]

  • গিয়াসপুর বাজার
  • বারিষাব বেলতলী বাজার
  • পল্লী বাজার / জলিল মার্কেট
  • নুরার বাজার
  • নোরার পুলপাড়
  • সিংগুয়া বাজার
  • চৌকারচালা বাজার
  • জলপাইতলা বাজার
  • বর্জ্জাপুর
  • হঠাৎ মর্কেট
  • ইসলামপুর শিব বাড়ি মোর
  • রাজমহল মার্কেট
  • বারাব চৌরাস্তা বাজার
  • পাগলা বাজার

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • অন্যান্য (১)
  • কারিগরী (১)
  • প্রাথমিক বিদ্যালয় (১১)
  • মাদ্রাসা (৯)
  • মাধ্যমিক বিদ্যালয় (৭)

চিত্রশালা[সম্পাদনা]

 আরও দেখুন[সম্পাদনা]

 তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লোহাদী-উচ্চ-বিদ্যালয়"gazipur.gov.bd। ২০১৯-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]