কাওরাইদ ইউনিয়ন
কাওরাইদ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কাওরাইদ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৩′১৫″ উত্তর ৯০°২৬′৩১″ পূর্ব / ২৪.২২০৮৩° উত্তর ৯০.৪৪১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
উপজেলা | শ্রীপুর উপজেলা, গাজীপুর ![]() |
আয়তন | |
• মোট | ১৫ বর্গকিমি (৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৯৪,৮৪৪ |
• জনঘনত্ব | ৬,৩০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৭৪৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কাওরাইদ ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
অবস্থান[সম্পাদনা]
উত্তর দিকে পাইথল ইউনিয়ন, উত্তর-পশ্চিম দিকে রাজৈ ইউনিয়ন, কাওরাইদ ইউনিয়নের পশ্চিমে দিকে হবিরবাড়ি ইউনিয়ন, দক্ষিণে বরমী ইউনিয়ন, পূর্বে নিগুয়ারী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক অঞ্চল[সম্পাদনা]
১৫ টি গ্রাম নিয়ে গঠিত কাওরাইদ ইউনিয়ন।
জনসংখ্যা[সম্পাদনা]
ইউনিয়নের জনসংখ্যা ৯৪,৮৪৪ জন
খাল ও নদী[সম্পাদনা]
- সুতিয়া নদী
- মাটি কাটা নদী
যোগাযোগব্যবস্থা[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা হিসাবে বাস ও ট্রেন আছে।
কাওরাইদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে, রেলগাড়ী। শ্রীপুর উপজেলা থেকে কাওরাইদ ইউনিয়ন পরিষদের দুরত্ব ১৩ কিঃ মিঃ। যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে রয়েছে ট্রেন, সি.এন.জি ইত্যাদি।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]
- যোগীরছিট সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৬৯)
- বাপতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহাঙ্গীরপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]
- বলদীঘাট জে.এম. সরকার উচ্চ বিদ্যালয়
- ত্রিমোহনী বি, ডি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
- বলদীঘাট জে.এম. সরকার উচ্চ বিদ্যালয়
- হয়দেবপুর ডাঃ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়
- কাওরাইদ কে, এন উচ্চ বিদ্যাল
য়
- ধামলই উচ্চ বিদ্যালয়
- যোগীরছিট উচ্চ বিদ্যালয় (২০০০)
দর্শনীয় স্থান[সম্পাদনা]
কবি অতুল প্রসাদ সেনের সমাধি
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- স্যার কৃষ্ণগোবিন্দ গুপ্ত (কে.জি গুপ্ত) - ভাটপাড়া ও কাওরাইদের জমিদার, ভাইসরয়ের ইন্ডিয়ান কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য।
- অতুল প্রসাদ সেন কে ব্রহ্ম মন্দিরের পাশে সমাধিস্থলে তার চিতাভস্ম সমাহিত করা হয়।
ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]
- ব্রহ্ম মন্দির কাওরাইদ
- যোগীরছিট মধ্য পাড়া জামে মসজিদ ও এতিমখানা
- আঃ রাশেদ জামে মসজিদ জাহাঙ্গীরপুর
- জাহাঙ্গীরপুর বাইতুন নুর জামে মসজিদ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এক নজরে কাওরাইদ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ ডিসেম্বর ২০১৭। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |