টনকী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৪০′৪১″ উত্তর ৯০°৫৯′৭″ পূর্ব / ২৩.৬৭৮০৬° উত্তর ৯০.৯৮৫২৮° পূর্ব / 23.67806; 90.98528
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টনকী
ইউনিয়ন
২২নং টনকী ইউনিয়ন পরিষদ
টনকী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
টনকী
টনকী
টনকী বাংলাদেশ-এ অবস্থিত
টনকী
টনকী
বাংলাদেশে টনকী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪০′৪১″ উত্তর ৯০°৫৯′৭″ পূর্ব / ২৩.৬৭৮০৬° উত্তর ৯০.৯৮৫২৮° পূর্ব / 23.67806; 90.98528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামুরাদনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

টনকী বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

২০১১ সাল অনুযায়ী ০১| আয়তন : ২৩.৩১ বর্গ মাইল বা , ৫৯.৯০ বর্গ কিলোমিটার।

০২। সীমানা : উত্তরে - চাপিতলা ইউনিয়ন , দক্ষিনে - বাখরনগর , পূর্বে - বুড়ী নদী , পশ্চিমে - যাত্রাপুর ইউনিয়ন।

জনসংখ্যা[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মুরাদনগর উপজেলার পূর্বাংশে টনকী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পূর্বধইর পশ্চিম ইউনিয়নচাপিতলা ইউনিয়ন, পশ্চিমে যাত্রাপুর ইউনিয়ন, দক্ষিণে নবীপুর পূর্ব ইউনিয়ন এবং পূর্বে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নইউসুফপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

টনকী ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ২২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ। টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয়। জামেয়া গাউছিয়া নূরীয়া মাদ্রাসা, বাইড়া। এছাড়াও বহু শিক্ষা প্রতিষ্ঠা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কোম্পানিগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে। অটো,সিএনজি,বাসে করে যাওয়া যায়।

খাল ও নদী[সম্পাদনা]

বুড়ি নদী, যা গোমতী নদীর দেবীদ্বার উপজেলাধীন শীবনগর গ্রাম থেকে উৎপত্তি হয়েছে, তার কিছুটা অংশ (বাইড়া গ্রামের) মুরাদনগর & দেবীদ্বার উপজেলার সীমানা নির্ধারণে ভূমিকা রেখেছে।

হাট-বাজার[সম্পাদনা]

উল্লেখযোগ্য বাজার সমূহের মধ্যে রয়েছে- বাইড়া বাজার এবং টনকী বাজার। এমনিতে আরো অসংখ্য ছোট ছোট দোকান পার্ট এর বাজার রয়েছে।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

ঐতিহ্যবাহি বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় এবং কলেজ, স্থাপিত ১৯৩০ খ্রিঃ। বাইড়া ঈদগাহ ও কবরস্থান, বাইড়া গ্রামের পূর্ব পাশের বুড়ি নদী এবং টনকী ইউনিয়ন পরিষদের ভবন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]