২০১৯-এ মৃত্যু
২০১৯-এ মৃত্যু নিবন্ধটিতে ২০১৯ সালে মৃত্যুবরণ করছেন এমন উল্লেখযোগ্য ব্যক্তিদের একটি তালিকা। নিবন্ধটিতে মাসের নামের অনুচ্ছেদে তারিখ আকারে উল্লেখযোগ্য মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।
- যেকোন ভুক্তি অবশ্যই নাম, বয়স, দেশ (প্রযোজ্য ক্ষেত্রে), যে কারণে উল্লেখযোগ্য, মৃত্যুর প্রতিষ্ঠিত কারণ, তথ্যসূত্র ক্রমে যুক্ত হবে।
ডিসেম্বর[সম্পাদনা]
৩০[সম্পাদনা]
- সৈয়দ মোয়াজ্জেম আলী, ৭৫, সাবেক বাংলাদেশি পররাষ্ট্র সচিব ও কূটনীতিক।[১]
২৯[সম্পাদনা]
- আবু রাইহান বিশ্বাস, ৭৯, ভারতীয় শিক্ষক ও রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিধায়ক।[২]
- তালুকদার মনিরুজ্জামান, ৮১, বাংলাদেশি শিক্ষায়তনিক ব্যক্তি ও রাষ্ট্রবিজ্ঞানী, ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত।[৩]
- সীসারাম সিং, ভারতীয় রাজনীতিবিদ, উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন বিধায়ক।[৪]
২৭[সম্পাদনা]
- ইউনুস আলী সরকার, ৬৬, বাংলাদেশি রাজনীতিবিদ, দশম ও একাদশ জাতীয় সংসদ সদস্য, ক্যান্সার।[৫]
- জাসবির সিং, ৭৮, ভারতীয় রাজনীতিবিদ, পাঞ্জাব বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পাঞ্জাব সরকারের প্রাক্তন মন্ত্রী, হৃদরোগ।[৬]
- সচ্চিদানন্দ নারায়ণ দেব, ৯৮, ভারতীয় রাজনীতিবিদ, উড়িষ্যা বিধানসভার প্রাক্তন বিধায়ক।[৭]
২৬[সম্পাদনা]
- কুশল পাঞ্জাবী, ৩৭, ভারতীয় অভিনেতা।[৮]
- বাদেটি বুজ্জি, ৫৫, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন বিধায়ক, হৃদরোগ।[৯]
২৫[সম্পাদনা]
- সুলতানা রেজওয়ান চৌধুরী, ৭১, বাংলাদেশি রাজনীতিবিদ, তৃতীয় জাতীয় সংসদ সদস্য।[১২]
২৩[সম্পাদনা]
- জর্জেটা স্নেগুর, ৮২, মলদোভার প্রথম ফার্স্ট লেডি।[১৩]
২২[সম্পাদনা]
- মাহমুদুল আমিন চৌধুরী, ৮২, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি।[১৪]
- মোহাম্মদ এবাদত হোসেন মন্ডল, ৮০, বাংলাদেশি রাজনীতিবিদ, দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য।[১৫]
২১[সম্পাদনা]
- জি. নানজুনদান, ৫৮, ভারতীয় সাহিত্যিক ও শিক্ষায়তনিক ব্যক্তি, তামিল অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপক।[১৬] (এই তারিখে মৃত্যুর ঘটনা ঘোষিত হয়েছিল)
- বানোয়ারি লাল শর্মা, ৬১, ভারতীয় রাজনীতিবিদ, মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়ক, ক্যান্সার।[১৭]
২০[সম্পাদনা]
- ফজলে হাসান আবেদ, ৮৩, বাংলাদেশী সমাজকর্মী এবং বেসরকারী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা।[১৮]
১৭[সম্পাদনা]
- কৌশলেন্দ্র প্রতাপ শাহী, ১০৩, ভারতীয় রাজনীতিবিদ, বিহার বিধানসভার প্রাক্তন বিধায়ক।[১৯]
- মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ৫৯, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তা, প্রধানমন্ত্রীর সামরিক সচিব।[২০]
১৬[সম্পাদনা]
- টি. তোরেচু, ৭১, ভারতীয় শিক্ষক ও রাজনীতিবিদ, নাগাল্যান্ড বিধানসভার বিধায়ক।[২১]
- সুখেন্দু মাইতি, ৯২, ভারতীয় রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিধায়ক।[২২]
১৫[সম্পাদনা]
- রাজেশ খৈতান, ৭৫, ভারতীয় রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিধায়ক।[২৩]
১৪[সম্পাদনা]
- এ. কে. এম. সিরাজুল ইসলাম খান, ৭৬, বাংলাদেশি শিক্ষায়তনিক ব্যক্তি ও অণুজীব বিজ্ঞানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[২৪]
১২[সম্পাদনা]
- ড্যানি আয়েলো, ৮৬, মার্কিন অভিনেতা।[২৫]
১০[সম্পাদনা]
- অশোক কল্যাণরাও তাপকীর, ৭০, ভারতীয় রাজনীতিবিদ, মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন বিধায়ক।[২৬]
- মো. আব্দুল কাদির, বাংলাদেশি রাজনীতিবিদ, ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত।[২৭]
৯[সম্পাদনা]
- অজয় রায়, ৮৪, বাংলাদেশি পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং মানবাধিকার কর্মী, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী।[২৮]
- গন্ধর্ব সিং, ৮৭, ভারতীয় রাজনীতিবিদ, হিমাচল প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[২৯]
৮[সম্পাদনা]
- ভাগবত প্রসাদ মোহান্তি, ৯০, ভারতীয় রাজনীতিবিদ, উড়িষ্যা বিধানসভার সাবেক বিধায়ক, উড়িষ্যা সরকারের সাবেক মন্ত্রী।[৩০]
৬[সম্পাদনা]
- ইকবাল হোসেন, ৬৯, বাংলাদেশি রাজনীতিবিদ, চতুর্থ জাতীয় সংসদ সদস্য।[৩১]
- মাহফুজুর রহমান খান, ৭০, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি চিত্রগ্রাহক।[৩২]
৩[সম্পাদনা]
- আর. রামানাথান, ৭১, ভারতীয় রাজনীতিবিদ, পুদুচেরী বিধানসভার সাবেক বিধায়ক।[৩৩]
- রওশন আরা বাচ্চু, ৮৬, বাংলাদেশি ভাষাসৈনিক।[৩৪]
২[সম্পাদনা]
- ভাগবতী সিং বিশারদ, ৯৮, ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।।[৩৫]
১[সম্পাদনা]
- নকসং বোহাম, ৭১, ভারতীয় রাজনীতিবিদ, অরুণাচল প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক ও অরুণাচল প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী।[৩৬]
- শ্যামল কান্তি বিশ্বাস, ৭১, বাংলাদেশী শিক্ষায়তনিক ব্যক্তি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[৩৭]
নভেম্বর[সম্পাদনা]
৩০[সম্পাদনা]
- লক্ষ্মীনারায়ণ নায়ক, ১০১, ভারতীয় রাজনীতিবিদ, সাবেক লোকসভা সাংসদ, মধ্য প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[৩৮]
২৯[সম্পাদনা]
- ইয়াসুহিরো নাকাসোনে, ১০১, জাপানি রাজনীতিবিদ, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক সভাপতি, জাপানি আইনসভার নিম্নকক্ষের সাবেক সদস্য।[৩৯]
২৮[সম্পাদনা]
- রত্নারাম চৌধুরী, ৯০, ভারতীয় রাজনীতিবিদ, রাজস্থান বিধানসভার সাবেক বিধায়ক।[৪০]
২৭[সম্পাদনা]
- কুতুব আহমেদ মজুমদার, ৮০, ভারতীয় রাজনীতিবিদ, আসাম বিধানসভার সাবেক বিধায়ক।[৪১]
২৬[সম্পাদনা]
- গুলজার আহমদ চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[৪২]
- ঠাকুর পৃথিবী সিং দেওরা, ৮৫, ভারতীয় রাজনীতিবিদ, রাজস্থান বিধানসভার প্রাক্তন বিধায়ক।[৪৩]
- রবিউল হুসাইন, ৭৬, বাংলাদেশি স্থপতি ও সাহিত্যিক, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী।[৪৪]
২৪[সম্পাদনা]
- ক্ষিতি গোস্বামী, ৭৬, ভারতীয় রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী, বিপ্লবী সমাজতন্ত্রী দলের রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।[৪৫]
- নারায়ণ রাও তারালে, ৮৩, ভারতীয় রাজনীতিবিদ, কর্ণাটক বিধানসভার সাবেক বিধায়ক।[৪৬]
- নিমিশ পিলানকার, ২৯, ভারতীয় শব্দ সম্পাদক।[৪৭]
- মোবারক হোসেন খান, ৮১, বাংলাদেশী, সঙ্গীত গবেষক ও লেখক, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী।[৪৮]
২৩[সম্পাদনা]
২২[সম্পাদনা]
- গুররাম ইয়াদাগিরি রেড্ডি, ৯১, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্র প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[৫০]
- শওকত কাইফি, ৯১, ভারতীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী।[৫১]
১৯[সম্পাদনা]
- দিশানায়াকা মুদিয়ানসেনাগে জয়রত্নে, ৮৮, শ্রীলঙ্কান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদ।[৫২]
১৮[সম্পাদনা]
- সেশাগিরি রাও, ৮৬, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্র প্রদেশ বিধানসভা ও বিধান পরিষদের সাবেক সদস্য।[৫৩]
১৬[সম্পাদনা]
- মানবেন্দ্রনাথ সাহা, ৫৭, ভারতীয় শিক্ষক ও রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক, আত্মহত্যা।[৫৪]
১২[সম্পাদনা]
- রাজু ম্যাথু, ৮২, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।[৫৫]
৮[সম্পাদনা]
- নামুত দাই, ৬৪-৬৫, ভারতীয় শিক্ষক, জাতীয় শিক্ষক পুরস্কার ও রাজ্য শিক্ষক পুরস্কার (অরুণাচল) প্রাপক।[৫৭]
৭[সম্পাদনা]
- নবনীতা দেবসেন, ৮১, ভারতীয় বাঙালি সাহিত্যিক।[৫৮]
- মইন উদ্দীন খান বাদল, ৬৭, বাংলাদেশি রাজনীতিবিদ, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদ, হৃদরোগ।[৫৯]
- মার্গারিটা সালাস, ৮০, স্পেনীয় জৈবরসায়নবিদ ও জিনতাত্ত্বিক।[৬০]
৪[সম্পাদনা]
- সাদেক হোসেন খোকা, ৬৭, বাংলাদেশি রাজনীতিবিদ, ঢাকার সাবেক মেয়র, সাবেক সাংসদ, মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী, ক্যান্সার।[৬১]
৩[সম্পাদনা]
- হরিশ মহাপাত্র, ভারতীয় রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক।[৬২]
২[সম্পাদনা]
- ইন্দ্রজিৎ টাঙ্গি, ৭৫, ভারতীয় শিক্ষক ও রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক।[৬৩]
- পি. পুরুষোথামান, ৭১, ভারতীয় রাজনীতিবিদ, পুডুচেরী বিধানসভার প্রাক্তন বিধায়ক, পুডুচেরী সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গমের সম্পাদক।[৬৪]
অক্টোবর[সম্পাদনা]
৩১[সম্পাদনা]
- অনিল অধিকারী, ৭০, ভারতীয় রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক, ক্যান্সার।[৬৫]
- গুরুদাস দাসগুপ্ত, ৮২, ভারতীয় রাজনীতিবিদ প্রাক্তন লোকসভা ও রাজ্যসভা সদস্য, ফুসফুসের ক্যান্সার।[৬৬]
- রাজু মাভানি, ৮৪, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার।[৬৮]
২৭[সম্পাদনা]
- আবু বকর আল-বাগদাদি, আইএস প্রধান, আত্মহত্যা।[৬৯]
- আবুল-হাসান আল-মুহাজির, আইএস মুখপাত্র, বিমান হামলা।[৭০]
- হুমায়ূন কবির, ৬৭, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ ও উপমন্ত্রী।[৭১]
২৫[সম্পাদনা]
- কফিল উদ্দিন সোনার, ৭৫, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[৭২]
- হুমায়ূন সাধু, বাংলাদেশি নাট্য নির্মাতা, অভিনেতা ও লেখক।[৭৩]
২১[সম্পাদনা]
- আয়েজ উদ্দিন আহমেদ, বীর প্রতীক সম্মাননায় ভূষিত বাংলাদেশি মুক্তিযোদ্ধা।[৭৪]
১৯[সম্পাদনা]
১৮[সম্পাদনা]
- কালিদাস কর্মকার, ৭৩, একুশে পদক ও শিল্পকলা পদকজয়ী বাংলাদেশি চিত্রশিল্পী।[৭৬]
১৫[সম্পাদনা]
- অ্যালেক্সি লিওনভ, ৮৫, রুশ মহাকাশচারী, মহাকাশে হাঁটা প্রথম ব্যক্তি।[৭৭]
১৪[সম্পাদনা]
- বরুণ মজুমদার, ৭৭, ভারতীয় সাংবাদিক, সংবাদ পাঠক, লেখক ও শিক্ষক, পদ্মশ্রী প্রাপক।[৭৮]
১১[সম্পাদনা]
- গুন্ডেবয়না রামমূর্তি যাদব, ৭১, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্র প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[৭৯]
- রবার্ট ফরস্টার, ৭৮, মার্কিন অভিনেতা।[৮০]
১০[সম্পাদনা]
- গোলাম মোস্তফা, ৭০, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা।[৮২]
৪[সম্পাদনা]
- সত্যপ্রিয় মহাথের, ৮৯, একুশে পদকজয়ী বাংলাদেশি সমাজসেবক।[৮৩]
সেপ্টেম্বর[সম্পাদনা]
৩০[সম্পাদনা]
২৭[সম্পাদনা]
- আবু সোলায়মান চৌধুরী, বাংলাদেশি সরকারি কর্মকর্তা, সাবেক সচিব।[৮৫]
- বালিরেড্ডি সত্য রাও, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্র প্রদেশ সরকারর সাবেক মন্ত্রী ও অন্ধ্র প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[৮৬]
২৬[সম্পাদনা]
- জ্যাক শিরাক, ৮৬, প্যারিসের সাবেক মেয়র, সাবেক ফরাসি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।[৮৭]
২৫[সম্পাদনা]
- গুলাম মোহাম্মদ লোত, ৯০, পাকিস্তানি রাজনীতিবিদ, সিন্ধু প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য।[৮৮]
- বেণু মাধব, ৩৯, ভারতীয় অভিনেতা।[৮৯]
- লিয়াকত আলী খান, ৬৪, ভারতীয় রাজনীতিবিদ, আসাম বিধানসভার সাবেক বিধায়ক।[৯০]
১৯[সম্পাদনা]
- লেভেন্তে রিজ, ৪৪, হাঙ্গেরীয় রাজনীতিবিদ, হাঙ্গেরীয় আইনসভার সাবেক সদস্য।[৯১]
১৭[সম্পাদনা]
- কার্লোস সিজনেরস, ৭১, মার্কিন রাজনীতিবিদ, নিউ মেক্সিকো বিধানসভার উচ্চকক্ষের সদস্য।[৯২]
১১[সম্পাদনা]
- ইউসুফ হাবিবি, ৮৩, ইন্দোনেশিয়ার সাবেক রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।[৯৩]
১০[সম্পাদনা]
- এ. কে. এম. আহসান আলী, ৮২, স্বাধীনতা পদকজয়ী বাংলাদেশি চিকিৎসক, বার্ধক্যজনিত কারণ।[৯৪]
- জয় কৃষাণ শর্মা, ৭৬, ভারতীয় রাজনীতিবিদ, হিমাচল প্রদেশ ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি, হিমাচল প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[৯৫]
৭[সম্পাদনা]
- নঈম চৌধুরী, ৭৩, বাংলাদেশি বিজ্ঞানী।[৯৬]
- বীরু কৃষ্ণণ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও নৃত্যশিল্পী।[৯৭]
- মংছেন চীং মংছিন, ৫৮, বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সাহিত্যিক, গবেষণায় একুশে পদকজয়ী।[৯৮]
৬[সম্পাদনা]
- রবার্ট মুগাবে, ৯৫, জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।[৯৯]
৫[সম্পাদনা]
- পারভেজ রব, ৫৬, বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক, সড়ক দুর্ঘটনা।[১০০]
৪[সম্পাদনা]
- এস. শ্রীরাম, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।[১০১]
আগস্ট[সম্পাদনা]
৩০[সম্পাদনা]
- সিরাজুল ইসলাম, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[১০২]
২৯[সম্পাদনা]
- মহম্মদ মুসলিম, ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[১০৩]
২৭[সম্পাদনা]
- নিমু ভৌমিক, ৮৩, ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ।[১০৪]
২৬[সম্পাদনা]
২৫[সম্পাদনা]
- শেখ মাকসুদ আলী, ৮৫, বাংলাদেশি সরকারি কর্মকর্তা, সাবেক সচিব।[১০৬]
২৪[সম্পাদনা]
- অরুণ জেটলি, ৬৬, ভারতীয় রাজনীতিবিদ, ভারতের সাবেক অর্থ, আইন ও বিচার এবং প্রতিরক্ষামন্ত্রী।[১০৭]
২৩[সম্পাদনা]
- মোজাফফর আহমদ, ৯৭, বাংলাদেশি রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, ন্যাপ (মোজাফফর) এর সভাপতি, সাবেক সাংসদ।[১০৮]
২২[সম্পাদনা]
- ফুলতি গিদালি, ১০৮, ভারতীয় লোকসঙ্গীত শিল্পী, বঙ্গরত্ন প্রাপক, বার্ধক্যজনিত রোগ।[১০৯]
১৯[সম্পাদনা]
- মোহাম্মদ জহুর খৈয়াম, ৯২, ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার, ফুসফুসে ইনফেকশন।[১১০]
১৮[সম্পাদনা]
- সোমা ভুপালা, ৯২, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[১১১]
১৭[সম্পাদনা]
- দামোদর গণেশ বাপাত, ৮৪, ভারতীয় সমাজসেবক, পদ্মশ্রী প্রাপক।[১১২]
১৬[সম্পাদনা]
- পিটার ফন্ডা, ৭৯, মার্কিন অভিনেতা।[১১৩]
- রিজিয়া রহমান, ৭৯, একুশে পদকজয়ী বাংলাদেশি কথাসাহিত্যিক।[১১৪]
- সাহুরা মল্লিক, ৮৫, ভারতীয় রাজনীতিবিদ, উড়িষ্যা বিধানসভার সাবেক বিধায়ক।[১১৫]
১৫[সম্পাদনা]
- নোয়েল পোপ, ৮৭, নিউজিল্যান্ডীয় রাজনীতিবিদ, তৌরাঙ্গা নগরীর সাবেক মেয়র, "কম্পানিয়ন অব দ্য নিউজিল্যান্ড অর্ডার অব মেরিট" প্রাপক।[১১৬]
- লালবিহারী ভট্টাচার্য, ৮১, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক।[১১৭]
১৩[সম্পাদনা]
- উমেশ ভাট ভাভিকেরি, ৭২, ভারতীয় রাজনীতিবিদ, কর্ণাটক বিধানসভার সাবেক সদস্য, হৃদরোগ।[১১৮]
- মাইকেল টি. সাংমা, ৪১, ভারতীয় রাজনীতিবিদ, মেঘালয় বিধানসভার সাবেক বিধায়ক, হৃদরোগ।[১১৯]
- নাদিয়া তোফা, ৪০, ইতালীয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক, ক্যান্সার।[১২০]
১২[সম্পাদনা]
- মিজানুর রহমান শেলী, ৭৬, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী।[১২১]
১০[সম্পাদনা]
- জোসেফ আর. বেগিচ, ৮৯, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রাদেশিক পরিষদের নিম্নকক্ষের সাবেক সদস্য।[১২২]
৯[সম্পাদনা]
- আহমাদ লাই বিন বুজাং, ৬৯, সাবেক মালয়েশীয় সাংসদ।[১২৩]
৭[সম্পাদনা]
- ক্যারি মুলিস, ৭৪, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ, নিউমোনিয়া।[১২৪]
- জে. ওম প্রকাশ, ৯২, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।[১২৫]
৬[সম্পাদনা]
- এস. এ. এম. হুসাইন, ৮০, ভারতীয় রাজনীতিবিদ, তামিলনাড়ু বিধানসভার সাবেক বিধায়ক।[১২৬]
- সুষমা স্বরাজ, ৬৭, ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী, ভারতের সরকারের সাবেক মন্ত্রী ও লোকসভার বিরোধীদলীয় নেত্রী, হৃদরোগ।[১২৭]
৫[সম্পাদনা]
- টনি মরিসন, ৮৮, নোবেল ও পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন সাহিত্যিক।[১২৮]
- রশিরাম দেববর্মা, ভারতীয় রাজনীতিবিদ, ত্রিপুরা বিধানসভার সাবেক বিধায়ক, বার্ধক্যজনিত রোগ।[১২৯]
৪[সম্পাদনা]
- আনোয়ারা বেগম, ৭০, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[১৩০]
১[সম্পাদনা]
- শরৎ শইকীয়া, ৭১, ভারতীয় রাজনীতিবিদ, আসাম বিধানসভার সাবেক বিধায়ক।[১৩১]
জুলাই[সম্পাদনা]
২৭[সম্পাদনা]
- জন রবার্ট শ্রিফার, ৮৮, মার্কিন পদার্থবিজ্ঞানী, ১৯৭২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।[১৩২]
২৬[সম্পাদনা]
- টি. কে. নাল্লাপ্পান, ৮৭, ভারতীয় রাজনীতিবিদ, তামিলনাড়ু বিধানসভার সাবেক বিধায়ক।[১৩৩]
২৪[সম্পাদনা]
- অজয় মুখোপাধ্যায়, ৯০, ভারতীয় রাজনীতিবিদ, সাবেক লোকসভা সদস্য।[১৩৪]
২১[সম্পাদনা]
- এ. কে. রায়, ৮৪, ভারতীয় রাজনীতিবিদ, সাবেক লোকসভা সদস্য ও বিহার বিধানসভার সাবেক বিধায়ক।[১৩৫]
- রাম চন্দ্র পাসোয়ান, ৫৭, ভারতীয় রাজনীতিবিদ, লোকসভা সদস্য, হৃদরোগ।[১৩৬]
২০[সম্পাদনা]
- শীলা দীক্ষিত, ৮১, ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী, কেরালার সাবেক গভর্নর, সাবেক সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী, সাবেক লোকসভা সদস্য, দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, হৃদরোগ।[১৩৭]
১৮[সম্পাদনা]
- ইউকিয়া আমানো, ৭২, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক।[১৩৮]
১৭[সম্পাদনা]
- স্বরূপ দত্ত, ৭৮, ভারতীয় অভিনেতা।[১৩৯]
১৪[সম্পাদনা]
- হুসেইন মুহাম্মদ এরশাদ, ৮৯, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, সাবেক প্রধান সামরিক আইন প্রশাসক, একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির সভাপতি, রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনি জটিলতা।[১৪০]
১২[সম্পাদনা]
- ফার্নান্দো হোসে কোর্বাতো, ৯৩, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী যিনি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের জন্য পরিচিত।[১৪১]
৯[সম্পাদনা]
- রুশেমা বেগম, ৮৫, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, হৃদরোগ।[১৪২]
৬[সম্পাদনা]
- ক্যামেরন বয়েস, ২০, মার্কিন অভিনেতা।[১৪৩]
৫[সম্পাদনা]
৪[সম্পাদনা]
- মুনশী মোহাম্মদ ফজলে কাদের , ৯০, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত ভারতীয় নাগরিক, বার্ধক্যজনিত রোগ।[১৪৫]
জুন[সম্পাদনা]
২৯[সম্পাদনা]
- সন্তোষ রানা, ৭৬, ভারতীয় রাজনীতিবিদ ও সাহিত্যিক, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক, আনন্দ পুরস্কার প্রাপক।[১৪৬]
২৭[সম্পাদনা]
- ঝর্ণা ধারা চৌধুরী, ৮৪, বাংলাদেশি গান্ধীবাদী, বার্ধক্যজনিত রোগ।[১৪৭]
১৯[সম্পাদনা]
- ইব্রাহিম সাবের, ৭৪, বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক, বার্ধক্যজনিত রোগ।[১৪৮]
১৭[সম্পাদনা]
- মুহাম্মাদ মুরসি, ৬৭, মিশরীয় রাজনীতিবিদ, প্রকৌশলী ও পঞ্চম রাষ্ট্রপতি।[১৪৯]
১৪[সম্পাদনা]
- কে. রাথামানি, ভারতীয় রাজনীতিবিদ, তামিলনাড়ু বিধানসভার বিধায়ক, ক্যান্সার।[১৫০]
১১[সম্পাদনা]
- আবুল হাসনাত, ৬৪, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক।[১৫১]
১০[সম্পাদনা]
- গিরিশ কারণাড, ৮১, ভারতীয় অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক।[১৫২]
৮[সম্পাদনা]
- কিরণ কুমার গগৈ, ৬৪, ভারতীয় রাজনীতিবিদ, আসাম বিধানসভার সাবেক সদস্য।[১৫৩]
৬[সম্পাদনা]
- এম. সত্যনারায়ণা, ৭৪, ভারতীয় রাজনীতিবিদ, কর্ণাটক বিধানসভার সাবেক সদস্য।[১৫৪]
৩[সম্পাদনা]
- রুমা গুহঠাকুরতা, ৮৪, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও গায়িকা, হৃদরোগ।[১৫৫]
২[সম্পাদনা]
- নাজমুল হুদা মিন্টু, ৭৬, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।[১৫৬]
- নীতা চৌধুরী, ভারতীয় রাজনীতিবিদ, বিহার বিধানসভার সাবেক বিধায়ক, অগ্নিকাণ্ড।[১৫৭]
- মমতাজউদদীন আহমদ, ৮৪, বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।[১৫৮]
মে[সম্পাদনা]
৩১[সম্পাদনা]
- প্রমথনাথ রায়, ৭৪, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা দফতরের সাবেক প্রতিমন্ত্রী, ক্যান্সার।[১৫৯]
- লায়লা নূর, ৮৪, বাংলাদেশি শিক্ষাবিদ, অনুবাদক ও ভাষা সৈনিক, হৃদরোগ।[১৬০]
২৯[সম্পাদনা]
- আনিয়েস ভারদা, ৯০, ফরাসি চলচ্চিত্র নির্মাতা।[১৬১]
২৭[সম্পাদনা]
- কমলেশ বাল্মীকি, ৫৭, ভারতের পঞ্চদশ লোকসভার সদস্য।[১৬২]
- মোনি কুমার সুব্বা, ৬১, ভারতের দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ লোকসভা সদস্য এবং আসাম বিধানসভার সাবেক বিধায়ক।[১৬৩]
২৪[সম্পাদনা]
- মারি গেল-মান, ৮৯, ১৯৭২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।[১৬৪]
২২[সম্পাদনা]
- এ.কে.এম গৌছ উদ্দিন, ৬৯, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[১৬৫]
- এস আই এম নূরুন্নবী খান, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা।[১৬৬]
- খালিদ হোসেন, ৮৪, একুশে পদকজয়ী বাংলাদেশি নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক, হৃদরোগ।[১৬৭]
২১[সম্পাদনা]
- তিরং আবোহ, ভারতের অরুণাচল বিধানসভার পশ্চিম খোনসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আততায়ীদের হাতে নিহত।[১৬৮]
১৯[সম্পাদনা]
১৬[সম্পাদনা]
- জি. এন. লক্ষ্মীপতি, ১০৪, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, ড. বিষ্ণুবর্ধন পুরস্কার প্রাপক।[১৭০]
১৩[সম্পাদনা]
- হায়াৎ সাইফ, ৭৬, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক, কিডনি জটিলতা।[১৭১]
১২[সম্পাদনা]
- বি. ভেঙ্কটরাম রেড্ডি, ৭৫, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।[১৭২]
১১[সম্পাদনা]
- শেখ চাঁদ মহম্মদ, ৮৮, ভারতীয় রাজনীতিবিদ, আসাম বিধানসভার সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিধায়ক।[১৭৩]
৮[সম্পাদনা]
- কেতকী প্রসাদ দত্ত, ৭৪, ভারতের আসাম বিধানসভার সাবেক বিধায়ক।[১৭৪]
৭[সম্পাদনা]
- এ বি এম তালেব আলী, ৯২, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[১৭৫]
- সুবীর নন্দী ,৬৫, বাংলাদেশি কণ্ঠশিল্পী, হৃদরোগ।[১৭৬]
২[সম্পাদনা]
- মোহাম্মদ নাজিম উদ্দিন, ৮৪, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা।[১৭৭]
এপ্রিল[সম্পাদনা]
২৯[সম্পাদনা]
- বিজয়কুমার খান্দ্রে, ৬০, ভারতীয় রাজনীতিবিদ, কর্ণাটক বিধানসভার সাবেক সদস্য, হৃদরোগ।[১৭৮]
২৮[সম্পাদনা]
- আনিসুর রহমান আনিস, ৭৮, বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।[১৭৯]
২৭[সম্পাদনা]
- মাহফুজ উল্লাহ, ৬৯, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ, হৃদরোগ।[১৮০]
২৬[সম্পাদনা]
- অনিল কুমার কোনেরু, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, ক্যান্সার।[১৮১]
২৪[সম্পাদনা]
- সালেহ আহমেদ, ৮৪, বাংলাদেশি অভিনেতা।[১৮২]
২৩[সম্পাদনা]
- ডেলা গডফ্রে, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্র প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[১৮৩]
- যতীন্দ্রনাথ রায়, ৮৪, ভারতীয় রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক।[১৮৪]
২১[সম্পাদনা]
- আবু সালেহ মোহাম্মদ সাঈদ, ৭৩, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[১৮৫]
- আমিনুল হক, ৭৬, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী, লিভার ক্যান্সার।[১৮৬]
- শিবলাল শর্মা, ৮০, ভারতীয় রাজনীতিবিদ, হিমাচল প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক, হৃদরোগ।[১৮৭]
২০[সম্পাদনা]
- অমর পাল, ৯৬, ভারতীয় লোকসঙ্গীতশিল্পী, সেরিব্রাল অ্যাটাক।[১৮৮]
- আবদুল মজিদ, বাংলাদেশের সাবেক সংসদ সদস্য, শ্বাসকষ্টজনিত আইএলডি রোগ।[১৮৯]
- প্রণীতা তালুকদার, ৮৩-৮৪, ভারতীয় শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজকর্মী, আসাম বিধানসভার সাবেক বিধায়ক, স্ত্রী শক্তি পুরস্কার প্রাপক।[১৯০]
- বজলুল করিম ফালু, ৬৮, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[১৯১]
১৮[সম্পাদনা]
- হাসিবুল ইসলাম মিজান, ৬২, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।[১৯২]
১৩[সম্পাদনা]
- পল গ্রিনগার্ড, ৯৩, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসাবিদ।[১৯৩]
- বামাপদ মুখোপাধ্যায়, ৯৭, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক, বার্ধক্যজনিত রোগ।[১৯৪]
১০[সম্পাদনা]
- রাজ কুমার কাপুর, ৮৭, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক।[১৯৫]
৯[সম্পাদনা]
- ভিমা মান্ডভি - ভারতের ছত্তিসগড় বিধানসভার দন্তেওয়াড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, মাওবাদী হামলায় নিহত।[১৯৬]
৮[সম্পাদনা]
- নবতেজ হুন্দাল, ভারতীয় অভিনেতা।[১৯৭]
- শেখ আবদুল আজিজ, ৯০, বাংলাদেশের সাবেক যোগাযোগ, কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বার্ধক্যজনিত রোগ।[১৯৮]
৬[সম্পাদনা]
- এ. কে. সি. সুন্দারাভেল, ৭০, ভারতীয় রাজনীতিবিদ, তামিলনাড়ু বিধানসভার সাবেক বিধায়ক, সড়ক দুর্ঘটনা।[১৯৯]
- টেলি সামাদ, ৭৪, বাংলাদেশি কৌতুক অভিনেতা, অসুস্থতাজনিত।[২০০]
- ডেভিড জে. থাউলেস, ৮৪, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।[২০১]
মার্চ[সম্পাদনা]
২৯[সম্পাদনা]
- সতীশ কুমার চৌহান, ৫৮, ভারতীয় রাজনীতিবিদ, মধ্যপ্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক, হৃদরোগ।[২০২]
২৭[সম্পাদনা]
- প্রশান্ত কুমার মজুমদার, ৭৮, ভারতীয় রাজনীতিবিদ, সাবেক লোকসভা সদস্য।[২০৩]
২৩[সম্পাদনা]
- শাহনাজ রহমতুল্লাহ, ৬৭, বাংলাদেশি সঙ্গীতশিল্পী, হৃদরোগ।[২০৪]
২১[সম্পাদনা]
- আর. কানাগারাজ, ভারতীয় রাজনীতিবিদ, তামিলনাড়ু বিধানসভার বিধায়ক, হৃদরোগ।[২০৫]
- বলওয়ান্ত সিং, ৮২, ভারতীয় রাজনীতিবিদ, পাঞ্জাব ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সাবেক সম্পাদক, পাঞ্জাব বিধানসভার সাবেক সদস্য।[২০৬]
২০[সম্পাদনা]
- এ. সুব্রহ্মণ্যম, ৯৩, ভারতীয় রাজনীতিবিদ, তামিলনাড়ু বিধানসভার সাবেক বিধায়ক।[২০৭]
১৮[সম্পাদনা]
- বোম্মা ভেঙ্কটেশ্বর, ৭৮, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ বিধানসভার সাবেক সদস্য, হৃদরোগ।[২০৮]
১৭[সম্পাদনা]
- চিন্ময় রায়, ৭৭, ভারতীয় অভিনেতা।[২০৯]
- মনোহর পারিকর, ৬৩, ভারতের গোয়ার মুখ্যমন্ত্রী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক রাজ্যসভা সদস্য, অগ্ন্যাশয়ের ক্যান্সার।[২১০]
- শাহেদ চৌধুরী, ৫৩, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, হৃদরোগ।[২১১]
১৫[সম্পাদনা]
- মায়ারানি পাল, ৮৬, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক।[২১২]
- হেলেনা খান, ৯৫, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার লাভকারী বাংলাদেশি সাহিত্যিক।[২১৩]
১১[সম্পাদনা]
- সাইফুল আজম কাশেম, ৭১, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।[২১৪]
১০[সম্পাদনা]
- আবদুল আলী মৃধা, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[২১৫]
৯[সম্পাদনা]
- আখতারুজ্জামান বাবুল, ৬৩, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[২১৬]
৫[সম্পাদনা]
১[সম্পাদনা]
- ইভানোভিচ আলফারভ, ৮৮, নোবেল বিজয়ী রুশ পদার্থবিদ।[২১৯]
- পলান সরকার, ৯৭, বাংলাদেশী সমাজকর্মী।[২২০]
ফেব্রুয়ারি[সম্পাদনা]
২৮[সম্পাদনা]
- রামলাল সিং, ৯০, ভারতীয় রাজনীতিবিদ, বিহার বিধানসভার সাবেক বিধায়ক।[২২১]
- শাহ আলমগীর, ৬২, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক।[২২২]
২৫[সম্পাদনা]
২৪[সম্পাদনা]
- সুবোধ দাস, ৭১, ভারতীয় রাজনীতিবিদ, ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী ও ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিধায়ক।[২২৪]
২১[সম্পাদনা]
- ব্রহ্মাণাপাল্লি বালাইয়াহ, ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[২২৫]
২০[সম্পাদনা]
- অমর বসু, ৭৯, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক সদস্য।[২২৬]
১৯[সম্পাদনা]
- মুহম্মদ খসরু, ৭০-৭১, বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ডায়াবেটিক, অ্যাজমা, শ্বাসকষ্ট ও হৃদ্রোগ।[২২৭]
১৭[সম্পাদনা]
- মঞ্জুর আহমেদ বাচ্চু মিয়া, ৮৪, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ।[২২৮]
- বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন,৭৬,বাংলাদেশি রাজনীতিবিদ উত্তর বঙ্গের প্রবীণ রাজনীতিবিদ, বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য।[২২৯]
১৬[সম্পাদনা]
- কণিকা মজুমদার, ৮৪, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।[২৩০]
- ব্রুনো গানৎস, ৭৭, জার্মান অভিনেতা।[২৩১]
১৫[সম্পাদনা]
- আল মাহমুদ, ৮২, বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতা।[২৩২]
১৩[সম্পাদনা]
- মোহন সিং বুন্দেলা, ৭৪, ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশ বিধানসভার সাবেক বিধায়ক।[২৩৩]
১০[সম্পাদনা]
- যোগেশ চন্দ্র বর্মন, ৬৯, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী।[২৩৪]
৯[সম্পাদনা]
- সত্যজিৎ বিশ্বাস, ৩৭, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক, আততায়ীদের হাতে নিহত।[২৩৫]
৭[সম্পাদনা]
- অ্যালবার্ট ফিনি, ৮২, ইংরেজ অভিনেতা, প্রযোজক ও পরিচালক, বুকে ইনফেকশন।[২৩৬]
- রাশেদ সোহরাওয়ার্দী, ৭৯, ব্রিটিশ অভিনেতা ও লেখক।[২৩৭]
৬[সম্পাদনা]
- এএসএম শাহজাহান, ৭৮, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের ১৫তম মহাপরিদর্শক, পারকিনসন রোগ।[২৩৮]
৫[সম্পাদনা]
- লাডু কিশোর স্বাইন, ৭১, ভারতের ষোড়শ লোকসভা সদস্য এবং ওডিশা বিধানসভার সাবেক বিধায়ক, কিডনি রোগ।[২৩৯]
- সৈয়দ বদর-উল হাসান খান বাহাদুর, ভারতীয় অভিনেতা ও নৃত্যশিল্পী।[২৪০]
৪[সম্পাদনা]
- আওলাদ হোসেন চাকলাদার, ৬৮, বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।[২৪১]
জানুয়ারি[সম্পাদনা]
৩১[সম্পাদনা]
- তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, বাংলাদেশি রাজনীতিবিদ ও রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ।[২৪২]
২৯[সম্পাদনা]
- জর্জ ফার্নান্ডেস, ৮৮, ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ (১৯৯৬-২০১০)প্রাক্তন রেলমন্ত্রী(১৯৮৯-১৯৯০) এবং প্রতিরক্ষা মন্ত্রী(১৯৯৮-২০০১,২০০১-২০০৪),সোয়াইন ফ্লু-তে আক্রান্ত।[২৪৩]
- দীপক ভট্টাচার্য, ৭৯, ভারতের আসাম বিধানসভার সাবেক বিধায়ক।[২৪৪]
২৭[সম্পাদনা]
- অনন্ত প্রসাদ সিং, ৯২, ভারতীয় রাজনীতিবিদ, বিহার বিধানসভার সাবেক বিধায়ক।[২৪৫]
- নুরুল আলম চৌধুরী, ৭২, বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত।[২৪৬]
২৩[সম্পাদনা]
- আহমেদ ইমতিয়াজ বুলবুল, ৬৩, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি সঙ্গীত ব্যক্তিত্ব, হৃদরোগ।[২৪৭]
২২[সম্পাদনা]
- খন্দকার আবদুল বাতেন, ৭২, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, বাতেন বাহিনীর প্রধান এবং নবম ও দশম জাতীয় সংসদ সদস্য, হৃদরোগ।[২৪৮]
২১[সম্পাদনা]
- নগেন্দ্র জামাতিয়া, ৭১, ভারতীয় রাজনীতিবিদ, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিধায়ক ও ত্রিপুরা সরকারের প্রাক্তজ মন্ত্রী।[২৪৯]
- রাঘবীর সিং ভোলা, ৯১, প্রাক্তন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী (১৯৫৬) এবং রৌপ্য পদক বিজয়ী (১৯৬০), বয়সোচিত মৃত্যু।[২৫০]
১৯[সম্পাদনা]
- অতীন বন্দ্যোপাধ্যায়, ৮৫, ভারতীয় বাঙালি সাহিত্যিক, সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপক।[২৫১]
- শিবকুমার স্বামী, ১১১, ভারতীয় লিঙ্গায়ত ধর্মীয় গুরু এবং শিক্ষাবিদ, সিদ্দাগঙ্গা মঠাধিকারী(১৯৪১ থেকে), ফুসফুস সংক্রমণ[২৫২]
১৮[সম্পাদনা]
১৫[সম্পাদনা]
- ক্যারল চ্যানিং, ৯৭, মার্কিন গায়িকা, নৃত্যশিল্পী ও কৌতুকাভিনেত্রী।[২৫৪]
১১[সম্পাদনা]
- দীননাথ পাণ্ডে, ৮৫, ভারতীয় রাজনীতিবিদ, বিহার বিধানসভার সাবেক বিধায়ক।[২৫৫]
- মীরা স্যান্যাল, ৫৭, ভারতীয় ব্যাঙ্কার ও রাজনীতিবিদ, ক্যান্সার।[২৫৬]
৮[সম্পাদনা]
- জয়ন্তিলাল ভানুসালি, ৫৩, ভারতের গুজরাত বিধানসভার সাবেক বিধায়ক, আততায়ীদের হাতে নিহত।[২৫৭]
৫[সম্পাদনা]
- ইফতেখারুল আলম কিসলু, ৯১, বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।[২৫৮]
৩[সম্পাদনা]
- দিব্যেন্দু পালিত,৭৯, ভারতীয় বাঙালি লেখক[২৫৯]
- পিনাকী ঠাকুর,৫৯, ভারতীয় বাঙালি কবি[২৬০]
- সৈয়দ আশরাফুল ইসলাম, ৬৭, বাংলাদেশী আওয়ামী লীগ রাজনীতিবিদ ও মন্ত্রী, ফুসফুসের ক্যান্সার।[২৬১]
২[সম্পাদনা]
- কালিপদ বাউরি, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা সাবেক বিধায়ক।[২৬২]
- রমাকান্ত আচরেকর,৮৭, ভারতীয় ক্রিকেট কোচ।[২৬৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Ex-Bangladesh Foreign Secretary Muazzem Ali passes away"। The Daily Star। ৩০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ "প্রয়াত হলেন হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক আবু রাইহান বিশ্বাস"। টিভি২৪ বাংলা। ৩০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "पूर्व विधायक शीशराम सिंह का निधन"। Dainik Bhaskar (হিন্দি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ "গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী মারা গেছেন"। যমুনা টেলিভিশন। ২৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Former Punjab cabinet minister Jasbir Singh dies at 78"। Hindustan Times। ২৮ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Former MLA Sachhidanand Narayan Deb no more"। Business Standard। ২৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Actor Kushal Punjabi dies at the age of 37, Karanvir Bohra says 'your demise has shocked me'"। Hindustan Times। ২৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Breaking: Former TDP MLA Badeti Bujji dies of heart attack in Eluru"। The Hans India। ২৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ গেঞ্জলিঙ্গার, নিল (২৭ ডিসেম্বর ২০১৯)। "Sue Lyon, Star of 'Lolita,' Is Dead at 73"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "रामपुर के पूर्व विधायक निजु राम का निधन"। News Views Post (হিন্দি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাবেক সংসদ সদস্য সুলতানা রেজওয়ান আর নেই"। সময় টিভি। ২৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Wife of Moldova's first President Mircea Snegur died"। IPN। ২৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আর নেই"। কালের কণ্ঠ। ২২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "কালীগঞ্জের সাবেক এমপি এবাদত মন্ডলের ইন্তেকাল"। পূর্বপশ্চিম। ২৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Sahitya Akademi Winner Dr G Nanjundan Found Dead in Bengaluru House"। News18। ২২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Madhya Pradesh: Congress MLA Banwari Lal Sharma passes away at 61"। Times Now। ২১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "স্যার ফজলে হাসান আবেদ আর নেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯।
- ↑ "महाराजगंज के पूर्व विधायक कौशलेंद्र शाही का निधन, शोक में नहीं खुला बगौरा बाजार"। Dainik Bhaskar (হিন্দি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই"। আমাদের সময়। ১৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ "NPF legislator T. Torechu passes away; state funeral today"। Nagaland Post। ১৬ ডিসেম্বর ২০১৯। ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "দক্ষিণ কাঁথির প্রাক্তন বিধায়ক সুখেন্দু মাইতি প্রয়াত"। এখন সংবাদ। ১৬ ডিসেম্বর ২০১৯। ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯।
- ↑ "প্রাক্তন বিধায়ক প্রয়াত"। আনন্দবাজার পত্রিকা। ১৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ "জবির প্রথম উপাচার্য সিরাজুল ইসলাম খান আর নেই"। প্রথম আলো। ১৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Danny Aiello, Do The Right Thing actor, dies at 86"। BBC। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "माजी आमदार तापकीर यांचे निधन"। Maharashtra Times (মারাঠি ভাষায়)। ১২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ "সাবেক এমপিএ মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের মৃত্যু"। বাংলানিউজ২৪.কম। ১০ ডিসেম্বর ২০১৯। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "অধ্যাপক অজয় রায় আর নেই"। প্রথম আলো। ৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "नहीं रहे पूर्व विधायक गंधर्व सिंह"। Divya Himachal (হিন্দি ভাষায়)। ৯ ডিসেম্বর ২০১৯। ৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Former Odisha Min Bhagabat Mohanty Passes Away"। Pragativadi। ৮ ডিসেম্বর ২০১৯। ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ "সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন আর নেই"। জনকণ্ঠ। ৮ ডিসেম্বর ২০১৯। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান মারা গেছেন"। আরটিভি। ৬ ডিসেম্বর ২০১৯। ৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Former DMK MLA dead"। The Hindu। ৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই"। আমাদের সময়। ৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৯।
- ↑ "उन्नाव की भगवंत नगर विधानसभा से सात बार विधायक रहे भगवती सिंह का निधन"। Dainik Jagran (হিন্দি ভাষায়)। ২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Former Arunachal Pradesh minister Noksong Boham dies at 71"। The Times of India। ২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "চুয়েটের সাবেক উপাচার্য ড. শ্যামল কান্তি বিশ্বাসের পরলোক গমন, শোকসভা"। দৈনিক আজাদী। ৩ ডিসেম্বর ২০১৯। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Freedom fighter Laxminarayan Nayak dies at 101"। Deccan Herald। ৩০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Ex-Japanese Prime Minister Yasuhiro Nakasone dies at 101"। Kyodo News। ২৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "रानीवाड़ा में राजनीति का एक अध्याय समाप्त, पूर्व विधायक रतनाराम चौधरी का निधन"। Rajasthan Patrika (হিন্দি ভাষায়)। ২৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "Ex-Cong MLA Kutub Ahmed Mazumder dead"। The Assam Tribune। ২৮ নভেম্বর ২০১৯। ২৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "স্ত্রীকে দাফনের প্রস্তুতির সময় সাবেক এমপি গুলজারের ইন্তেকাল"। বাংলাদেশ প্রতিদিন। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৯।
- ↑ "पूर्व विधायक देवड़ा का निधन, बाली क्षेत्र में शाेक छाया"। Dainik Bhaskar (হিন্দি ভাষায়)। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই"। নাগরিক টিভি। ২৬ নভেম্বর ২০১৯। ৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৯।
- ↑ "চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী"। সংবাদ প্রতিদিন। ২৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
- ↑ "Former MLA Narayan Rao Tarale passes away"। United News of India। ২৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
- ↑ "Nimish Pilankar passes away; Akshay Kumar, Richa Chadha mourn loss of sound technician"। The Indian Express। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯।
- ↑ "সংগীত ব্যক্তিত্ব মোবারক হোসেন খান আর নেই"। প্রথম আলো। ২৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
- ↑ "অভিনেতা কালা আজিজ মারা গেছেন"। কালের কণ্ঠ। ২৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Sr CPI leader Yadagiri Reddy passes away ; CM condoles"। United News of India। ২২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- ↑ "অভিনেত্রী শওকত কাইফি আর নেই"। আরটিভি। ২৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
- ↑ "D.M Jayaratne passes away"। Daily Mirror। ১৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "Former MLA and Congress leader Seshagiri Rao passes away"। The Hans India। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯।
- ↑ "দীর্ঘ অসুস্থতায় মানসিক অবসাদ, আত্মঘাতী প্রাক্তন বাম বিধায়ক"। সংবাদ প্রতিদিন। ১৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯।
- ↑ "Film producer Raju Mathew passes away"। The New Indian Express। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন, চলে গেলেন সৃজনশীল রাম রে"। সংবাদ প্রতিদিন। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ "Noted educationist Namut Dai passes away"। The Arunachal Times। ১১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ "বাংলা সাহিত্যে ইন্দ্রপতন, চলে গেলেন নবনীতা দেবসেন"। সংবাদ প্রতিদিন। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই"। আমাদের সময়। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "Fallece Margarita Salas, una de las mayores científicas españolas del siglo XX"। Consejo Superior de Investigaciones Científicas (স্পেনীয় ভাষায়)। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "সাদেক হোসেন খোকা আর নেই"। আমাদের সময়। ৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- ↑ "বিধায়কের মৃত্যু"। এই সময়। ৪ নভেম্বর ২০১৯। ১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯।
- ↑ "প্রয়াত সিপিআইয়ের প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি"। কলকাতা টিভি। ২ নভেম্বর ২০১৯। ২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
- ↑ "Puducherry MLA P. Purushothaman dies aged 71"। The Hindu। ২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ "প্রয়াত ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী"। কলকাতা টিভি। ৩১ অক্টোবর ২০১৯। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রয়াত বর্ষীয়ান সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে"। সংবাদ প্রতিদিন। ৩১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "বলিউড প্রযোজক চম্পক জৈন প্রয়াত"। এই সময়। ৩১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
- ↑ "Filmmaker Raju Mavani loses his battle to cancer"। Bollywood Hungama। ১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Baghdadi's death: More details emerge from US raid"। CNN। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Kurdish YPG: Islamic State Spokesman Killed in Syria"। The New York Times। ২৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Ex-deputy minister Humayun Kabir dies"। Dhaka Tribune। ২৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "মান্দায় সাবেক সাংসদ কফিল সোনার আর নেই"। দৈনিক সানশাইন। ২৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু আর নেই"। কালের কণ্ঠ। ২৫ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
- ↑ "নিরবে চলে গেলেন বীর প্রতীক আয়েজউদ্দিন"। ভোরের আলো। ২১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলচ্চিত্র নির্মাতা জাকির খান আর নেই"। আমাদের সময়। ১৯ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "শিল্পী কালিদাস কর্মকার আর নেই"। জনকণ্ঠ। ২৫ অক্টোবর ২০১৯। ২৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Soviet Cosmonaut Alexei Leonov Dies at 85"। Sputnik News। ১১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রয়াত আকাশবাণীর প্রাক্তন সাংবাদিক 'পদ্মশ্রী' বরুণ মজুমদার"। জি ২৪ ঘণ্টা। ১৫ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- ↑ "Former MLA Rammurthy Yadav passes away at 72"। Telangana Today। ১২ অক্টোবর ২০১৯। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৯।
- ↑ "অভিনেতা রবার্ট ফরস্টার আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ১৩ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "Animator of Meena passes away"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯।
- ↑ "মুক্তিযোদ্ধা সার্জেন্ট গোলাম মোস্তফা আর নেই"। ডিবিসি নিউজ। ১১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত সত্যপ্রিয় মহাথের মারা গেছেন"। আমাদের সময়। ৪ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "শোলে সিনেমার 'কালিয়া' মারা গেছেন"। কালের কণ্ঠ। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরীর ইন্তেকাল"। দৈনিক আজাদী। ২৯ সেপ্টেম্বর ২০১৯। ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯।
- ↑ "Former Minister Balireddy Satya Rao killed in accident"। The Hindu। ২৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- ↑ "ইরাক যুদ্ধের বিরোধী সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন"। যুগান্তর। ২৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Ex-lawmaker Ghulam M. Lot passes away"। Dawn। ২৬ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- ↑ "তেলুগু অভিনেতা বেণু মাধবের মৃত্যু"। চ্যানেল আই। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Former Chenga MLA Passes Away"। Pratidin Time। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "Meghalt Riz Levente"। www.index.hu (হাঙ্গেরীয় ভাষায়)। ২০১৯-০৯-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- ↑ "New Mexico State Sen. Carlos Cisneros Dies at 71"। U.S. News & World Report। ১৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Former Indonesian President Habibie Dies at Age 83"। The New York Times। ২০১৯-০৯-১১। ২০১৯-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১।
- ↑ "বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আহসান আলী আর নেই"। বাংলানিউজ২৪.কম। ১২ সেপ্টেম্বর ২০১৯। ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Former BJP MLA Jai Krishan Sharma passes away"। United News of India। ১০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Prof Naiyyum Choudhury passes away"। The Daily Star। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Actor-dance trainer Veeru Krishnan passes away"। Mid Day। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত মংছেনচীং মংছিন আর নেই"। ইত্তেফাক। ৭ সেপ্টেম্বর ২০১৯। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি মুগাবের জীবনাবসান"। কালের কণ্ঠ। ৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "বাসচাপায় সুরকার ও সঙ্গীত পরিচালক পারভেজ রব নিহত"। কালের কণ্ঠ। ৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Bombay producer S Sriram passes away"। The Indian Express। ৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "সাবেক এমপি সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন"। কালের কণ্ঠ। ৩০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯।
- ↑ "रायबरेली : लंबे समय से बीमार चल रहे पूर्व विधायक मोहम्मद मुस्लिम का निधन"। Amar Ujala (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ "বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই"। একুশে টেলিভিশন। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ "চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা বাবর"। বাংলানিউজ২৪.কম। ২৬ আগস্ট ২০১৯। ২৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯।
- ↑ "ড. শেখ মাকসুদ আলীর ইন্তেকাল"। সমকাল। ২৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "অরুণ জেটলি আর নেই"। কালের কণ্ঠ। ২৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "না ফেরার দেশে অধ্যাপক মোজাফফর আহমদ"। সমকাল। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ↑ "প্রয়াত কোচবিহারের ষাইটোল সম্রাজ্ঞী ফুলতি গিদালি"। ইটিভি ভারত। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "Music composer Khayyam passes away"। The Indian Express। ১৯ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- ↑ "Former MLA Soma Bhupala no more"। Telangana Today। ৭ জুন ২০১৯। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "Padma Shri Awardee Damodar Ganesh Bapat Dies At 84"। NDTV। ১৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯।
- ↑ "'হাসতে হাসতে' চলে গেলেন ইজি রাইডার স্টার পিটার ফন্ডা"। বাংলানিউজ২৪.কম। ১৭ আগস্ট ২০১৯। ১৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ১৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।
- ↑ "Congress leader Sahura Mallick passes away at 85"। Orissa POST। ১৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৯।
- ↑ "'He was a genuine visionary' – former Tauranga Mayor Noel Pope dies"। The New Zealand Herald। ১৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "প্রয়াত বড়জোড়ার প্রাক্তন বিধায়ক"। বর্তমান। ১৭ আগস্ট ২০১৯। ২৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ↑ "Umesh Bhat Bhavikeri, former MLA, dead"। The Hindu। ১৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Former MLA of Tikrikilla, Michael T Sangma, no more"। Meghalaya Times। ১৩ আগস্ট ২০১৯। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- ↑ "Nadia Toffa is dead after cancer battle"। Agenzia Nazionale Stampa Associata। ১৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯।
- ↑ "চলে গেলেন সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী"। ইত্তেফাক। ১২ আগস্ট ২০১৯। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।
- ↑ "Former state Rep. Joe Begich, a spirited Iron Range defender, dies"। Star Tribune। ১১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।
- ↑ "Ex-MP Ahmad Lai dies"। New Sarawak Tribune। ৯ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।
- ↑ "Nobel Prize-winning chemist who grew up in SC capital dies at 74"। The Post and Courier। ৯ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ "প্রয়াত বলিউড পরিচালক ওম প্রকাশ"। নিউজ১৮ বাংলা। ৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ "Ex-DMK MLA Hussain passes away, Stalin pays tributes"। United News of India। ৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- ↑ "সুষমা স্বরাজ আর নেই"। আমাদের সময়। ৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ "নোবেলজয়ী আমেরিকান সাহিত্যিক টনি মরিসনের মৃত্যু"। বিডিনিউজ২৪.কম। ৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- ↑ "প্রাক্তন বিধায়কের জীবনাবসান , শোক"। খবর প্রতিদিন। ৬ আগস্ট ২০১৯। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ↑ "আনোয়ারা বেগম"। যুগান্তর। ৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯।
- ↑ "Former Assam MLA passes away"। Business Standard। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "Nobel Prize-Winning Physicist Schrieffer Dies in Florida"। New York Times। ২৭ জুলাই ২০১৯। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯।
- ↑ "Former Perundurai MLA dead"। The Hindu। ২৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রয়াত অজয় মুখোপাধ্যায়"। আজকাল। ২৪ জুলাই ২০১৯। ২১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
- ↑ "Trade union leader, three-time MP A.K. Roy dead"। The Hindu। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।
- ↑ "LJP MP Ram Chandra Paswan dies at 56"। India Today। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- ↑ "দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মৃত্যু"। যুগান্তর। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ "UN nuclear watchdog chief Amano dies at 72"। France 24। ২২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
- ↑ "মারা গেছেন অভিনেতা স্বরূপ দত্ত"। কালের কণ্ঠ। ১৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন"। বিবিসি বাংলা। ১৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ Markoff, John (২৬ জুলাই ২০১৬)। "Robert Fano, 98, Dies; Engineer Who Helped Develop Interactive Computers"। The New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "এমপি রুশেমা বেগম আর নেই"। আমাদের সময়। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ "Actor Cameron Boyce Dies at Age 20"। Associated Press। ৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- ↑ "Ex-MLA Mohan Das Passes Away"। Pratidin Time। ৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- ↑ "কলকাতায় চিরনিদ্রায় বাংলাদেশের বন্ধু কাদের মিয়া"। প্রথম আলো। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।
- ↑ "নকশালপন্থী নেতা সন্তোষ রানা প্রয়াত"। আনন্দবাজার পত্রিকা। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "গান্ধীবাদী ঝর্ণা ধারা চৌধুরী আর নেই"। প্রথম আলো। ২৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "চলে গেলেন ইব্রাহিম সাবের"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "মুরসি আমাদের চোখে শহীদ : এরদোগান"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "DMK MLA K Rathamani passes away in Puducherry"। The Times of India। ১৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "মগারহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক প্রয়াত"। নতুন গতি। ১৩ জুন ২০১৯। ১৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯।
- ↑ "গিরিশ কারণাড আর নেই"। প্রথম আলো। ১০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
- ↑ "Former MLA passes away"। The Assam Tribune। ৮ জুন ২০১৯। ৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "Former MLA Sathyanarayana passes away"। Deccan Herald। ৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "রুমা গুহঠাকুরতা আর নেই"। প্রথম আলো। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯।
- ↑ "চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু আর নেই"। আমাদের সময়। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "Former JD (U) MLA dies"। United News of India। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "মমতাজউদদীন আহমদ আর নেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯।
- ↑ "ক্যান্সারে মৃত্যু কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের"। এই সময়। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- ↑ "চলে গেলেন ভাষা সৈনিক লায়লা নূর"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯।
- ↑ "Agnès Varda, beloved French New Wave director, dies aged 90"। The Guardian। ২৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
- ↑ "Samajwadi Party Leader Kamlesh Balmiki Found Dead At Home In UP"। NDTV।
- ↑ "Former Tezpur MP Moni Kumar Subba passes away"। The News Mill। ২০১৯-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৭।
- ↑ Johnson, George (মে ২৪, ২০১৯)। "Murray Gell-Mann, Who Peered at Particles and Saw the Universe, Dies at 89"। Obituaries। The New York Times (প্রকাশিত হয় ২৪ মে ২০১৯)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- ↑ "সিলেটের সাবেক এমপি গৌছ উদ্দিনের ইন্তেকাল"। সমকাল। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বীর মুক্তিযোদ্ধা কর্নেল নূরুন্নবীর প্রতি শ্রদ্ধার্ঘ্য"। সমকাল। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ "সংগীতশিল্পী খালিদ হোসেন আর নেই"। প্রথম আলো। ২২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯।
- ↑ "অরুণাচলে জঙ্গিদের হাতে খুন বিধায়ক ও তাঁর ১০ সঙ্গী"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- ↑ "অভিনেত্রী মায়া ঘোষ মারা গেছেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ "Centenarian Kannada film producer GN Lakshmipathy dies at 104"। International Business Times। ১৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "চলে গেলেন কবি হায়াৎ সাইফ"। বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯।
- ↑ "Veteran producer B Venkatarama Reddy passes away at 75"। in.com। ১৩ মে ২০১৯। ২১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Former Speaker of Assam Legislative Assembly Sheikh Chand Mohammad Passes Away"। The Sentinel। ১১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- ↑ "চলে গেলেন প্রাক্তন বিধায়ক কেতকী প্রসাদ দত্ত"। www.way2barak.com। ৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "ফেনীর এবিএম তালেব আলী আর নেই"। জাগোনিউজ২৪.কম। ৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯।
- ↑ "চলে গেলেন সুবীর নন্দী"। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- ↑ "বীর প্রতীক নাজিম উদ্দিন আর নেই"। ইত্তেফাক। ৪ মে ২০১৯। ১৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Former Karnataka Legislator Vijaykumar Khandre died due to cardiac arrest"। United News of India। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই"। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "চলে গেলেন সাংবাদিক মাহফুজউল্লাহ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- ↑ "Telugu film producer Anil Kumar Koneru passes away! Nani's emotional statement"। in.com। ২৭ এপ্রিল ২০১৯। ২৮ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "অভিনেতা সালেহ আহমেদ আর নেই"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৪।
- ↑ "Former MLA Della Godfrey passes away"। The Times of India। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "চলে গেলেন রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক যতীন্দ্রনাথ রায়"। হামার খবর। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "জাতীয় নেতার জামাতা সাবেক এমপি আবু সাঈদ আর নেই"। বণিক বার্তা। ২১ এপ্রিল ২০১৯। ২০১৯-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।
- ↑ "বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "Former Cong MLA Shivlal Sharma dies"। The Tribune। ২২ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "অমর পাল আর নেই"। প্রথম আলো। ২০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- ↑ "সাবেক এমপি আবদুল মজিদ আর নেই"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- ↑ "সৰভোগৰ প্রাক্তন বিধায়িকা প্ৰণীতা তালুকদাৰৰ দেহাৱসান"। NE Now (অসমীয়া ভাষায়)। ২১ এপ্রিল ২০১৯। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "সাবেক এমপি বজলুল করিমের ইন্তেকাল"। ইনকিলাব। ২১ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।
- ↑ "চলচ্চিত্র নির্মাতা হাসিবুল ইসলাম মিজান আর নেই"। একুশে টেলিভিশন। ১৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Paul Greengard, 93, Nobel Prize-Winning Neuroscientist, Is Dead"। The New York Times। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৯।
- ↑ "প্রয়াত শহরের প্রথম মেয়র"। আনন্দবাজার পত্রিকা। ১৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- ↑ "Shah Rukh Khan's 'Fauji' Maker, Colonel Raj Kapoor, Passes Away at Age of 87"। News18। ১২ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Chhattisgarh: BJP MLA Bhima Mandavi, five security personnel killed in Maoist attack in Bastar"। The Times of India।
- ↑ "Navtej Hundal, actor who played home minister in Uri: The Surgical Strike, passes away"। Firstpost। ৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আ.লীগের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল আজিজ আর নেই, প্রধানমন্ত্রীর শোক"। আমাদের সময়। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯।
- ↑ "Former MLA killed as SUV rams lorry"। The Times of India। ৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯।
- ↑ "Professor David Thouless 1934–2019"। Trinity Hall, Cambridge। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯।
- ↑ "Ex-MLA dies of heart attack"। United News of India। ২৯ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রয়াত প্রশান্ত মজুমদার"। বর্তমান। ২৮ মার্চ ২০১৯। ১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯।
- ↑ "শাহনাজ রহমতুল্লাহ আর নেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯।
- ↑ "AIADMK Lawmaker Dies Of Cardiac Arrest While Reading Newspaper"। NDTV। ২১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Senior Punjab CPI-M leader Balwant Singh dies"। Business Standard। ২১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "Former MLA passes away"। The Hindu। ২০ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "Ex-MLA Bomma Venkateshwar passes away"। Telangana Today। ১৮ মার্চ ২০১৯। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "'হাসির রাজা' চিন্ময় রায় প্রয়াত"। এই সময়। ১৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯।
- ↑ "গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মৃত্যু"। প্রথম আলো। ১৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯।
- ↑ "অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন নির্মাতা শাহেদ"। আমাদের সময়। ১৭ মার্চ ২০১৯। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "প্রয়াত বহরমপুরের প্রাক্তন বিধায়ক মায়ারানি পাল"। কলকাতা টিভি। ১৫ মার্চ ২০১৯। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- ↑ "Helena Khan passes away"। The Daily Star। ১৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
- ↑ "চলচ্চিত্র নির্মাতা সাইফুল আজম কাশেম আর নেই"। জনকণ্ঠ। ১১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাবেক এমপি আবদুল আলী মৃধার ইন্তেকাল"। সমকাল। ১০ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুলের মৃত্যুতে-এইচ.এম এরশাদের শোক"। ডেইলি ঢাকা নিউজ। ৯ মার্চ ২০১৯। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "Former Mahmora MLA Khagen Gogoi passes away"। The Assam Tribune। ৫ মার্চ ২০১৯। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি আর নেই"। ইত্তেফাক। ৫ মার্চ ২০১৯। ৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- ↑ "Zhores Alferov, 88, Dies; Nobel Winner Paved Way for Laser Technology"। The New York Times। ২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ "'আলোর ফেরিওয়ালা' পলান সরকার আর নেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯।
- ↑ "नहीं रहे भभुआ विस के पूर्व विधायक रामलाल सिंह"। Dainik Bhaskar (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ "সাংবাদিক শাহ আলমগীর আর নেই"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত নিখিল সেন আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের প্রয়াণে সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে স্মৃতিচারণ করল ত্রিপুরা বিধানসভা"। জাগরণ। ২৫ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "Congress ex MLA Balaiah dies of heart attack"। The Hans India। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- ↑ "ঝাড়গ্রামের প্রাক্তন বিধায়ক অমর বসু প্রয়াত"। বর্তমান। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- ↑ "চলে গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "সাবেক এমপি মঞ্জুর আহমেদ মারা গেছেন"। কালের কণ্ঠ। ১৮ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।
- ↑ "প্রবীণ রাজনীতিবিদ বগুড়া জেলা আ'লীগের সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের বাসায় জানাজায় মানুষের ঢল,শোকের ছায়া"। ইনকিলাব।
- ↑ "চিরঘুমে কণিকা মজুমদার"। ভোরের কাগজ। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। ২৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ↑ "Bruno Ganz, actor who played Hitler in Downfall, dies aged 77"। The Guardian। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "কবি আল মাহমুদ আর নেই"। সময় টিভি। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Former Congress MLA Mohan Singh Bundela dies"। Business Standard। ১৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ "মারা গেলেন প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মন"। বর্তমান। ১১ ফেব্রুয়ারি ২০১৯। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯।
- ↑ "সরস্বতীপুজোর উদ্বোধনের সময় তৃণমূল বিধায়ককে গুলি করে হত্যা"। প্রথম আলো। ১০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "Actor Albert Finney dies aged 82"। BBC News। BBC। ৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Rashid Suhrawardy dies in London"। Dhaka Tribune। ৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
- ↑ "সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই"। সমকাল। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Odisha: BJD MP Ladu Kishore Swain passes away at 71"। The Indian Express। ৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Actor Syed Badr-ul Hasan Khan Bahadur passes away"। The Indian Express। ৫ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদার"। দৈনিক আজাদী। ৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাবেক এমপি তাজুল ফারুক আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "প্রয়াত জর্জ ফার্নান্দেজ" – www.ndtv.com-এর মাধ্যমে।
- ↑ "Former CPI(M) MLA Dipak Bhattacharjee no more"। The Assam Tribune। ২৯ জানুয়ারি ২০১৯। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ↑ "Former Congress MLA dies, Nitish condoles"। United News of India। ২৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৯।
- ↑ "নুরুল আলম চৌধুরী আর নেই"। বাংলানিউজ২৪.কম। ২৭ জানুয়ারি ২০১৯। ২৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯।
- ↑ "আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সাবেক সাংসদ আব্দুল বাতেনের ইন্তেকাল"। প্রথম আলো। ৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Tripura peace negotiator Nagendra Jamatia dead"। The Hindu। ২২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ Ganesan, Uthra (২২ জানুয়ারি ২০১৯)। "Hockey veteran Bhola passes away" – www.thehindu.com-এর মাধ্যমে।
- ↑ "লেখক অতীন বন্দ্যোপাধ্যায় আর নেই"। সমকাল। ১৯ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
- ↑ "১১১-য় জীবনাবসান 'চলন্ত দেবতা' শ্রী শিবকুমার স্বামীর"। এই সময়। ২০১৯-০১-২১। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০।
- ↑ "PM mourns death of ex-MP Ashrafunnesa"। The Independent। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ Nemy, Enid (১৫ জানুয়ারি ২০১৯)। "Carol Channing Dies at 97; a Larger-Than-Life Broadway Star"। The New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Former BJP MLA Dinanath Pandey passes away"। Business Standard। ১১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- ↑ "প্রয়াত আপ নেত্রী মীরা সান্যাল, শেষ শ্রদ্ধা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী - Aajkaal"। Dailyhunt।
- ↑ "Gujarat BJP Leader, 53, Shot Dead On Moving Train"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮।
- ↑ "ইফতেখারুল আলম কিসলুর ইন্তেকাল"। সমকাল। ৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রয়াত সাহিত্যিক দিব্যেন্দু পালিত"। এই সময়। ২০১৯-০১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০।
- ↑ প্রতিবেদন, নিজস্ব। "প্রয়াত কবি পিনাকী ঠাকুর (১৯৫৯-২০১৯)"। আনন্দবাজার। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০।
- ↑ "বনানীতে চিরনিদ্রায় সৈয়দ আশরাফ"। বিডিনিউজ২৪.কম। ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "১৯৭১ এর বিধায়ক সি.পি.আই(এম) নেতা কালিপদ বাউরির জীবনাবসান"। ডেইলিহান্ট। ২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "রমাকান্ত আচরেকর"। Eisamay। ২০১৯-০১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০।