মাহফুজ উল্লাহ
মাহফুজ উল্লাহ | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৭ এপ্রিল ২০১৯ বামরুনগ্রাদ হাসপাতাল, ব্যাংকক | (বয়স ৬৯)
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব |
মাহফুজ উল্লাহ (১০ মার্চ ১৯৫০-২৭ এপ্রিল ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।[১] বাংলাদেশে তিনিই পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মাহফুজ ১৯৫০ সালের ১০ মার্চ নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুরে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম হাবিবুল্লাহ এবং মাতার নাম ফয়জুননিসা বেগম। মাহফুজ ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত মুজফ্ফর আহ্মেদের দৌহিত্র।[৩] তার বড় ভাই অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ও ১৯৭৪ সালে সাংবাদিকতায় পুনরায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৪] ছাত্র রাজনীতির কারণে আইয়ুব খানের সামরিক শাসনামলে তাকে ঢাকা কলেজ থেকে বহিষ্কার করা হয়।[৫]
তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে ঊনসত্তরের ১১ দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]ছাত্রাবস্থাতেই মাহফুজ উল্লাহ সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেন। ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রার জন্মলগ্ন থেকেই এ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন।[৩] মাঝে চীন গণপ্রজাতন্ত্রে বিশেষজ্ঞ হিসেবে, কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে কাজ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন।[৬] বিভিন্ন সময়ে বাংলাদেশের নেতৃস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন। রেডিও ও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনাসহ একাধিক টক শো অনুষ্ঠানে অতিথি হিসেবে সংবাদ ও রাজনীতি নিয়ে নানামুখী বিশ্লেষণ করতেন। মৃত্যুর পূর্বে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।[৭]
তিনি সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।[৩] তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত একজন সক্রিয় পরিবেশবিদ ছিলেন এবং বাংলাদেশে তিনিই পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন। এছাড়ও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার-এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের প্রথম বাংলাদেশী সদস্য হিসেবে নির্বাচিত হন।[৩]
গ্রন্থ
[সম্পাদনা]বিভিন্ন বিষয়ে মাহফুজ উল্লাহ বাংলা ও ইংরেজি ভাষায় ৫০-এর অধিক গ্রন্থ রচনা করেছেন। যার মধ্যে বেশ কিছু পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সহায়ক গ্রন্থ হিসেবে সংগ্রহিত আছে। তার গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল:
- বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া: রাজনৈতিক জীবনী
- যাদুর লাউ
- যে কথা বলতে চাই
- অভ্যুত্থানের ঊনসত্তর
- পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন : গৌরবের দিনলিপি (১৯৫২-৭১)
- উলফা ও অ্যাসোসিয়েশন ইন আসাম
- বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি[৮]
মৃত্যু
[সম্পাদনা]২০১৯ সালের ২৭ এপ্রিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ও পরে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়।[৯][১০] এরপূর্বে ২১ এপ্রিল বাংলাদেশের সব প্রধান গণমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। যদিও একই দিন সন্ধ্যায় তিনি জীবিত হিসেবে সংবাদ প্রকাশ করে।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আইসিইউতে সাংবাদিক মাহফুজ উল্লাহ"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ"। ইত্তেফাক। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ ঘ "না ফেরার দেশে মাহফুজ উল্লাহ (১৯৫০-২০১৯)"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "Mr. Mahfuz Ullah Adjunct Professor"। faculty.daffodilvarsity.edu.bd। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "না ফেরার দেশে সাংবাদিক মাহফুজ উল্লাহ"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "চলে গেলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "Mr. Mahfuz Ullah"। faculty.daffodilvarsity.edu.bd। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "খালেদা জিয়াকে নিয়ে বই প্রকাশ"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৯।
- ↑ "চলে গেলেন সাংবাদিক মাহফুজউল্লাহ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৭।
- ↑ ডটকম, জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই, জানালেন মেয়ে"। bangla.bdnews24.com। ২০১৯-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৭।
- ↑ "'বাবা বেঁচে আছেন, বাবার পাশেই বসে আছি'"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।