বিষয়বস্তুতে চলুন

মাহফুজুর রহমান খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহফুজুর রহমান খান
জন্ম
মাহ্‌ফুজ-উর-রহমান খান

(১৯৪৯-০৫-১০)১০ মে ১৯৪৯[]
মৃত্যু৬ ডিসেম্বর ২০১৯(2019-12-06) (বয়স ৭০)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
শিক্ষাস্নাতক
পেশাচিত্রগ্রাহক
কর্মজীবন১৯৭২-২০১৯
উল্লেখযোগ্য কর্ম
শ্রাবণ মেঘের দিন
ঘেটুপুত্র কমলা
দাম্পত্য সঙ্গীড. নিরাফাত আলম শিপ্রা (১৯৭৮-২০০১) (মৃত্যু)
পিতা-মাতাইরতিজা-উর-রহমান খান (পিতা)
আত্মীয়ই আর খান (চাচা)
এহতেশাম (ফুফাত ভাই)
মুস্তাফিজ (ফুফাত ভাই)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
বাচসাস পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার

মাহফুজুর রহমান খান (১০ মে ১৯৪৯ – ৬ ডিসেম্বর ২০১৯) ছিলেন একজন বাংলাদেশী চিত্রগ্রাহক। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিক, তানভীর মোকাম্মেলদের মত চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেন।

চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য তিনি দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মাহফুজুর রহমান ১৯৪৯ সালের ১০ মে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন।[] তার পিতা হাকিম ইরতিজা-উর-রহমান খান ছিলেন একজন ব্যবসায়ী। তার পৈতৃক নিবাস ছিল লালবাগের চকবাজারস্থ হাকিম হাবিবুর রহমান খান রোডে। রোডটির নাম তার দাদা হাকিম হাবিবুর রহমান খান নামানুসারে রাখা হয়েছিল। তার চাচা ই আর খান (ইরতিফা-উর-রহমান খান) ১৯৬০-৮০-এর দশকের বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা পরিচালক ও প্রযোজক ছিলেন। তাছাড়া প্রখ্যাত চিত্রপরিচালক ভাতৃদ্বয় এহতেশামমুস্তাফিজ ছিলেন তার ফুফাত ভাই।[]

স্কুলে পড়াকালীন সময় থেকে তিনি চিত্রগ্রহণে আগ্রহী ছিলেন। তার বাবার ক্যামেরা দিয়ে ছবি তুলে তার চিত্রগ্রহণে হাতেখড়ি হয়। চিত্রগ্রহণ শেখার উদ্দেশ্যে তিনি প্রখ্যাত চিত্রপরিচালক জহির রায়হান নির্মাণাধীন লেট দেয়ার বি লাইট-এর সেটে গিয়েছিলেন। এছাড়া রফিকুল বারী চৌধুরীআব্দুল লতিফ বাচ্চুর সেটে গিয়ে চিত্রগ্রহণের বিভিন্ন বিষয় শিখেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

মাহফুজুর রহমান আরেক প্রখ্যাত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর শিষ্য।[] তিনি তার অধীনে সহকারী চিত্রগ্রাহক হিসেবে ১৯৭০ সালে দর্প চূর্ণ ও ১৯৭১ সালে স্বরলিপি চলচ্চিত্রে কাজ করেন। প্রধান চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম কাজ আবুল বাশার চুন্নু পরিচালিত কাঁচের স্বর্গ (১৯৭২)। এছাড়া একই সময় তিনি আবদুল্লাহ আল মামুন পরিচালিত জল্লাদের দরবার ১৯৭২), আলমগীর কুমকুম পরিচালিত আমার জন্মভূমি (১৯৭৩), মুস্তাফিজ পরিচালিত আলো-ছায়া (১৯৭৪), নুর-উল-আলম পরিচালিত চলো-ঘর-বাঁধি (১৯৭৪), দিলীপ বিশ্বাস পরিচালিত দাবি (১৯৭৪), সিরাজুল ইসলাম ভূঁইয়া পরিচালিত একালের নায়ক (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করেন।[] তিনি প্রথম রাজ্জাক পরিচালিত অভিযান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে আজহারুল ইসলাম খানের সহযাত্রী ও আখতারুজ্জামানের পোকামাকড়ের ঘরবসতি চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত আটটি চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ করেন[] এবং চারটি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[] চলচ্চিত্রগুলো হল শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, আমার আছে জলঘেটুপুত্র কমলা। এছাড়া কোহিনূর আক্তার সুচন্দার হাজার বছর ধরে, গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত বৃত্তের বাইরে চলচ্চিত্রের জন্য এই পুরস্কার অর্জন করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মাহফুজুর রহমান ১৯৭৮ সালে ড. নিরাফাত আলম শিপ্রাকে বিয়ে করেন। শিপ্রা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২০০১ সালের ২৭ আগস্ট মৃত্যুবরণ করেন। দাম্পত্য জীবনে তারা নিঃসন্তান ছিলেন।[] মাহফুজুর ২০১৯ সালের ৬ নভেম্বর বৃহস্পতিবার ৭০ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[] এরপূর্বে অসুস্থতার ফলে তাকে ২৫ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র পরিচালক টীকা
১৯৭২কাঁচের স্বর্গআবুল বাশার চুন্নুচিত্রগ্রাহক হিসেবে অভিষেক
১৯৭৩আমার জন্মভূমিআলমগীর কুমকুম
১৯৭৫চাষীর মেয়েবাবুল চৌধুরী
১৯৮৩প্রিন্সেস টিনা খানআখতারুজ্জামানবিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
১৯৮৪অভিযানরাজ্জাকবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
মহানায়কআলমগীর কবির
১৯৮৫চাঁপা ডাঙ্গার বউরাজ্জাকবিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
তিন কন্যাশিবলি সাদিক
১৯৮৬ঢাকা ৮৬রাজ্জাক
১৯৮৭সহযাত্রীআজহারুল ইসলাম খানবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
১৯৮৮ভেজা চোখশিবলি সাদিক
১৯৯০মরণের পরেআজহারুল ইসলাম খানে
১৯৯১অচেনাশিবলি সাদিক
১৯৯২অন্ধ বিশ্বাসমতিন রহমান
১৯৯৩ত্যাগশিবলি সাদিক
১৯৯৪অন্তরে অন্তরেশিবলি সাদিক
১৯৯৬পোকা মাকড়ের ঘর বসতিআখতারুজ্জামানবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
১৯৯৭আনন্দ অশ্রুশিবলি সাদিক
১৯৯৮পাহারাদারবিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
১৯৯৯শ্রাবণ মেঘের দিনহুমায়ূন আহমেদবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
বিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
২০০০দুই দুয়ারীহুমায়ূন আহমেদবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
বিজয়ী: প্রযোজক সমিতি পুরস্কার সেরা চিত্রগ্রাহক
২০০১মেঘলা আকাশনারগিস আক্তারবিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
২০০৩চন্দ্রকথাহুমায়ূন আহমেদ
২০০৪শঙ্খনাদআবু সাইয়ীদ
এক খণ্ড জমিশাহজাহান চৌধুরী
২০০৫হাজার বছর ধরেকোহিনূর আক্তার সুচন্দাবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
বিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
২০০৬নন্দিত নরকেবেলাল আহমেদ
২০০৭স্বপ্নডানায়গোলাম রাব্বানী বিপ্লব
২০০৮চন্দ্রগ্রহণমুরাদ পারভেজবিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
কি যাদু করিলাচন্দন চৌধুরী
আমার আছে জলহুমায়ূন আহমেদ
২০০৯বৃত্তের বাইরেগোলাম রাব্বানী বিপ্লববিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
বিজয়ী: বাচসাস পুরস্কার সেরা চিত্রগ্রাহক
২০১২ঘেটুপুত্র কমলাহুমায়ূন আহমেদবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
২০১৪জীবনঢুলীতানভীর মোকাম্মেল
এক কাপ চানঈম ইমতিয়াজ নেয়ামুল
৭১ এর মা জননীশাহ আলম কিরণ
৭১ এর ক্ষুদিরামমান্নান হীরা
২০১৫পদ্ম পাতার জলতন্ময় তানসেন
২০১৬পৌষ মাসের পিরীতনারগিস আক্তার

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

চলচ্চিত্র পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কার বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার১৯৮৪শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন)অভিযানবিজয়ী
১৯৮৭শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো)সহযাত্রীবিজয়ী
১৯৯৬শ্রেষ্ঠ চিত্রগ্রাহকপোকা মাকড়ের ঘর বসতিবিজয়ী
১৯৯৯শ্রাবণ মেঘের দিনবিজয়ী
২০০০দুই দুয়ারীবিজয়ী
২০০৫হাজার বছর ধরেবিজয়ী
২০০৮আমার আছে জলবিজয়ী
২০০৯বৃত্তের বাইরেবিজয়ী
২০১২ঘেটুপুত্র কমলাবিজয়ী
বাচসাস পুরস্কার১৯৮৩সেরা চিত্রগ্রাহকপ্রিন্সেস টিনা খানবিজয়ী
১৯৮৫চাঁপা ডাঙ্গার বউবিজয়ী
১৯৯৮পাহারাদারবিজয়ী
১৯৯৯শ্রাবণ মেঘের দিনবিজয়ী
২০০১মেঘলা আকাশবিজয়ী
২০০৫হাজার বছর ধরেবিজয়ী
২০০৮চন্দ্রগ্রহণবিজয়ী
২০০৯বৃত্তের বাইরেবিজয়ী
প্রযোজক সমিতি পুরস্কার২০০০সেরা চিত্রগ্রাহকদুই দুয়ারীবিজয়ী
বিনোদন বিচিত্রা পুরস্কার২০০৩[]সেরা চিত্রগ্রাহকচন্দ্রকথাবিজয়ী
মেরিল-প্রথম আলো পুরস্কার২০০৫বিশেষ পুরস্কার (চিত্রগ্রাহক)হাজার বছর ধরেবিজয়ী

সম্মাননা

[সম্পাদনা]
  • এম. আব্দুস সামাদ স্মৃতি সম্মাননা (২০১৫)[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চিত্র-গ্রাহক মাহ্‌ফুজ"dainikazadi। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯
  2. 1 2 3 4 5 পারভেজ, আতিক (১৪ নভেম্বর ২০১৩)। "চিত্র-গ্রাহক মাহ্‌ফুজ"। দৈনিক আজাদী। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬
  3. 1 2 নওরোজ, অহ (২২ মে ২০১৬)। "সেরা কাজটি এখনো করতে পারিনি : মাহফুজুর রহমান খান"রাইজিংবিডি ডট কম। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭
  4. 1 2 "মুক্তিযুদ্ধের দুই চলচ্চিত্র নিয়ে মাহফুজুর রহমান খান"দৈনিক মানবজমিন। ১৯ ডিসেম্বর ২০১৪। ২৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  5. "চলচ্চিত্রে নতুন জোয়ার"যায়যায়দিন। ১৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  6. 1 2 "চলে গেলেন মাহফুজুর রহমান খান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯
  7. "Uro Binodon Bichitra Award 2003"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫
  8. "এম. আব্দুস সামাদ স্মৃতি সম্মাননা পেলেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান"দৈনিক ইত্তেফাক। ৩১ অক্টোবর ২০১৫। ২২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]