বিষয়বস্তুতে চলুন

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু
জন্ম১ জানুয়ারি ১৯৬০
মৃত্যু১৭ ডিসেম্বর ২০১৯(2019-12-17) (বয়স ৫৯)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পেশাসেনা কর্মকর্তা
কর্মজীবন২০১৯
নিয়োগকারীমেজর জেনারেল
প্রতিষ্ঠানবাংলাদেশ সেনাবাহিনী
পরিচিতির কারণপ্রধানমন্ত্রীর সামরিক সচিব
আদি নিবাসচট্টগ্রাম
উপাধিপ্রধানমন্ত্রীর সামরিক সচিব
মেয়াদ২৮ নভেম্বর ২০১১ - ১৭ ডিসেম্বর ২০১৯
পুরস্কারবীর বিক্রম

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বাচ্চু [](১ জানুয়ারি ১৯৬০ - ১৭ ডিসেম্বর ২০১৯) বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ-১৯৬৭) মেজর জেনারেল পদস্থ কর্মকর্তা ছিলেন।[] তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জন্ম ও কর্মজীবন

[সম্পাদনা]

জয়নুল আবেদীন বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় চুনতী গ্রাম ও ইউনিয়নে ১ জানুয়ারি ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। তিনি চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।[] তিনি ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।[] ১৯৯৫-৯৬ সালে পার্বত্য চট্টগ্রামের দায়িত্বও পালন করেন। তিনি সেখানে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখেন। এসব বীরত্বপূর্ণ সাহসিকতার জন্যে তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন।[তথ্যসূত্র প্রয়োজন] ২৮ নভেম্বর ২০১১ সালে তাকে বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। [][]

মৃত্যু

[সম্পাদনা]

২০১৯ সালের ১৭ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। [][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "লোহাগাড়ায় গোলামবারী স্কুলের ৮০ বছর পূর্তি"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭ 
  2. "প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তাবৃন্দ"প্রধামন্ত্রীর দাফতরিক ওয়েবসাইট 
  3. দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "আলিয়া ও কওমি মাদরাসা পারস্পরিক সম্পর্ক"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  4. admin। "লোহাগাড়ার কৃতিসন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিবের চাকরি এক বছর বাড়ল" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭ 
  5. "প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৯-১২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭ 
  6. "মেজর জেনারেল জয়নুল আবেদিনের জানাজা বৃহস্পতিবার"ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (English ভাষায়)। ২০১৯-১২-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৮ 
  7. "প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭ 
  8. "প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই"আমাদের সময়। ২০১৯-১২-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৮ 
  9. "প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ইন্তেকাল"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৭