নঈম চৌধুরী
ডঃ নঈম চৌধুরী | |
---|---|
ডঃ নঈম চৌধুরী | |
জন্ম | ২৭ সেপ্টেম্বর ১৯৪৬ |
মৃত্যু | ৭ সেপ্টেম্বর ২০১৯ | (বয়স ৭২)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অধ্যপনা, গবেষণা |
পরিচিতির কারণ | বাংলাদেশ জাতীয় জীবপ্রযুক্তি পলিসি[১], বাংলাদেশ জাতীয় জীবনিরাপত্তা কাঠামো |
ডঃ নঈম চৌধুরী (ইংরেজি: Dr. Naiyyum Choudhury) (জন্ম: সেপ্টেম্বর ২৭, ১৯৪৬ - মৃত্যু: ৭ সেপ্টেম্বর ২০১৯) বাংলাদেশের একজন প্রখ্যাত জীবপ্রযুক্তিবিদ ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় জীবপ্রযুক্তি পলিসি উন্নয়নে অগ্রগামী ভূমিকা রেখেছিলেন। [২] তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর সাবেক চেয়ারম্যান। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি প্রতিষ্ঠান (IAEA) এর আঞ্চলিক সহায়তা (RCA) এর চেয়ার পার্সন ছিলেন। [৩] তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এর একজন ফেলো[৪], এবং বর্তমানে এর সেক্রেটারী পদে নিয়োজিত আছেন। তিনি আন্তঃ একাডেমিয় প্যানেল (IAP) এর কন্ট্যাক্ট পার্সন [৫][৬]
শিক্ষাগত যোগ্যতা
[সম্পাদনা]বাংলাদেশের চৌমুহনী সরকারি এস.এ. কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন নঈম চৌধুরী। ১৯৬৭ সালে তিনি ওই শিক্ষায়তন থেকেই জৈবরসায়ন বিভাগে স্নাতকোত্তরের পরীক্ষা দেন এবং প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধীনে পি.এইচ.ডি করার জন্য তিনি ‘কমনওয়েলথ স্কলারশিপ’ পেয়েছিলেন। পরবর্তীকালে ১৯৮২ সালে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে তিনি জৈবপ্রযুক্তিবিদ্যায় ডক্টরেট লাভ করেন। ১৯৮৮ সালে তিনি ইউরোপীয়ান ইকোনমিক্যাল কমিউনিটি ফেলোশিপ লাভ করেন এবং পশ্চিম জার্মানির কার্লস্রুহে বিশ্ববিদ্যালয় (University of Karlsruhe) থেকে পোস্ট ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেন।
প্রাপ্ত পদক
[সম্পাদনা]- বাংলাদেশ সাংবাদিক সমিতি পুরস্কার, ২০০০
- জাকি মেমোরিয়াল স্বর্ণপদক, ২০০২,
- বাস-ডঃ এম. ও. গণি স্বর্ণপদক, ২০০২ [৭]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৮]
রেফারেন্স
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮।
- ↑ http://www.rcaro.org/board/view.php?board=rca_meetings&no=12&ct=2[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০০৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ মার্চ ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০০৯।
- ↑ "Prof Naiyyum Choudhury passes away"। দ্য ডেইলি স্টার। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাদেশ বিজ্ঞান একাডেমি http://www.bas.org.bd/professor-naiyyum-choudhury.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]