আনিসুর রহমান আনিস
আনিসুর রহমান আনিস | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৪০ |
মৃত্যু | (বয়স ৭৮) |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | কুলসুম আরা বেগম (বি. ১৯৬৫; মৃ. ২০১৩) |
সন্তান | ২ |
আনিসুর রহমান আনিস (আনু.১৯৪০ — ২৮ এপ্রিল, ২০১৯) একজন বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা ছিলেন যিনি আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[১][২] তিনি কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।[৩][৪][৫]
জীবনী
[সম্পাদনা]আনিসুর রহমান আনিস ১৯৪০ সালে জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন।[৬] তার গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুরে।[৭] ১৯৬০ সালে বিষকন্যা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি।[১] কিন্তু, চলচ্চিত্রটি মুক্তি পায় নি।[২] ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত এইতো জীবন চলচ্চিত্রটি হল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।[৮] তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র যেমন জামাই তেমন বউ।[৯] চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন ও মঞ্চে অভিনয় করেছিলেন।[১০] তিনি বাংলাদেশের থিয়েটারাঙ্গনে নবাব সিরাজদ্দৌলা মঞ্চনাটকে গোলাম হোসেন চরিত্র রূপায়নের জন্য পরিচিত।[৪]
আনিসুর রহমান আনিস ১৯৬৫ সালে তার খালাতো বোন কুলসুম আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৯] ২০১৩ সালে তিনি মৃত্যুবরণ করেন।[১১] তাদের দুইটি কন্যাসন্তান ছিল।[৮]
আনিসুর রহমান আনিস ২০১৯ সালের ২৮ এপ্রিল ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১২][১৩][১৪]
অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]- বিষকন্যা
- পয়সে,
- মালা,
- জরিনা সুন্দরী,
- রাজা সন্ন্যাসী,
- এইতো জীবন[৮]
- সাইফুল মুলক বদিউজ্জামাল,
- মধুমালা,
- ডাকবাবু,
- অবাঞ্ছিত,
- শহীদ তিতুমীর,
- রূপকুমারী,
- আবার বনবাসে রূপবান,
- সাত ভাই চম্পা,
- রাখাল বন্ধু,
- বাল্যবন্ধু,
- বাবলু,
- পদ্মা নদীর মাঝি,
- রং বদলায়,
- সাধারণ মেয়ে,
- টাকা আনা পাই,
- নাগিনীর প্রেম,
- মানুষের মন,
- অধিকার,
- সেতু,
- সানাই,
- চলো ঘর বাঁধি,
- চাঁদ সুরুজ,
- ভানুমতি,
- সূর্য ওঠার আগে,
- জংলী মেয়ে,
- আলো ছায়া,
- দর্পচূর্ণ,
- অনেক দিন আগে,
- অন্তরালে,
- টাকার খেলা,
- বন্দিনী,
- অনেক প্রেম অনেক জ্বালা,
- দোস্ত দুশমন,
- আসামী,
- আনাড়ি,
- তাল বেতাল,
- মতিমহল,
- অনুরাগ,
- একই অঙ্গে এত রূপ,
- বাদশা,
- বিচার,
- দয়াল মুর্শিদ,
- বধূ মাতা কন্যা,
- অশ্রু দিয়ে লেখা,
- অঙ্গার,
- শাপমুক্তি,
- ঘর সংসার,
- অভিমান,
- মামা ভাগ্নে,
- কাজল রেখা,
- ষড়যন্ত্র,
- লড়াই,
- নাগকন্যা,
- নুপুর,
- চম্পাকলি,
- মহারাজা,
- বিস্ফোরন,
- প্রতিহিংসা,
- দিদার,
- নয়নের আলো,
- মহান,
- বিক্রম,
- উজান ভাটি,
- বিজলী,
- তালাক,
- বারুদ,
- লাল কাজল,
- পুরস্কার,
- এমিলের গোয়েন্দা বাহিনী,
- নবাবজাী,
- নির্দোষ,
- সন্ধি,
- পরিণীতা,
- কাজল লতা,
- গুনাই বিবি,
- আয়না বিবির পালা,
- চোরের বউ,
- যেমন জামাই তেমন বউ,
- রাজা সূর্য খাঁ, ইত্যাদি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "চলে গেলেন কৌতুক অভিনেতা আনিস"। একুশে টেলিভিশন। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "টেলি সামাদের পর আনিসও চলে গেলেন"। বিডিনিউজ২৪.কম। ২৯ এপ্রিল ২০১৯। ৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Comedian Anisur Rahman laid to rest"। New Age। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "Comedian Anis no more"। Daily Sun। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Veteran comedy actor Anis no more"। The Independent। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "কৌতুক অভিনেতা আনিস ভাই"। সংবাদ। ১৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অভিনেতা আনিস আর নেই"। যুগান্তর। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "অভিনেতা আনিস আর নেই"। কালের কণ্ঠ। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই"। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। ২৯ এপ্রিল ২০১৯। ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "কৌতুক অভিনেতা আনিস আর নেই"। এনটিভি। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কৌতুক অভিনেতা আনিস আর নেই"। সমকাল। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কৌতুক অভিনেতা আনিস আর নেই"। প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই"। আরটিভি। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Actor Anis dead at 78"। ঢাকা ট্রিবিউন। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।