তালুকদার মনিরুজ্জামান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় অধ্যাপক

তালুকদার মনিরুজ্জামান
জন্ম(১৯৩৮-০৭-০১)১ জুলাই ১৯৩৮
মৃত্যু২৯ ডিসেম্বর ২০১৯(2019-12-29) (বয়স ৮১)
পেশারাষ্ট্রবিজ্ঞানী
উচ্চশিক্ষায়তনিক কর্ম
প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়
প্রধান আগ্রহবাংলাদেশের ভূরাজনীতি ও পররাষ্ট্রনীতি
উল্লেখযোগ্য কাজThe Bangladesh Revolution and Its Aftermath (১৯৮০), বাংলাদেশের রাজনীতি: সংকট ও বিশ্লেষণ (২০০১), The All India Muslim League: A Social Analysis 1906-1946 (২০১৩)

তালুকদার মনিরুজ্জামান (১ জুলাই ১৯৩৮ – ২৯ ডিসেম্বর ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত হয়েছিলেন।[১]

শিক্ষা[সম্পাদনা]

তালুকদার মনিরুজ্জামান ১৯৩৮ সালের ১ জুলাই সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।[২][৩][৪] ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভরতি হন।[৫] তিনি সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা অর্জন করেন।[৩]

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিক্ষা অর্জনের পর তালুকদার মনিরুজ্জামান ১৯৬৩ সালে কানাডা গমন করেন ও সেখানকার কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।[৪]

বিদ্যায়তনে কাজ[সম্পাদনা]

১৯৬৬ সালে তিনি দেশে ফিরে আসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।[৫] ১৯৭৪ সাল পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেছিলেন।[৪]

তালুকদার মনিরুজ্জামান ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।[৫] ২০০৬ সালে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন।[৪] সে বছরে তাঁকে বাংলাদেশ সরকার জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করেছিল।[১]

গ্রন্থাবলি[সম্পাদনা]

তিনি ৯টি গ্রন্থ রচনা করেছেন।[৩]

  • The Bangladesh Revolution and Its Aftermath। ঢাকা: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ১৯৮০।[৬]
  • বাংলাদেশের রাজনীতি: সংকট ও বিশ্লেষণ। চট্টগ্রাম: বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড, ২০০১।[৭]
  • The All India Muslim League: A Social Analysis 1906-1946। ঢাকা: সুবর্ণ, ২০১৩।[৮]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মনিরুজ্জামান রাজিয়া আক্তার বানুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৫] তাঁদের দুই পুত্র ও এক কন্যা ছিল।[৪]

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[২][৯][১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "4 become national professors"The Daily Star। ৩ ফেব্রুয়ারি ২০০৬। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  2. "জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  3. "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"আমাদের সময়। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  4. "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"কালের কণ্ঠ। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  5. "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"যমুনা টেলিভিশন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  6. "The Bangladesh Revolution and Its Aftermath | The University Press Limited"www.uplbooks.com। ২০২৩-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭ 
  7. মনিরুজ্জামান, তালুকদার (২০০১)। বাংলাদেশের রাজনীতি: সংকট ও বিশ্লেষণ। চট্টগ্রাম: বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড। আইএসবিএন ৯৮৪-৪৯৩-০৬৯-৩ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  8. "The All India Muslim League (A Social Analysis 1906-1946) - Talukder Maniruzzaman"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭ 
  9. "রাষ্ট্রবিজ্ঞানী ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই"ডিবিসি নিউজ। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  10. "National Professor Dr Talukder Moniruzzaman passes away"Daily Sun। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯