প্রণীতা তালুকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রণীতা তালুকদার
আসাম বিধানসভা
কাজের মেয়াদ
১৯৬৭ – ১৯৭৮
পূর্বসূরীঅক্ষয় কুমার দাস
উত্তরসূরীহেমেন দাস
সংসদীয় এলাকাসরভোগ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৫[১]
মৃত্যু২০ এপ্রিল ২০১৯ (বয়স ৮৩-৮৪)
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস

প্রণীতা তালুকদার একজন ভারতীয় শিক্ষক, সমাজকর্মী ও রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি দুইবার সরভোগ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নারীদের জন্য তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে স্ত্রী শক্তি পুরস্কার প্রদান করা হয়েছিল।

জীবনী[সম্পাদনা]

প্রণীতা তালুকদার ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তার স্বামী ঘনশ্যাম তালুকদার আসাম বিধানসভার বিধায়ক এবং বরানগর কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন।[১]

প্রণীতা তালুকদার সোরালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। এছাড়া, তিনি বরানগর কলেজ ও বরপেতা সোরালি কলেজে শিক্ষকতা করেছেন।[১]

প্রণীতা তালুকদার ১৯৬৭ সালে সরভোগ থেকে আসাম বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২] এরপর, ১৯৭২ সালে তিনি আবারো উক্ত বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[৩]

প্রণীতা তালুকদার কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ সংস্থার সভাপতি ছিলেন।[১] তিনি ২০১৩ সালে নারীদের জন্য তার অবদানের স্বীকৃতি হিসেবে স্ত্রী শক্তি পুরস্কার লাভ করেন।[৪][৫][৬]

প্রণীতা তালুকদার ২০১৯ সালের ২০ এপ্রিল প্রয়াত হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সৰভোগৰ প্রাক্তন বিধায়িকা প্ৰণীতা তালুকদাৰৰ দেহাৱসান"NE Now (অসমীয়া ভাষায়)। ২১ এপ্রিল ২০১৯। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  2. "Assam Legislative Assembly - MLA 1967-72"Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  3. "Assam Legislative Assembly - MLA 1972-78"Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  4. "Pranab Mukherjee bestows Rani Laxmi Bai award on Delhi gangrape victim"The Indian Express। ৮ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  5. "Rani Lakshmibai award for Delhi braveheart"The Hindu। ৮ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  6. "President gives Stree Shakti awards on International Women's Day"News18। ৯ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯