নাজমুল হুদা মিন্টু
অবয়ব
নাজমুল হুদা মিন্টু | |
---|---|
জন্ম | ৫ ডিসেম্বর ১৯৪২ |
মৃত্যু | ২ জুন ২০১৯ | (বয়স ৭৬)
পেশা | চলচ্চিত্র পরিচালক |
নাজমুল হুদা মিন্টু (৫ ডিসেম্বর ১৯৪২ – ২ জুন ২০১৯) বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি অনেক চলচ্চিত্র পরিচালনা করেছেন।
জীবনী
[সম্পাদনা]নাজমুল হুদা মিন্টু ১৯৪২ সালের ৫ ডিসেম্বর নওগাঁয় জন্মগ্রহণ করেন।[১][২] সূর্য ওঠার আগে চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার।[৩] তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৪] তিনি মৌসুমী শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যেটির নাম রাখা হয়েছিল অভিনেত্রী মৌসুমীর নামানুসারে।[৫]
নাজমুল হুদা মিন্টু ২০১৯ সালের ২ জুন ৭৬ বছর বয়সে লন্ডনে মৃত্যুবরণ করেন।[২][৬]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]- সূর্য ওঠার আগে[৬]
- চৌধুরী বাড়ি[৩]
- ডাক পিয়ন[২]
- মৌসুমী[৫]
- অনেক প্রেম অনেক জ্বালা[৩]
- দিনের পর দিন[৩]
- সংঘর্ষ[৪]
- মধুমালতী[৩]
- ঘরে বাইরে[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু আর নেই"। আমাদের সময়। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "পরিচালক নাজমুল হুদা মিন্টুর প্রয়াণ"। ভোরের কাগজ। ৩ জুন ২০১৯। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ "লন্ডনে মারা গেছেন চিত্রপরিচালক নাজমুল হুদা মিন্টু"। কালের কণ্ঠ। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টু আর নেই"। রাইজিংবিডি.কম। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "চলচ্চিত্রে নায়িকাদের নামে গানের হিড়িক!"। রাইজিংবিডি.কম। ২৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই চলে গেলেন নির্মাতা নাজমুল হুদা মিন্টু"। জাগোনিউজ২৪.কম। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।