খালিদ হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খালিদ হোসেন
প্রাথমিক তথ্য
জন্ম(১৯৩৫-১২-০৪)৪ ডিসেম্বর ১৯৩৫
কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত)
মৃত্যু২২ মে ২০১৯(2019-05-22) (বয়স ৮৩)
ঢাকা, বাংলাদেশ
ধরননজরুলগীতি
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রভোকাল

খালিদ হোসেন (৪ ডিসেম্বর ১৯৩৫ - ২২ মে ২০১৯) ছিলেন একজন বাঙালি নজরুলগীতি শিল্পী এবং নজরুল গবেষক। তিনি নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য সুপ্রসিদ্ধ।[১] তার ছয়টি নজরুলগীতির অ্যালবাম এবং ১২টি ইসলামী গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীতের অবদানের জন্য ২০০০ সালে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

খালিদ হোসেন ১৯৩৫ সালের ৪ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন।[২] দেশ বিভাগের পর তিনি পরিবারের সাথে কুষ্টিয়ার কোর্টপাড়ায় চলে আসেন। ১৯৬৪ সাল থেকে তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন।

কর্মজীবন[সম্পাদনা]

হোসেন সঙ্গীত প্রশিক্ষক ও নিরীক্ষক হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডবাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটে নজরুলগীতির আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য।[৩]

হোসেনের ছয়টি নজরুলগীতির অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ নজরুলগীতির অ্যালবাম হল শাওনো রাতে যদি[৪] এছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম চম্পা নদীর তীরে[৫]

সম্মাননা[সম্পাদনা]

নজরুলগীতিতে অনবদ্য অবদানের জন্য ২০০০ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে একুশে পদক পান।[২] এছাড়াও, তিনি নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ বহু সম্মাননা লাভ করেছেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

খালিদ হোসেন ২০১৯ সালের ২২ মে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ascertaining the cultural identity of Bengali Muslims"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭ 
  2. "সংগীতশিল্পী খালিদ হোসেন আর নেই"প্রথম আলো। ২২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯ 
  3. "শিল্পী-গবেষক খালিদ হোসেন 'গুরুতর অসুস্থ'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ জুলাই ২০১৭। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭ 
  4. "খালিদ হোসেনের নজরুল সঙ্গীত অ্যালবাম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ মে ২০১১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭ 
  5. "Singer, Nazrul researcher Khalid Hossain 'critically ill'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭