প্রশান্ত কুমার মজুমদার
অবয়ব
প্রশান্ত কুমার মজুমদার | |
---|---|
বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
পূর্বসূরী | রণেন বর্মন |
উত্তরসূরী | অর্পিতা ঘোষ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৪১[১] বালুরঘাট, দিনাজপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত) |
মৃত্যু | ২৭ মার্চ ২০১৯ বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত |
রাজনৈতিক দল | বিপ্লবী সমাজতন্ত্রী দল |
পিতামাতা | বিভূতি মজুমদার (বাবা) পুষ্পলতা মজুমদার (মা) |
প্রশান্ত কুমার মজুমদার একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[২] তিনি ২০১৯ সালের ২৭ মার্চ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Detailed Profile: Shri Prasanta Kumar Majumdar"। www.india.gov.in। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৪।
- ↑ "প্রয়াত প্রশান্ত মজুমদার"। বর্তমান। ২৮ মার্চ ২০১৯। ১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯।