আহমদ কবির
অবয়ব
সুফি আহমদ কবির | |
---|---|
জন্ম | ১২৮০ খ্রিস্টাব্দ (আনুমানিক) |
মৃত্যু | (১৩৫০ খ্রিস্টাব্দ) আনুমানিক পাঠানটুলা, সিলেট, বাংলাদেশ। |
মাজহাব | হানাফি |
শাখা | সুন্নি ইসলাম. |
মূল আগ্রহ | ফিকহ |
লক্ষণীয় কাজ | সুফিবাদ |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন |
ইসলাম |
---|
বিষয়ক ধারাবাহিক নিবন্ধের অংশ |
সুফিবাদ এবং তরিকা |
---|
প্রবেশদ্বার |
'আহমদ কবির বা সৈয়দ আহমদ কবির ইসলাম ধর্ম প্রচারক, একজন সুফি। ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহ জালাল এর সঙ্গে বাংলাদেশের সিলেট অঞ্চল এসেছিলেন একজন ধর্মযোদ্ধা এবং ইসলাম ধর্ম প্রচারক হিসেবে। [১]
মাজার পরিচিতি
[সম্পাদনা]সিলেট বিজয়ের পরে হযরত শাহ্ জালাল (র.) এর সঙ্গী অনুসারী অনেক পীর-দরবেশ সিলেটের আশ-পাশ শহর, জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলামের শাশ্বত বাণী পৌছিয়ে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করেন। শাহ জালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস স্থাপন করে আজও স্মরণীয় হয়ে আছেন। সিলেট শহরে বসবাস স্থাপনকারী দরবেশদের মধ্যে আহমদ কবির ও একজন। বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে পাঠানটুলায় তাঁর মাজার অবস্থিত।[১][২]