তাফসীর
তাফসীর ( আরবি: تفسير ; অর্থঃ “ব্যাখ্যা”) হল একটি আরবী শব্দ, যা সাধারণত কুরআনের ব্যাখ্যাকে নির্দেশ করে। যিনি তাফসীর করেন বা তাফসীর গ্রন্থ রচনা করেন তিনি “মুফাসসির” হিসাবে পরিচিত।
পরিচ্ছেদসমূহ
উৎপত্তি[সম্পাদনা]
‘তাফসীর’ শব্দটি আরবী শব্দমূল ফা-সিন-রা থেকে উৎপত্তি হয়ছে যার অর্থঃ ব্যাখ্যা করা, বিস্তৃত করা, খোলাসা করা ।
ইতিহাস[সম্পাদনা]
মুহাম্মাদ (স)উনার সময়কাল[সম্পাদনা]
কুরআনের প্রথম তাফসীরকারক হিসেবে সবার আগে হযরত মুহাম্মাদ (স) এর নামই আসে । তিনিই ছিলেন সবচাইতে নির্ভরযোগ্য তাফসীরকারক এবং ইসলাম অনুসারে একমাত্র নির্ভুল তাফসীরকারক ।
সাহাবাদের সময়কাল[সম্পাদনা]
নবী মুহাম্মাদ-এর মৃত্যুর পর সাহাবাগণ তাফসিরের দায়ীত্বভার গ্রহণ করেন । এভাবে একটি নতুন তাফসীর যুগের সূচনা হয় । খলিফা আবু বকরসহ অধিকাংশ সাহাবা তাফসীরের ক্ষেত্রে নিজেদের ব্যাক্তিগত মতামত প্রদানে সংযত থাকতেন ।
তাবেয়ীগণ[সম্পাদনা]
সাহাবাগণের পর তাবেয়ীগন তাফসীর এর কাজে নিজেদের নিয়োজিত করেন । তাবেয়ীগণের মধ্য সবচাইতে ভালো তাফসীর জানতেন মক্কাবাসীরা । কেননা তারা সরাসরী ইবনে আব্বাস (রা) থেকে তাফসীর শিখেছেন ।
তাফসীরকারকের যোগ্যতা[সম্পাদনা]
মুফাসসিরীনগণ একজন তাফসীরকারকের জন্য বেশকিছু যোগ্যতার বর্ণনা দিয়েছেনঃ
- ০১ আল্লাহর পরিচয়
- ০২ রাসূলের পরিচয়
- ০৩ হাদীসের জ্ঞান
- ০৪ আরবী ভাষাতত্ত্ব
- ০৫ ইসলামী আইনতত্ত্ব
- ০৬ কুরআন নাজিলের প্রেক্ষাপট জানা
- ০৭ ইলমুল আকায়েদ
- ০৮ ইলমুল ক্বিরাত
- ০৯ নাসিখ- মানসুখ জানা
- ১০ মুহকাম মুতাশাবেহাহ জানা
তাফসীরের প্রকারভেদ[সম্পাদনা]
- ০১. তাফসীর বির রেওয়ায়াত
- ০২. তাফসীর বিদ দেরায়াত
- ০৩. তাফসীরে ইশারী (ইঙ্গিত)