মাইক টাইসন
মাইক টাইসন | |
---|---|
জন্ম | মাইকেল জেরার্ড টাইসন জুন ৩০, ১৯৬৬ |
জাতীয়তা | আমেরিকান |
অন্যান্য নাম | আয়রন মাইক[২] দ্য বেডেস্ট ম্যান অন দি প্ল্যানেট[৩] কিড ডায়নামাইট |
পরিসংখ্যান | |
ওজন | হেভিওয়েট |
উচ্চতা | ৫ ফুট ১১.৫ ইঞ্চি (১.৮২ মিটার)[১] |
অবস্থান | অর্থডক্স |
মুষ্টিযুদ্ধের তথ্য | |
মোট লড়াই | ৫৮ |
জয় | ৫০ |
নকআউট দ্বারা জয় | ৪৪ |
পরাজয় | ৬ |
ড্র | ০ |
ফলাফলহীন | ২ |
মাইকেল জেরাল্ড টাইসন (জন্ম: ৩০ জুন, ১৯৬৬) একজন পেশাদার বক্সিং খেলোয়াড়। ব্যক্তিজীবনে তিনি বহু বিতর্ক-বিবাদে জড়িয়েছেন। বর্তমানে তিনি অবসর নিয়েছেন। তার শিশু ডাইনামাঈ[৪] আয়রন মাইক[৩] জাতীয় ডাক নাম আছে।
জীবনী
[সম্পাদনা]মাইক টাইসন ১৯৬৬ সালের ৩০শে জুন জন্ম গ্রহণ করেন। তিনি ব্রুকলিনে জন্মান।৬ই মার্চ ১৯৮৫তে টাইসনের অভিষেক হয়। ১৯৯২ সালে ধর্ষণ কেলেঙ্কারিতে কারাদন্ডে দণ্ডিত হন।[৫] এরপর তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।
"আমি তখন সাত বছরের বালক৷ ব্রুকলিনের রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে এক অপরিচিত বৃদ্ধ যৌন নির্যাতন করেছিল৷" বক্তা বিখ্যাত হেভিওয়েট বক্সার মাইক টাইসন! শুক্রবার সিরিয়াস এক্সএম রেডিওয়ে একটি সাক্ষাত্কারে ছেলেবেলার কিছু দুঃস্বপ্নের মুহূর্তের কথা অকপটভাবে বললেন মার্কিন কিংবদন্তি বক্সার৷ জানিয়েছেন, "ওই বৃদ্ধকে আর কখনও দেখিনি৷ সেই ঘটনার পরে দৌড়ে পালিয়ে এসেছিলাম৷ ঘটনাটি আমাকে কুড়েকুড়ে খাচ্ছিল৷ লজ্জা পাইনি তবু বাড়ির কাউকে বলতে পারিনি এ কথা৷" ৪৮ বছরের টাইসনের এই বিস্ফোরক মন্তব্যের পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলেন সঞ্চালক ওপি এবং জিম নরটন৷ এই ঘটনার পর কী তার জীবনে আমূল কোনও পরিবর্তন হয়েছিল? টাইসনের জবাব, "কিছুটা প্রভাব পড়েছিল৷ তবে জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল এমন বলা ঠিক হবে না৷" বক্সিং রিং দাপিয়ে বেড়ানোর আগে ছোটবেলা যে মোটেই সুখকর ছিল না সে কথাও সাক্ষাত্কারে জানিয়েছেন টাইসন, "আমার বাবা কে জানি না৷ জন্ম শংসাপত্রে বাবার নামের জায়গায় লেখা রয়েছে পারসেল টাইসন৷ তাঁকে কোনওদিন দেখিনি৷ পরে মা লোরা মে জানিয়েছিলেন বাবার নাম জিমি কার্লি ক্রিকপ্যাট্রিক৷ তাঁকে আমাদের বাড়িতে খুব কম দেখেছি৷" সাত বছর বয়সে যৌন নিগ্রহের শিকার হওয়ার পর জীবনে পরপর কয়েকটা ঘটনা এক ধাক্কায় তাকে বিপথগামী করেছিল৷ তখনই মা কাজ হারায়৷ দারিদ্রের কারণে অপরাধ জগতে ভিড়তে দেরি হয়নি টাইসনের৷ জানলা দিয়ে হাত গলিয়ে লোকের বাড়ি থেকে চুরি করতেন৷ পুলিশের কাছে ধরা পড়ে মার খান৷ মা জানতে পেরে আরও মেরেছিলেন৷ কিংবদন্তি বক্সার মহম্মদ আলির জীবনীমূলক ছবি ‘দ্য গ্রেটেস্ট' দেখে মুগ্ধ হয়েছিলেন টাইসন৷ সিনেমার শেষে সেদিন মঞ্চে হাজির হয়েছিলেন স্বয়ং মহম্মদ আলি৷ তাঁকে দেখেই ছোট্ট টাইসন ঠিক করে ফেলেছিলেন মহম্মদ আলির মতো হতে হবে৷ "আসলে আমি কিন্তু বক্সার হতে চাইনি৷ ‘গ্রেট' হতে চেয়েছিলাম৷" স্বীকারোক্তি টাইসনের৷ আটের দশক থেকে হেভিওয়েট বক্সিংয়ে বহুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন টাইসন৷ ১৯৯২ সালে এক কিশোরী ‘বিউটি কুইন'কে ধর্ষণের অভিযোগে তিন বছর জেলেও কাটিয়েছিলেন৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ (2002), Lewis-Tyson: Tale of the tape ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ মে ২০০৯ তারিখে, BBC Sport, Retrieved on 2007-11-01.
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;espn1
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ "Mike Tyson Goes Bollywood" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ এপ্রিল ২০০৭ তারিখে - CBC News, 13 April 2007
- ↑ Berger, Phil (অক্টোবর ১৯, ১৯৮৯)। "A Body for Better Men to Beat On - New York Times"। The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৬।
- ↑ Muscatine, Alison., Tyson Found Guilty of Rape, Two Other Charges ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মে ২০১০ তারিখে, The Washington Post via MIT-The Tech, 1992-02-11, Retrieved on 2007-03-11.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ইসলামে ধর্মান্তরিত
- ১৯৬৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন মুষ্টিযোদ্ধা
- দ্বিপ্রান্তিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি
- মার্কিন আত্মজীবনীকার
- ডাব্লিউডাব্লিউই হল অব ফেমে প্রবেশকারী
- ২০শ শতাব্দীর মার্কিন অপরাধী
- আফ্রিকান-মার্কিন পুরুষ পেশাদার কুস্তিগির
- মার্কিন পুরুষ মুষ্টিযোদ্ধা
- মার্কিন পুরুষ অপরাধী
- মার্কিন কণ্ঠাভিনেতা
- ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত মার্কিন ব্যক্তি
- মার্কিন বন্দী ও আটক
- ডোপিং মামলায় মার্কিন ক্রীড়াবিদ