চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন | ||
---|---|---|
আন্তঃনগর | ||
অবস্থান | বটতলি, স্টেশন সড়ক চট্টগ্রাম বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২২°২০′০৬″ উত্তর ৯১°৪৯′৩৩″ পূর্ব / ২২.৩৩৪৯৩৪১° উত্তর ৯১.৮২৫৯০৪৩° পূর্ব | |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ | |
প্ল্যাটফর্ম | ২ পাশে প্ল্যাটফর্ম | |
রেলপথ | ৬ | |
অন্য তথ্য | ||
ভাড়ার স্থান | চট্টগ্রাম পূর্বাঞ্চল | |
ওয়েবসাইট | railway | |
ইতিহাস | ||
চালু | ১৮৯০-এর দশক | |
পরিষেবা | ||
আন্তঃনগর রেল পরিসেবা
| ||
অবস্থান | ||
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বটতলি এলাকায় অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মূখ্য রেলওয়ে স্টেশন।[১] এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ২য় ব্যস্ততম রেলওয়ে স্টেশন।
ইতিহাস
[সম্পাদনা]১৮৯৬ সালের ৭ নভেম্বর, আসাম বেঙ্গল রেলওয়ের এজেন্ট স্টেশনের বাণিজ্যিক স্থাপনার সংস্থান এবং স্টেশন মাস্টারের আবাসনের প্রয়োজন মেটাতে প্রধান প্রকৌশলী সহযোগে দুই তলা পুরোনো ভবনের অঙ্কন স্বাক্ষর করেন যা পরবর্তীতে পুনঃসংস্কার করা হয়।[১] এটি বাংলাদেশে স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে।[২]
পুরাতন টার্মিনাল ভবন
[সম্পাদনা]বটতলি রেলওয়ে স্টেশন নামে পরিচিত এই পুরাতন রেলওয়ে স্টেশন ইংরেজ শাসনামলে নির্মাণ করা হয়। স্টেশন ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৫৬.২৪ মিটার দৈর্ঘ্য এবং ১০.৩৭ মিটার প্রস্থের একটি দ্বিতল ভবনের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ভবনের নিচ তলায় ব্যবসায়িক স্থান এবং দ্বিতীয় তলায় রেলওয়ে কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে।[২] শুরুতে স্টেশন প্রাঙ্গনে একটি উন্মুক্ত চত্বর থাকলেও বর্তমানে তা নেই। ভবনের পরিপাটি ফ্যাসাদ স্থাপত্যিক অলঙ্করণে সজ্জিত। জাঁকজমকপূর্ণ গাড়ি-বারান্দার মধ্যখানে সংযুক্ত রয়েছে ধাতব শীর্ষভূষণ এবং গম্বুজ শোভিত অর্ধ-অষ্টালক মিনার।[১]
চিত্রশালা
[সম্পাদনা]-
পুরাতন স্টেশন ভবন
-
পুরাতন স্টেশন ভবন
-
পুরাতন স্টেশন ভবন
পরিষেবা
[সম্পাদনা]- সূবর্ণ এক্সপ্রেস
- পাহাড়িকা এক্সপ্রেস
- মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস
- উদয়ন এক্সপ্রেস
- মেঘনা এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- তূর্ণা এক্সপ্রেস
- বিজয় এক্সপ্রেস
- সোনার বাংলা এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- কর্ণফুলী এক্সপ্রেস
- ঢাকা\চট্টগ্রাম মেইল
- সাগরিকা এক্সপ্রেস
- চট্টলা এক্সপ্রেস
- লাকসাম কমিউটার
- জালালাবাদ এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।
- কক্সবাজার এক্সপ্রেস।
- পর্যটক এক্সপ্রেস।
নতুন টার্মিনাল ভবন
[সম্পাদনা]চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সকল বাণিজ্যিক কার্যক্রম নতুন টার্মিনাল ভবন থেকে পরিচালিত হয়।
চিত্রশালা
[সম্পাদনা]-
নতুন টার্মিনাল ভবন
-
দুই সারি প্লাটফর্ম
-
স্টেশনের রেলপথ
-
চট্টগ্রাম রেলস্টেশনের একটি প্লাটফর্ম। ডানে অপেক্ষমাণ ঢাকাগামী একটি ট্রেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ শামসুল হোসেন (২০১২)। "বটতলি রেলওয়ে স্টেশন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ শামসুল হোসেন। "বটতলী রেলওয়ে স্টেশন"। www.heritagebangladesh.co। heritagebangladesh। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]