চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন
অবয়ব
চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | বন্দর থানা, চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | আখাউড়া–লাকসাম–চট্টগ্রাম রেলপথ |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯১০ |
অবস্থান | |
![]() |
চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম বন্দরের পণ্য আনা নেওয়ার জন্য এই স্টেশন ব্যবহৃত হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৮৯৯-১৯১০ সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করে ।[২] ১৯১০ সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ে সংযোগ সাধিত হয়। এসময় চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।[৩]
পরিষেবা
[সম্পাদনা]চট্টগ্রাম বন্দর রেলওয়ে স্টেশন দিয়ে মালবাহী ট্রেন চলাচল করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রেলের ইঞ্জিন স্বল্পতায় চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে ধীরগতি"। Chattogram Pratidin। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ইয়ার বুক ১৯৮০, পৃঃ১৮
- ↑ "বিস্তীর্ণ অঞ্চলে রেলপথ নির্মাণ ও চায়ের প্রসার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।