সোনাতাপাল

স্থানাঙ্ক: ২৩°১২′৫৩″ উত্তর ৮৭°০৭′২২″ পূর্ব / ২৩.২১৪৬৮০০° উত্তর ৮৭.১২২৮৬০০° পূর্ব / 23.2146800; 87.1228600
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোনাতাপাল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত একটি স্থান। এটি বাঁকুড়া শহরের কাছে একতেশ্বর থেকে ৩.২ কিলোমিটার (২.০ মা) উত্তর-পূর্বে দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত।[১]

বাঁকুড়া জেলা ছিল জৈনধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই জেলায় জৈনদের একাধিক স্মারকের ধ্বংসাবশেষ দেখা যায়। সোনাতাপাল, বহুলাড়া, ধারাপাট, হাড়মাসড়া ও পরেশনাথের (অম্বিকানগরের কাছে) কাছে পাওয়া জৈন স্মারকগুলিকে এখন স্থানীয় হিন্দুরা হিন্দু দেবদেবী হিসেবে পূজা করে।[২]

সোনাতাপালে একটি বিরাট মন্দির আছে। বিষ্ণুপুরের রাজারা এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। মন্দিরটি বেশ শক্তপোক্ত ইঁটের তৈরি মন্দির। মন্দিরের কাছে নিচু জমিতে কিছু ঢিপি আছে। এই মন্দির ও ঢিপিগুলিকে শালিবাহনের নামের সঙ্গে যুক্ত করা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, নদীর কাছে যে ঢিপিটি রয়েছে, সেটি আসলে তার "গড়" (দুর্গ) ছিল। কথিত আছে, এই অঞ্চলের আদি নাম হামিরডাঙা।[১]

পাদটীকা[সম্পাদনা]

  1. O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp. 207–209, 1995 reprint, first published 1908, Government of West Bengal
  2. "Temples and Legends of Bengal"Bankura। Hindu Books। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]