ঠনঠনিয়া কালীবাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঠনঠনিয়া কালীবাড়ি
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
অবস্থান
অবস্থানবিধান সরণি, কলকাতা
স্থাপত্য
সৃষ্টিকারীশঙ্কর ঘোষ
প্রতিষ্ঠার তারিখ১৮০৬

ঠনঠনিয়ার শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালীমন্দির বা ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির।[১] এটি কলেজ স্ট্রীট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

ঠনঠনিয়া কালীবাড়ি ও বিধান সরণি, জুন ২০২২।

জনশ্রুতি অনুসারে ১৭০৩ খ্রিষ্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে জনৈক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তি গড়েন।[২] ১৮০৬ খ্রিষ্টাব্দে শঙ্কর ঘোষ নামে জনৈক ধনাঢ্য ব্যক্তি বর্তমান কালীমন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন ও নিত্যপূজার ব্যয়ভার গ্রহণ করেন।[২][৩] এখানে মায়ের মূর্তি মাটির, প্রতি বছর মূর্তি সংস্কার করা হয়।[১][৩] ঠনঠনিয়া কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পুজো, কার্তিক অমবস্যায় আদিকালীর পুজো ও মাঘ মাসে রটন্তী কালীর পুজো হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Thanthania Kalibari"ভারতঅনলাইন.কম। স্যাভিয়ন ট্র্যাভেলস। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫ 
  2. আইচ, দেবাশিস (১২ অক্টোবর ২০১৪)। "জয় কালী কলকাতা-ওয়ালি"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ 
  3. "তিলোত্তমার মন্দির"Rebel With A Destiny। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]