রাজনোয়াগড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজনোয়াগড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার কেন্দা থানার অন্তর্গত একটি প্রত্নস্থল।

মূর্তি[সম্পাদনা]

রাজনোয়াগড়ে তিন ফুট উচ্চতার একটি ক্ষয়ে যাওয়া জৈন তীর্থঙ্কর মূর্তি পাওয়া গেছে। মূর্তির ওপরে মালা হাতে উড়ন্ত গন্ধর্ব ও গন্ধর্বীর মূর্তি ও নিচে দুই চামরধারী বর্তমান। দুইপাশে চার জন তীর্থঙ্করের মূর্তি খোদিত। মূর্তিটি নবম বা দশম শতাব্দীর বলে অনুমান করা হয়।[১]:১৯৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুভাষ রায়, পুরুলিয়া জেলার পুরাকীর্তি, পুরুলিয়ার কয়েকটি প্রত্নস্থল, অনৃজু প্রকাশনী, চেলিয়ামা, পুরুলিয়া, ৭২৩১৪৬, প্রথম প্রকাশ, আশ্বিন ১৪১৯