কাঁটাবেনিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাঁটাবেনিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলপী থানার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামের উল্লেখযোগ্য পুরাকীর্তি হল একটি প্রাচীন পার্শ্বনাথ মূর্তি।

পার্শ্বনাথ মূর্তি[সম্পাদনা]

কাঁটাবেনিয়া গ্রামে অবস্থিত বিশালাক্ষী মন্দিরের পাশের একটি ঘরে পাল-সেন যুগের একটি পার্শ্বনাথ মূর্তি রক্ষিত রয়েছে, যা বর্তমানে অনন্তদেব হিসেবে পূজিত হন। মূর্তিটির মাপ ৪ ফুট ৩ ইঞ্চি X ১ ফুট ৮ ইঞ্চি X ৫.৫ ইঞ্চি। এই মূর্তির পাদদেশে ৩ ফুট ৭ ইঞ্চি X ১ ফুট ২ ইঞ্চি X ৭ ইঞ্চি মাপের পাথরের অলঙ্কৃত দ্বারস্তম্ভ পরিলক্ষিত হয়।[১]:৭৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সাগর চট্টোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পুরাকীর্তি, প্রকাশনা প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার, পশ্চিমবঙ্গ সরকার, ৩৩ চিত্তরঞ্জন অ্যাভেনিউ, কলকাতা-৭০০০১২, প্রথম প্রকাশ, ২০০৫