লৌলাড়া
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
লৌলাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত একটি প্রত্নস্থল।
মূর্তি[সম্পাদনা]
লৌলাড়া গ্রামে যে তিনটি প্রাচীন জৈন মূর্তি পাওয়া গেছে, তাদের শিল্পকলা দেখে অনুমান করা হয় যে, সেগুলি নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। মূর্তিগুলির সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে দেওয়া হল[১]:৮৯, ৯০
মূর্তি | বৈশিষ্ট্য |
---|---|
আদিনাথ | ৮৪ সেন্টিমিটার x ৫০ সেন্টিমিটার মাপের পঞ্চরথ শৈলীর মূর্তিটির শিরোদেশ ত্রিছত্র শোভিত ও পশ্চাতে প্রভাবলী। মূর্তির দুই পাশে মালা হাতে অভ্যর্থকদের মূর্তি, দুইজন পরিকরদের মূর্তি এবং ছয়টি সারিতে দ্বিতীর্থিকা মূর্তির ছয়টি করে সারি অবস্থিত। |
অপরিচিত | ৭৭ সেন্টিমিটার x ৮৭ সেন্টিমিটার মাপের ভগ্নছত্র মূর্তির পশ্চাতে প্রভাবলী। মূর্তির দুই পাশে মালা হাতে অভ্যর্থকদের মূর্তি, পার্শ্বদেবতা ও জ্যোতিষ্কদেবগণের মূর্তি বর্তমান। লাঞ্ছন চিহ্ন ভগ্ন। |
অপরিচিত | ৬৪ সেন্টিমিটার x ৪১ সেন্টিমিটার মাপের ভগ্নছত্র মূর্তি বিশ্বকমলের ওপর সমভঙ্গ মুদ্রায় দণ্ডায়মান। মূর্তির দুই পাশে পার্শ্বদেবতা ও জ্যোতিষ্কদেবগণের মূর্তি বর্তমান। লাঞ্ছন চিহ্ন ভগ্ন। |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ অনিল কুমার চৌধুরী, পুরুলিয়ার গ্রামে গঞ্জে, পুরুলিয়ার কয়েকটি প্রত্নস্থল, সম্পাদনা সুভাষ রায়, অনৃজু প্রকাশনী, চেলিয়ামা, পুরুলিয়া, ৭২৩১৪৬, প্রথম প্রকাশ, আশ্বিন ১৪১৯