জয়মন্টপ ইউনিয়ন
অবয়ব
জয়মন্টপ | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে জয়মন্টপ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৯′১″ উত্তর ৯০°৯′৫৭″ পূর্ব / ২৩.৮১৬৯৪° উত্তর ৯০.১৬৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
উপজেলা | সিঙ্গাইর উপজেলা ![]() |
আসন | চেয়ারম্যান |
আয়তন | |
• মোট | ১৯.৬ বর্গকিমি (৭.৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,৩৪৮ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৮২২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
জয়মন্টপ ইউনিয়ন ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিঙ্গাইর উপজেলার একটি ইউনিয়ন।[১]
অবস্থান
[সম্পাদনা]ইউনিয়নের উত্তরে ধলেশ্বরী নদী ও ধামরাই থানার কিছু অংশ, পূর্বে ধল্লা ইউনিয়ন ও জার্মিতা ইউনিয়ন কিছু অংশ, দক্ষিণে জামির্ত্তা ইউনিয়ন ও শায়েস্তা ইউনিয়নের কিছু অংশ ও পশ্চিমে সিংগাইর পৌরসভা এবং শায়েস্তা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক অঞ্চল
[সম্পাদনা]এই ইউনিয়নে গ্রামের সংখ্যা ২৮টি, মৌজার সংখ্যা ১৭টি ও ওয়ার্ডের সংখ্যা ০৯টি।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ২৬,৩৪৮ জন। যার মধ্যে পুরুষ ১৩,২৪০ জন ও মহিলা ১৩,১০৮ জন।
চরদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- জয়মন্টপ উচ্চ বিদ্যালয়
- বাহাদিয়া ইমাম নগর উচ্চ বিদ্যালয়
- রামনগর সরকারী প্রাথমিক উচ্চ বিদ্যালয়
- শামসুন্নাহার সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়
ধর্মীয় প্রতিষ্ঠান
[সম্পাদনা]নদী
[সম্পাদনা]এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে নয়ানী কোল (বিল), ও ঢোনখাল।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- মমতাজ বেগম (সঙ্গীত শিল্পী, মাননীয় সাংসদ)
- ফণিভূষণ চক্রবর্তী (কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি)