আটিগ্রাম ইউনিয়ন
আটিগ্রাম | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
উপজেলা | মানিকগঞ্জ সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
আটিগ্রাম ইউনিয়ন ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার অন্তর্গত মানিকগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন।[১]
কালের স্বাক্ষী বহনকারী ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠা মানিকগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো আটিগ্রাম ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ আটিগ্রাম ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
আয়তন
[সম্পাদনা]আটিগ্রাম ইউনিয়নের মোট আয়তন – ১৬.৮৩৫ (বর্গ কিঃ মিঃ)[১]
জনসংখ্যা
[সম্পাদনা]আটিগ্রাম ইউনিয়নের মোট জনসংখ্যা – ২২৭২৮ জন (প্রায়) (২০২২ সালের আদম শুমারি অনুযায়ী) [১]
গ্রাম
[সম্পাদনা]চন্দ্রদেবপুর, কোষাভাঙ্গা, অনন্তপুর, চর অনন্তপুর ,চাঙ্গারীপাড়া পুর্বকেষ্টি, বন কেষ্টি, রাজনগর, সরকারপাড়া, পাথালিয়া পাড়া ,চরবিরাটি,দয়ারামপুর, হরিহর পট্রি, কোষনাইকান্দি, খাসনারিকুলী, পুর্ব আটিগ্রাম, পশ্চিম আটিগ্রাম, মধ্য বরুন্ডী , ভগবানপুর, মাছুরী, ফারিরচর, উত্তর মাধবপুর, কালীনগর, জাগীরদিঘুলিয়া, বার্তা, পুড়াপাড়া, পূর্ব বাসাই, বাসাই, যাদবপুর, দেবেন্দ্রনগর, নারিকুলী, মির্জানগর, আটিগ্রাম কুঠি, ডিহি কাটিগ্রাম, উত্তর কেষ্টি, অনন্তপুর, কুমুদপুর , দক্ষিণ বরুন্ডী, মালুটিয়া ইত্যাদি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "মানিকগঞ্জ সদর উপজেলার ইউনিয়নসমূহঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - সংগৃহীতঃ ২৮ অক্টোবর, ২০১৬"। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৮। উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "বাতায়ন" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে