জামশা ইউনিয়ন
জামশা | |
---|---|
ইউনিয়ন | |
জামশা ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: সবুজের শহর | |
বাংলাদেশে জামশা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৪′৫″ উত্তর ৯০°৬′৫৪″ পূর্ব / ২৩.৭৩৪৭২° উত্তর ৯০.১১৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
উপজেলা | সিঙ্গাইর উপজেলা |
আয়তন | |
• মোট | ৩১.৮৩ বর্গকিমি (১২.২৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,৭৪০ |
• জনঘনত্ব | ৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৮২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জামশা ইউনিয়ন ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিঙ্গাইর উপজেলার একটি ইউনিয়ন।[১]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]এ ইউনিয়নের আয়তন ৩১.৮৩ বর্গ কিলোমিটার।[১] ইউনিয়নের উত্তর ও উত্তর - পশ্চিমে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন এবং উত্তর - পূর্বে চারিগ্রাম ইউনিয়ন, দক্ষিণে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন এবং দক্ষিণ - পূর্বে শোল্লা ইউনিয়ন অবস্থিত, পশ্চিমে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন অবস্থিত। ভৌগোলিক কারণে এই ইউনিয়ন টি সিংগাইর উপজেলা, মানিকগঞ্জ সদর উপজেলা ও ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলাগুলোর খুব গুরুত্বপূর্ণ স্থান।
ইতিহাস
[সম্পাদনা]জামশা ইউনিয়ন পরিষদ কার্যালয়।
স্থাপনকাল - ১৯৭৩ সালে স্থাপিত।
পরিবেশ - কালিগঙ্গা নদীর পাশে জনবহুল গাছ পালা বিশিষ্ট মনোরম পরিবেশ।
অফিসের ঠিকানা - জামশা ইউপির কার্যালয়, জামশা, সিংগাইর, মানিকগঞ্জ।
মোবাইল নম্বর : ০১৭৪০৫৫৯৪২৪/০১৭২৬০৯৫৮৬৬
আয়তন - ১০ বর্গ মাইল বা ৩১.৮৩ র্বগ কি.মি.
ওয়ার্ড সংখ্যা - ০৯ টি
মৌজার সংখ্যা - ১০ টি
ইউপি ভবনের প্রকৃতি - এক তলা ছাদ বিশিষ্ট ভবন।
লোক সংখ্যা - ২৪,১৯৭ জন (পুরুষ - ১২০৭৭ জন ও মহিলা - ১২১২০ জন জি,আর/২০১৪) আদম সুমারী =২০১০৮জন,
অফিস সহ আঙ্গিনার জমির পরিমান - ৫৮ শতাংশ।
ভৌগোলিক
[সম্পাদনা]এ ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে কালীগঙ্গা নদী।[১]
প্রশাসন
[সম্পাদনা]জামশা ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা ০৯টি। মৌজার সংখ্যা ১০ টি, গ্রাম সংখ্যা ১৪টি।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ ইউনিয়নের লোকসংখ্যা ২৪,৭৪০ জন।[১]
শিক্ষা
[সম্পাদনা]১. জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়
৩. দক্ষিণ জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. বশির উদ্দিন ফাউন্ডেশন হাই স্কুল
৫. উত্তর জামশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬. বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. দক্ষিণ সারারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮. মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯. গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ
তথ্যসূত্র
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |