তালেবপুর ইউনিয়ন
তালেবপুর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে তালেবপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫০′১১″ উত্তর ৯০°৭′৫০″ পূর্ব / ২৩.৮৩৬৩৯° উত্তর ৯০.১৩০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
উপজেলা | সিঙ্গাইর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১০.৭০ বর্গকিমি (৪.১৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৭,৯৩০ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
তালেবপুর ইউনিয়ন ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিঙ্গাইর উপজেলার একটি ইউনিয়ন।[১]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]প্রাচীন আমলে জনবসতি গড়া এই এলাকায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে অনেক মুক্তিযোদ্ধার বাসস্থান এই ইউনিয়নে,
তাছাড়া বিভিন্ন খেলোয়াড় বৃন্দও জন্মেছেন যারা জাতীয় দলের হয়ে খেলেছেন যেমন কায়সার হামিদ জাতীয় ভলিবল দলের অধিনায়ক,
বক্সার রমজান বিডিআর সহ আরও অনেকেই
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]এ ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী এবং পূর্ব দিকে প্রবাহিত হয়েছে গাজী খালী খাল।[১]
প্রশাসনিক উপাত্ত
[সম্পাদনা]জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]শিক্ষা
[সম্পাদনা]৮০% শিক্ষার হার
প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয় বিদ্দমান
মাদ্রাসা এতিম খানায় আরবি শিক্ষার ব্যাবস্থাও আছে
কৃষি
[সম্পাদনা]ধান,গম,সরিষা, ভুট্টা, পেপে,কলা,পেয়াজ,আলু,প্রধান আবাদ এবং বিভিন্ন রকম সব্জীর উৎপাদনও ব্যাপক
অর্থনীতি
[সম্পাদনা]যোগাযোগ
[সম্পাদনা]ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে
বাস শুকতারা গাবতলী হতে সিংগাইর
অথবা হেমায়েতপুর হতে সিএনজি অটোরিকশায় সিংগাইর স্টেশনে নেমে অটোরিকশা যোগে তালেবপুর বললেই আসা যায়
দর্শনীয় স্থান
[সম্পাদনা]এ ইউনিয়নের একটি দর্শনীয় স্থান হল বাদশা বাবা কলাবাগান মাজার শরীফ। এটি ইউনিয়নের কাংশা গ্রামের ইসলামনগরে অবস্থিত। এখানে প্রতিবছর চৈত্র মাসে প্রায় পনের দিন ব্যাপী মেলা হয়। এই মাজারের অনেক ভক্ত প্রতি বছর এই মেলায় অংশ গ্রহণ করে থাকে।[১]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]উস্তাদ মমতাজ আলী খান সংগীত সুরকার গীতিকার
আব্দুল বারি মুকুল বিটিভি নাট্য অভিনেতা
পিলু মমতাজ রকস্টার
তথ্যসূত্র
[সম্পাদনা]![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |