ধুনট উপজেলা
ধুনট | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে ধুনট উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪১′১২″ উত্তর ৮৯°৩২′৩১″ পূর্ব / ২৪.৬৮৬৬৭° উত্তর ৮৯.৫৪১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
আয়তন | |
• মোট | ২৪৭.৭৫ বর্গকিমি (৯৫.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৯২,৪০৪[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ১০ ২৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ধুনট বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা। বগুড়া জেলা হতে দক্ষিণ পূর্বে ৩৫ কিলোমিটার দূরত্বে ধুনট উপজেলা অবস্থিত।
অবস্থান[সম্পাদনা]
অবস্থানঃ ২৪°৩২´ থেকে ২৪°৪৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৮´ থেকে ৮৯°৪০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানাঃ এ উপজেলার উত্তরে গাবতলী উপজেলা ও সারিয়াকান্দি উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা, পশ্চিমে শাহজাহানপুর উপজেলা ও শেরপুর উপজেলা, পূর্বে কাজীপুর উপজেলা।
যোগাযোগ[সম্পাদনা]
ঢাকা থেকে বগুড়া গামী বাস এ বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এ নামতে হবে। শেরপুর থেকে ধুনটের দুরত্ব ১২ কি মি। ধুনট মোড় থেকে সিএনজি, বাস, বা রিকশা ভ্যানে ধুনটে যাওয়া যাবে। এছাড়া ঢাকা থেকে যমুনা সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জের ভেতর দিয়ে, মেঘাই, সোনামুখী হয়েও ধুনটে যাওয়া যায়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
ধুনট থানা গঠিত হয় ১৯৬২ সালে এবং থানা উপজেলায় রুপান্তরিত হয় ১৯৮৩ সালে। উপজেলায় গ্রাম রয়েছে ২১২ টি। এই উপজেলায় ১০টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হলো:
- ধুনট ইউনিয়ন
- কালের পাড়া ইউনিয়ন
- নিমগাছি ইউনিয়ন
- চিকাশী ইউনিয়ন
- গোসাইবাড়ী ইউনিয়ন
- ভান্ডারবাড়ী ইউনিয়ন
- এলাঙ্গী ইউনিয়ন, ধুনট
- চৌকিবাড়ি ইউনিয়ন
- মথুরাপুর ইউনিয়ন, ধুনট
- গোপালনগর ইউনিয়ন
এছাড়া রয়েছে ধুনট পৌরসভা যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যা ২,৯২,৪০৪ জন।[১] প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৮০ জন। বর্তমানে লোকসংখ্যা আনুমানিক ৪,৫০,০০০ হবে।
শিক্ষা[সম্পাদনা]
এখানে আছে বেশকিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। ধুনট উপজেলা সদরের ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অত্র এলাকার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় যা ১৯৪১ সালে স্থাপিত। এছাড়া ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় যা ১৯৮৮ সাথে স্থাপিত হয় গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় স্থাপিত ১৯১৮। মেয়েদের জন্য শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যালয় ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় স্থাপিত ১৯৭৭। উচ্চশিক্ষা পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ধুনট সরকারি কলেজ স্থাপিত ১৯৭২। ধুনটের মথুরাপুর ইউনিয়নে আছে মুলতানি পারভীন শাহজাহান তালুকদার বিদ্যালয় ও কলেজ, যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। আছে জি.এম.সি ডিগ্রি কলেজ। পিরহাটি উচ্চ বিদ্যালয়, ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয় ও গোপালনাগর উচ্চ বিদ্যালয়সহ প্রায় ১০০ টি প্রাথমিক বিদ্যালয়। রয়েছে জালশুকা হাবিবুর রহমান কলেজ যা ধুনটের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ! ধুনট মহিলা কলেজ স্থাপিত ১৯৯৬। রয়েছে বিখ্যাত পাঁচথুপি নছরতপুর জাহের আলী দ্বিমুখী উচ্চবিদ্যালয় যা ১৯৭১ সালে নির্মিত। ইসলামি শিক্ষার জন্য আছে সবথেকে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান জোড়খালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা স্থাপিত ১৯১১। মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় স্হাপিত ১৯৯৩। কান্তনগর উচ্চ বিদ্যালয় স্থাপিত ১৯৯৬
অর্থনীতি[সম্পাদনা]
ধুনটের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- ড. মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা।
- ড. আলী আকবর, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
- ড. আমিনুল হক, উদ্ভাবক, রাবি ধান-১
- মো. হাবিবর রহমান, জাতীয় সংসদ সদস্য,বগুড়া-৫
- এডভোকেট জান্নাতুল ফেরদৌস রুপা,সহকারী এটর্নি জেনারেল,সুপ্রীম কোর্ট বাংলাদেশ
- শামসুল বারী, জাতীয় হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক
- আবু সাইয়ীদ, চলচ্চিত্র পরিচালক
- শাহজাহান আলী তালুকদার, সাবেক সাংসদ
- ডা.গোলাম সরয়ার, সাবেক সাংসদ
- গৌতম কুমার সরকার, মহাপরিচালক(অতিরিক্ত সচিব),শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার।(জন্মস্থানঃ ধুনট সরকার পাড়া,ধুনট ,বগুড়া)
বিবিধ[সম্পাদনা]
প্রধান নদীঃ যমুনা, বাঙ্গালী ও ইছামতী
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |