কালের পাড়া ইউনিয়ন
কালেরপাড়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | ধুনট উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সাজ্জাদ হোসেন শিপন (স্বতন্ত্র প্রার্থী) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
কালের পাড়া বগুড়া জেলার ধুনট উপজেলার একটি ইউনিয়ন।
ইতিহাস[সম্পাদনা]
এখানকার পূর্বপুরুষগণ ঘোড়াঘাট সরকারের বগলিয়ার জায়গীরদার ও ভূমিধিকারী ছিলেন। ১৫৭৮ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের সৈন্যগণ শাবদ্দি ও মোহাম্মদ কুলীর নেতৃত্বে ঈসা খাঁর বিদ্রোহ দমন করে ফেরার পথে ঘোড়াঘাটে বগলিয়ার জাগিরদার ও ভূমিধিকারী দিলাবর বহু সংখ্যক রণতরী নিয়ে সম্রাটের সৈন্যগণদের আক্রমণ করলে সৈন্যগণ পালানোর উপক্রম হয়। কিন্তু তেলিগাজি নামক অপর এক ভূমিধিকারী সম্রাটের সৈন্যদেরকে সাহায্য করায় দিলাবর পরাজিত হয়ে পরিবার পরিজন নিয়ে নৌকা যোগে পালিয়ে এসে বর্তমান চিকাশী মাঝিবাড়ি সংলগ্ন বস্তি স্থাপন করেন। পরে ১৫৮২ সালে নতুন বসতি স্থাপন করে বর্তমান কালের পাড়া গ্রামের গোড়াপত্তন।
দিলাবরের ছেলে হাবীবুল্লাহ তার মাতার পূর্ব পুরুষ কালা পাহাড়ের উত্তরসূরি হিসেবে কালা পাহাড়ের নামে গ্রামের নাম রাখেন কালারপাড়া। এই কালারপাড়া বর্তমানে কালেরপাড়া নামে খ্যাত। কালা পাহাড়ের স্ত্রী লক্ষ্মীর নামে পরবর্তীতে কালেরপাড়া এলাকা নিয়ে লক্ষ্মীপুর নামে একটি মৌজা সৃষ্টি ও পরিদৃষ্ট হয়।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- উত্তর কান্তনগর বাঁশহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালেরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়(১৯৬৮)
- কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদ্রাসতুল ঈমান ও এতিমখানা
- কান্তনগর দাখিল মাদরাসা (১৯৮০)
- কান্তনগর উচ্চ বিদ্যালয়
- ইসলামপুর ঈশ্বরঘাট দাখিল মাদ্রাসা (১৯৬২)
অন্যান্য প্রতিষ্ঠান[সম্পাদনা]
- উত্তর কান্তনগর বাঁশহাটা আবুওবাইদা জামে মসজিদ
- উত্তর কান্তনগর বাঁশহাটা সূর্য তরুন সমাজ কল্যাণ সংঘ
- বর্ণ বিলাস পাঠাগার
- কালেরপাড়া জামে মসজিদ
- কালেরপাড়া ইউনিয়ন পরিষদ
- কালেরপাড়া স্বাস্থ্যকেন্দ্র
- কালেরপাড়া পোস্ট ই-সেন্টার
গ্রামের সংখ্যা[সম্পাদনা]
কালেরপাড়া ইউনিয়নে গ্রামের সংখ্যা ২২ টি এগুলো হচ্ছে
- কালেরপাড়া
- আরকাটিয়া
- সুলতানহাটা
- আনারপুর
- কচুগাড়ি
- ঘুঘরাপাড়া
- মাদারভিটা
- ধুলাউড়ি
- নিত্তিপতা
- কাঁদাই
- কান্তনগর
- উত্তর কান্তনগর বাঁশহাটা
- কোদলাপাড়া
- ঈশ্বরঘাট
- হেউটনগর
- দাঁড়াকাটা
- কাঁন্দুনিয়া
- সরুগ্রাম
- হাসাপটল
- চরপাড়া
- রামনগর
- হাসখালী