চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা | |
---|---|
বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৬′৩″ উত্তর ৮৮°১৬′১″ পূর্ব / ২৪.৬০০৮৩° উত্তর ৮৮.২৬৬৯৪° পূর্বস্থানাঙ্ক: ২৪°৩৬′৩″ উত্তর ৮৮°১৬′১″ পূর্ব / ২৪.৬০০৮৩° উত্তর ৮৮.২৬৬৯৪° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৪৫১.৮০ বর্গকিমি (১৭৪.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ৪,৫২,৬৫০ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৭০ ৬৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নবাবগঞ্জ সদর উপজেলা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
এই উপজেলাটি বাংলাদেশের মানচিত্রে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অবস্থান সর্ব পশ্চিমে। পূর্বদিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ও নওগাঁ জেলা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমে পদ্মা নদী ও পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে পদ্মা নদী ও পশ্চিমবঙ্গ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ২৪‘২২ `হতে ২৪‘৫৭ `উত্তর অক্ষাংশে এবং ৮৭‘৫৫ `হতে ৮৮‘২৩ `পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
১৯৪৭ সালে ভারত বিভাগের সময় র্যাডক্লিফ রোয়েদাদ অনুসারে নবাবগঞ্জ এবং তার পার্শ্ববর্তী শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর থানাকে মালদহ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার অন্তর্ভুক্ত করা হয়। শাসন ব্যবস্থার সুবিধার্থে ১৯৪৮ সালের ১ নভেম্বর রাজশাহী জেলার একটি থানা ও দিনাজপুরের অন্তর্ভুক্ত পোরশা থানাসহ একটি নতুন মহকুমার সৃষ্টি হয় এবং নবাবগঞ্জ শহরে মহকুমা সদর দপ্তর স্থাপিত হয় । এই নতুন মহকুমার নাম রাখা হয় ‘নবাবগঞ্জ’।
১৯৮২ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রশাসনকে জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার ঘোষণা দিয়ে থানাগুলোকে উপজেলা এবং মহকুমাকে জেলায় রূপান্তরিত করেন। এই পদক্ষেপের কারণে নবাবগঞ্জের ৫টি থানা শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট, গোমস্তাপুর ও নবাবগঞ্জ সদর উপজেলায় উন্নীত হয়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এই উপজেলাটি ১৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। এগুলো হলোঃ
- আলাতুলী ইউনিয়ন
- বারঘরিয়া ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর
- মহারাজপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর
- রানীহাটি ইউনিয়ন
- বালিয়াডাঙ্গা ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর
- গোবরাতলা ইউনিয়ন
- ঝিলিম ইউনিয়ন
- অনুপনগর ইউনিয়ন
- দেবীনগর ইউনিয়ন
- শাহজাহানপুর ইউনিয়ন
- ইসলামপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর
- চরবাগডাঙ্গা ইউনিয়ন
- নারায়ণপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর
- সুন্দরপুর ইউনিয়ন
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০০১ সালের আদমশুমারী অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ৪,৫২,৬৫০ জন; এর মধ্যে পুরুষ ২,২৭,৩০১ জন এবং মহিলা ২,২৫,৩৪৯ জন।
== স্বাস্থ্য ==এখানে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। একটি আধুনিক চক্ষু হাসপাতাল রয়েছে
শিক্ষা[সম্পাদনা]
নবাবগঞ্জ সরকারি কলেজ
নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ
সরকারি ট্যেকনিক্যাল স্কুল ও কলেজ চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
হাই স্কুল.org টাউন হাই স্কুল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
রাজারামপু হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়
রাজারামপু হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কৃষি[সম্পাদনা]
ধান
গম
ভুট্টা
আম
মাস কালয়
কলা
কাঁঠাল
পেঁপে
সবজি
অর্থনীতি[সম্পাদনা]
আম, কাঁসা, পিতল, কৃষি
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলায় দুইটি ব্রিজ রয়েছে
- মহান্দদা ব্রিজ
- শেখ হাসিনা সেতু
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- প্রফেসর মনিমুল হক
- বাচ্চু ডাক্তার
- মমতাজ উদ্দিন আহমেদ
- রকিব উদ্দিন
- কারী মোহাম্মদ ইসারুল হক ( রবুকারী)
- মোঃ আলঙ্গীর কবির সাবেক (ক্রিকেটার)
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- বাবুডাইং
- চাঁপাই জামে মসজিদ
- হজরত শাহ ঈমাম বক্স খলিফার মাজার
- লাহারপুর তাঁতীপাড়া
- হযরত বুলন্দ শাহ মাজার
- হর্টি কালচার
- সেরিকালচার
- শেখ হাসিনা সেতু
- দক্ষিণ শহর পার্ক
- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু
- কালেকটরেট শিশু পার্ক
- মহানন্দা নদীর পাড়
বিবিধ[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
- বাংলাদেশের উপজেলাসমূহ;
- চাঁপাইনবাবগঞ্জ জেলা;
- রাজশাহী বিভাগ;
- এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এক নজরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |