বাঘা উপজেলা
বাঘা | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে বাঘা উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১১′৪৮″ উত্তর ৮৮°৪৯′৪৫″ পূর্ব / ২৪.১৯৬৬৭° উত্তর ৮৮.৮২৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
সরকার | |
• চেয়ারম্যান | লায়েব উদ্দিন লাভলু (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৮৫.১৬ বর্গকিমি (৭১.৪৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৮৪,১৮৩ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮১ ১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বাঘা বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে চারঘাট উপজেলা ও নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা, পূর্বে নাটোর জেলার লালপুর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও পদ্মা নদী।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
পৌরসভা ০২টি, ইউনিয়ন ৭টি, মৌজা ৯৯ টি, গ্রামের সংখ্যা ১২৬ টি
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে:
- বাজুবাঘা ইউনিয়ন
- গড়গড়ি ইউনিয়ন
- পাকুড়িয়া ইউনিয়ন
- মনিগ্রাম ইউনিয়ন
- বাউসা ইউনিয়ন
- আড়ানী ইউনিয়ন
- চকরাজাপুর ইউনিয়ন
এই উপজেলার পৌরসভাগুলো হচ্ছে:
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
জনসংখ্যা - ১৮৪১৮৩ (২০১১ সনের আদম শুমারী অনুযায়ী)[২]
- পুরুষ ৯২০১০জন
- মহিলা ৯২১৭৩জন
শিক্ষা[সম্পাদনা]
এই উপজেলায় কলেজের সংখ্যা হলো ৯ টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা হলো ৪৯ টি। ভোকেশনালের সংখ্যা ৭ টি। মাদ্রাসার সংখ্যা ৯ টি। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭৪ টি। এই উপজেলায় একটি সরকারি কলেজ ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
অর্থনীতি[সম্পাদনা]
এই উপজেলায় তেমন কোন অর্থনৈতিক স্থাপনা নেই। তবে এই এলাকার মানুষ অনেক পরিশ্রমী । এই উপজেলায় অসখ্যা বাজার এবং ২ টি গরুর হাট রয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- শাহরিয়ার আলম - রাজনীতিবিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
- আব্দুর রাজ্জাক- ব্রিগেডিয়ার জেনারেল,বাংলাদেশ সেনাবাহিনী।
- ডা.শরিফ আহম্মেদ(হিরা)- কর্নেল, বাংলাদেশ সেনাবাহিনী।
- পলান সরকার, সমাজসেবী, সাদা মনের মানুষ।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- বাঘা শাহী মসজিদ
- বাঘা মাজার
- তেঁতুলিয়া বড় সাঁকো
- আড়ানী ক্ষ্যাপার আখড়া মন্দির
- দীঘা, স্বাধীন সাগর
- বাঘা জাদুঘর
- উৎসব পার্ক
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বাঘা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |